Shah Rukh Khan Scholarship – শাহরুখ খান স্কলারশিপে 1 কোটি 23 লাখ টাকা ঘোষণা, আজই আবেদন করুন।

Shah Rukh Khan Scholarship at La Trobe University

এবার পড়াশোনার খরচ দিচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান। Shah Rukh Khan Scholarship এ পাবেন ১ কোটি ২৩ লক্ষ টাকার স্কলারশিপ, কারা পাবেন এই স্কলারশিপ? কিভাবে আবেদন করবেন। বিস্তারিত জেনে নিন।

দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। সেই জায়গায় এমন একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে, যে স্কলারশিপে আবেদন করলে ১ কোটি ২৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। পড়ুয়াদের বিভিন্ন ধরনের স্কলারশিপের ভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট নম্বর নিয়ে বিভিন্ন স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

Actual Name of the Scholarship

এবার যে স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে সেই স্কলারশিপটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য। যেকোনো মহিলা পড়ুয়ারা উক্ত বিষয়ে গবেষণা এবং পড়াশোনার লক্ষ্যে এগোলে তাদের এই স্কলারশিপ থেকে আর্থিক সহায়তা করা হবে। এবার সেই স্কলারশিপটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
স্কলারশিপ এর নাম– শাহরুখ খান লা ট্রোব ইউনিভার্সিটি পিএইচডি স্কলারশিপ (Shahrukh Khan La Trobe Phd Scholarship)

স্কুল কলেজের স্কলারশিপ পেতে এখানে ক্লিক করুন

Scholarship Eligibility

বিভিন্ন ধরনের প্রতিকার মূলক কর্মকাণ্ডের গবেষণায় নিয়োজিত করার উদ্দেশ্যে ভারতীয় নারীদের এই স্কলারশিপ এর মাধ্যমে গবেষণার কাজে সহায়তা করার জন্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভেল মেলবোর্ন এবং লা ট্রোব ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া যৌথভাবে স্কলারশিপ প্রদান করে।
Indian Film Festival of Melbourne এবং La Trobe University Australia যৌথভাবে ভারতীয় নারীদের গবেষণার কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে এই স্কলারশিপ দিয়ে থাকে।

Shah Rukh Khan Scholarship Amount:

Scholarship- এর টাকার পরিমান:
অস্ট্রেলিয়ার La Trobe University এই স্কলারশিপে ১ কোটি ২৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকে। চার বছরের জন্য পড়ুয়ারা গবেষণার জন্য এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে পাবেন।

Shah Rukh Khan Scholarship - শাহরুখ খান স্কলারশিপ

Shah Rukh Khan Scholarship is for:

কি কি বিষয়ে গবেষণা করা যাবে:
Methods of Care
How to stay well in old age
Soil Studies
Effects of Drugs and Alcohol on Youth
Research on bacteria
Legs of children in down syndrome
Role of soil in climate change

click here png 1

How to apply Shah Rukh Khan Scholarship

কিভাবে আবেদন করবেন:
স্কলারশিপের জন্য আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো www.latrobe.edu.news
ওয়েব সাইটে expression of interest আবেদন করতে হবে। তারপরে লা ট্রোব ইউনিভার্সিটির তরফে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আরও পড়ুন, কলেজে ভর্তির তারিখ ঘোষণা, কি কি লাগবে, নিয়ম কানুন সব জেনে নিন।

When to apply:

নির্বাচিত হলে চার বছরের কোর্স অস্ট্রেলিয়ার La Trobe ইউনিভার্সিটি তে করতে পারবেন। সেখানে ফুডিং এবং লজিংয়ের বন্দোবস্ত করা হবে। এছাড়াও মেডিকেল অ্যালাওয়েন্স, বিমান টিকিটের আর্থিক সহায়তা পাওয়া যাবে।
সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হয়। জানুয়ারি- ফেব্রুয়ারি মাসের স্কলারশিপ এর জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

Who Can Apply

কারা আবেদন করতে পারবেন:
১) যারা লা ট্রোব ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন তারা এই স্কলারশিপ পেতে পারেন।
২) তবে এই স্কলারশিপটি একমাত্র ভারতীয় মহিলাদের জন্য।
৩) গবেষণামূলক পড়াশোনার জন্য আবেদন করা যাবে।
৪) Post graduation এ ৭০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এই বিষয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং পড়াশোনা ও স্কলারশিপ সংক্রান্ত প্রশ্ন ও খবরের জন্য সুখবর বাংলা ফলো করুন।
স্কুল কলেজের স্কলারশিপ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button