PMRF Scholarship – কেন্দ্রের সবচেয়ে বড় স্কলারশিপ! আবেদন করলেই পাবে 70 হাজার থেকে 2 লাখ টাকা।

কেন্দ্র সরকারের একাধিক স্কলারশিপের মধ্যে অন্যতম স্কলারশিপ হলো PMRF Scholarship তথা প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ। দেশের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য রয়েছে বিভিন্ন প্রকার স্কলারশিপ। রাজ্যে যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ রয়েছে, তেমনই কেন্দ্রের তরফ থেকেও উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের একাধিক স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আজ কেন্দ্র সরকারের এমনই এক উল্লেখযোগ্য স্কলারশিপ সম্পর্কে আপনাদের জানাবো। যে স্কলারশিপ থেকে প্রতি বছর 2 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়।

How To Apply For PMRF Scholarship 2024

  • বৈশিষ্ট্য
  • সুবিধা
  • আবেদন যোগ্যতা
  • ফেলোশিপ পাওয়া পদ্ধতি
  • হোস্ট প্রতিষ্ঠান

বৈশিষ্ট্য

আজ কথা বলবো প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ বা PMRF Scholarship নিয়ে। 2018-19 অর্থ বর্ষে কেন্দ্র সরকার এই স্কলারশিপটির ঘোষণা করেছিল। দেশে যে সমস্ত সরকারি ও বেসরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় স্কলারশিপ এটি। দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার মান উন্নত করার জন্য, ভারত সরকার প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে দেশের স্কলারদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

সুবিধা

কেন্দ্রের এই PMRF Scholarship এর মাধ্যমে গবেষণারত স্কলাররা প্রতি মাসে 70 হাজার টাকা থেকে 80 হাজার টাকা করে বৃত্তি পেয়ে থাকে। টাকার পরিমান ক্যাটাগরির অনুযায়ী পোয়া যাবে। ডিরেক্টর পিএইচডি এর ক্ষেত্রে 5 বছর পর্যন্ত এই ফেলোশিপ পাওয়া যায়। তবে মাস্টার্স করার পর পিএইচডি করতে গেলে 4 বছর এই ফেলোশিপ দেওয়া হবে। এছাড়া রিসার্চ গ্রান্ট হিসাবে প্রতি বছর 2 লক্ষ টাকা করে পাওয়া যাবে, অর্থাৎ 5 বছর দেওয়া হবে 10 লক্ষ টাকা।

আবেদন যোগ্যতা

নতুন নিয়ম অনুযায়ী এই PMRF Scholarship এর যোগ্য হওয়ার জন্য দুটি অপশন রয়েছে, একটি হলো ডিরেক্টর এন্ট্রি স্কিম এবং অন্যটি হলো লেটারাল এন্ট্রি স্কিম। ডিরেক্টর এন্ট্রি চ্যানেলের মধ্যে দিয়ে আবেদন করতে হলে সায়েন্স এন্ড টেকনোলজি বিষয়ে 8.5 CGPA স্কোর নিয়ে B.Sc বা M.Sc পাশ করতে হবে।

GATE পাশ করে M.Tech বা M.Sc সম্পন্ন করলেও এই স্কলারশিপে আবেদন করা যাবে। এছাড়া লেটারেল এন্ট্রি চ্যানেলের মধ্যে দিয়ে আবেদন করার জন্য ডিরেক্টর পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে 8.5 CGPA স্কোর নিয়ে এবং পিএইচডি কোর্সের 1 বছর সম্পন্ন হওয়ার পর এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

ফেলোশিপ পাওয়া পদ্ধতি

প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ তথা PMRF Scholarship পাওয়া যায় মোট 19 টি বিষয়ের উপর। এই বিষয়গুলি নিয়ে গবেষণারত স্কলাররাই একমাত্র এই স্কলারশিপের বৃত্তি পেয়ে থাকে। এই বিষয়গুলি হলো-

মাধ্যমিক পরীক্ষার নয়া সিদ্ধান্ত জারি! কী নির্দেশ দিলেন মধ্যশিক্ষা পর্ষদ?

  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স
  • কেমিস্ট্রি
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইঞ্জিনিয়ারিং ডিজাইন
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
  • বায়োলজিকাল সায়েন্স

হোস্ট প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ বা PMRF Scholarship নিম্নলিখিত হোস্ট প্রতিষ্ঠানগুলিতে পিএইচডি প্রোগ্রামের জন্য প্রার্থীদের হোস্ট করবে। প্রতিষ্ঠানগুলি হলো-

Govt Scholarship (সরকারি স্কলারশিপ)
  • আইআইএসসি ব্যাঙ্গালোর
  • সমস্ত IIT
  • সমস্ত IISER
  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি
  • জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
  • হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়
  • আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
  • জামিয়া মিলিয়া ইসলামিয়া
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

ওয়েসিস স্কলারশিপে নতুন মেসেজ পেয়েছেন? আবেদন করলে দেখুন।

উল্লেখ্য, প্রতি বছর জুলাই থেকে অগাস্ট মাসে এই প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ স্কলারশিপের আবেদনের ফর্ম বের হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য PMRF এর অফিসিয়াল ওয়েবসাইট www.pmrf.in ওয়াবসাইটে যেতে পারেন। এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকেও PMRF সহ সমস্ত প্রকার স্কলারশিপের আপডেট পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button