Swasthya Sathi – স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করুন ঘরে বসে খুব সহজেই নিজের মোবাইলের মাধ্যমে।

রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার সাধারণ মানুষদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক (Swasthya Sathi) কর্মসূচি নিয়ে এসেছ । এই কর্মসূচি গুলোর মাধ্যমে সাধারণ জনগণের অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। তেমনই একটি প্রকল্প হলো Swasthya Sathi বা স্বাস্থ্য সাথী কার্ড। যেটি পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালে চালু করেছিলেন। এই কার্ডের মাধ্যমে কোনো দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তার চিকিৎসা খরচ অনেক কম লাগে।

How to Check Balance of Swasthya Sathi Card?

রোগ মানুষের নিত্যসঙ্গী। অনেকসময় এমন কিছু রোগে মানুষ আক্রান্ত হয় যেখানে একজন দরিদ্র মানুষের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হয়না। বিনা চিকিৎসায় যাতে কোনো মানুষ প্রাণ না হারায় তার জন্য এইসমস্ত মানুষদের কথা চিন্তা করেই রাজ্য সরকার Swasthya Sathi বা স্বাস্থ্য সাথী কার্ড চালু করেন।

বর্তমানে এই Swasthya Sathi বা স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা ভোগ করছে পশ্চিবঙ্গের প্রায় ৪ কোটি ৯০ লক্ষ মানুষ। এটি একটি রাজ্য সরকারের দুর্ঘটনা বীমা প্রকল্প। এই কার্ডের মাধ্যমে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাবেন। কোনো চিকিৎসার জন্য আপনি হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হলে।

এই PVC Swasthya Sathi বা পি ভি সি স্বাস্থ্য সাথী কার্ড দেখালে আপনার চিকিৎসার খরচ লাগবে না ৫ লক্ষ টাকা পর্যন্ত। কিন্ত অনেকের মনেই প্রশ্ন থাকে এই কার্ডে ৫ লক্ষ টাকা আছে সেটা বুঝব কি করে? সেটাই জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। খুব সহজেই আপনি স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন ।

ভোটের আগেই পাবেন 5 লাখ টাকার সুবিধা। এখনই এই কার্ডটি বানিয়ে ফেলুন।

স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক পদ্ধতি

  • প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Swasthya Sathi অ্যাপটি ইনস্টল করতে হবে।
  • অ্যাপটি ওপেন করলেই চোখের সামনে অনেক অপশন আসবে তারমধ্যে থেকে URN Verification নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
Swasthya Sathi Card - স্বাস্থ্যসাথী কার্ড
  • এরপর আরেকটি পেজ আসবে সেখানে আপনার জেলার নাম এবং URN নাম্বার দিতে বলবে।
  • অনেকে URN নম্বর চেনেন না তাদের জন্য বলা হচ্ছে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটিই URN নাম্বার। এই দুটি ইনপুট করে Show Data অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার বিস্তারিত তথ্য শো করবে এবং তার নীচে View Balance অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করুন।
  • View Balance অপশনে ক্লিক করলেই আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা। রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ।

এভাবেই আপনি খুব সহজেই আপনার Swasthya Sathi বা স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন। আরও জানতে এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটিকে ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button