Yuvashree Scheme – চাকরি না পেলেও পাবে 2000 টাকা! রাজ্যের সমস্ত বেকাররা। এইভাবে আবেদন মাত্রই টাকা পাবে।
রাজ্য সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প (Yuvashree Scheme) উদ্বোধন করেছেন। রাজ্যের মহিলা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি, বিবাহ যোগ্য কন্যা সবার ক্ষেত্রে আলাদা আলাদা প্রকল্প রয়েছে। তেমনি রাজ্যের যুবক যুবতীদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে এই রাজ্যের বেকার যুবক যুবতীরা। বর্তমানে সরকারি চাকরি পাওয়া যেন লাখ টাকার কথা। অন্যদিকে ব্যাবসা করার মতন সবার কাছে তেমন মূলধন নেই।
How to Apply Yuvashree Scheme Get 2000 RS
তাই অগত্যা বেকার হয়ে ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই সমস্ত বেকার যুবক যুবতীদের মনোবল বাড়ানোর জন্য মাসিক ইনকাম এর রাস্তা বার করেছে সরকার। এই Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্পে আবেদন করলে প্রতিমাসে ২০০০ টাকা করে পেয়ে যাবেন যুবকরা। কারা আবেদনের যোগ্য?
- আবেদন যোগ্যতা
- আবেদন পদ্ধতি
আবেদন যোগ্যতা
- এই Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যুবকের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে তিনি কোন সরকারি বা বেসরকারি তাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
- আবেদনকারী কে ন্যূনতম অষ্টম পাস হতে হবে।
লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তো? এইভাবে আবেদন করলে আপনিও টাকা পাবেন।
আবেদন পদ্ধতি
- Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল ( www.employmentbankwb.gov.in) এ যান।
- এরপর হোমপেজে, Job Seeker অপশনে ক্লিক করুন।
- New Enrolment Job Seeker অপশনে ক্লিক করুন।
- এরপর ফ্রমে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, জাত, জন্ম তারিখ ইত্যাদি লিখুন।
Submit অপশনে ক্লিক করুন।
এরপর আবেদনগুলি যাচাই-বাছাই পর্ব চলবে। যাদের ফ্রম সঠিক ও নির্ভুল হবে তাদের লিস্ট তৈরি করা হবে। এরপর সেই তালিকা অনুযায়ী আবেদনকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে দুই হাজার টাকা করে পেয়ে যাবেন।
10 হাজার টাকা ঢুকবে সরাসরি ব্যাংক একাউন্টে। কারা ও কিভাবে এই টাকা পাবেন?
আপনারা যদি আবেদন করতে চান তাহলে উপরিয়ক্ত পদ্ধতিতে আবেদন করুন তবে আবেদনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করতে হবে। এমন সরকারি আরও অন্যান্য প্রকল্প সম্বন্ধে জানতে আমাদের এই পেজ ফলো করুন।