PM Awas Yojana – প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নামের লিস্টে আপনার নাম আছে কিনা চেক করুন এইভাবে।
কেন্দ্রীয় সরকারের জনকল্যাণকর প্রকল্পগুলোর মধ্যে PM Awas Yojana তথা প্রধামন্ত্রীর আবাস যোজনা একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের যাদের মাথার ওপর ছাদ করে দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়। যাতে দেশের প্রতিটি মানুষ ছাদের বাড়িতে বাস করার সুযোগ পায়। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে অনেক পরিবার।
How to Check Online Status for PM Awas Yojana
প্রত্যেক বছর নতুন করে আবেদন নেওয়া হয়। আর এই বছর যারা এই PM Awas Yojana তথা প্রধামন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই লিস্টে থাকা ব্যক্তিদের জন্য বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হবে।
- আবাস যোজনার লিস্ট
- গ্রামের নামের লিস্ট চেক
- শহরের নামের লিস্ট চেক
আবাস যোজনার লিস্ট
কেন্দ্র সরকার পক্ষ থেকে একটি ওয়েবসাইট কার্যকরী করা হয় যেখানে PM Awas Yojana তথা প্রধামন্ত্রীর আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন ব্যক্তিরা। আবেদন গ্রহণের পর কেন্দ্রীয় সরকার সেইসব ব্যক্তিদের নথিপত্র যাচাইকরণ করে যোগ্য আবেদনকারীদের নাম একটি তালিকায় প্রকাশ করেন।
সেই তালিকা অনুযায়ী টাকা বরাদ্দ করা হয়। ব্যক্তিদের ব্যাংক একাউন্ট কয়েকটি ধাপে সেই টাকা দেওয়া হয়। PM Awas Yojana তথা প্রধামন্ত্রীর আবাস যোজনার অনুদান দেওয়ার সুবিধার্থে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে শহর ও গ্রামীণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে।
গ্রামের নামের লিস্ট চেক
কেন্দ্রীয় সরকারের প্রকাশিত PM Awas Yojana তথা প্রধামন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ -এর লিস্ট চেক করার জন্য আপনাকে
- প্রথমেই আবাস যোজনা গ্রামীণ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/ -এ যেতে হবে।
- এরপর হোম পেজে থাকা Awaassoft অপশনটিতে ক্লিক করুন ।
- পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Reports অপশনটি নির্বাচন করে নিন।
- এরপর আপনার সামনে আরেকটি নতুন পেজ খুলবে তাতে E-FMS Reports অপশনটির আওতাধীন Beneficiaries registered,accounts frozen and verified অপশনটি নির্বাচন করুন।
- পরবর্তীতে যোজনার নাম, আর্থিক বছর, রাজ্য, জেলা, ব্লক, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে ক্যাপচা কোডটি পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আপনার এলাকার আবাস যোজনার সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা আপনার সামনে চলে আসবে।
- পরবর্তীতে Download pdf অপশনে ক্লিক করলেই লিস্টটি পিডিএফ রূপে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং তা থেকে আপনি নিজের নামটি খুঁজে নিতে পারবেন।
শহরের নামের লিস্ট চেক
PM Awas Yojana তথা প্রধামন্ত্রীর আবাস যোজনায় শহরের আওতাধীন আবেদনকারীদের লিস্ট চেক করার জন্য আবেদনকারীকে নিম্ন লিখিত পদ্ধতি আবলম্বন করতে হবে।
- আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ -এ যেতে হবে।
- হোমপেজের মেনু অপশনে ক্লিক করুন এবং Search Beneficiary এর আওতাধীন Beneficiary Wise Funds Released অপশনে ক্লিক করুন। উ
- এরপর আরেকটি পেজ আসবে তাতে আধার নম্বর লিখুন এবং send OTP অপশনে ক্লিক করুন।
- পরবর্তীতে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি -এর মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এর আওতায় অনুদান পেতে চলেছেন কিনা তা চেক করে নিতে পারবেন।
নতুন বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার। আবাস যোজনার লিস্টে নাম থাকলেই পাবেন।
আর আপনি যদি এখনো এই প্রকল্পের জন্য আবেদন করেননি অথচ আপনার মাথার ওপর একটি ছাদের প্রয়োজন। অবশ্যই এই প্রকল্পের সাহায্যে নিজের বাড়ি তৈরি করুন। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যাচ্ছে। আপনি PMAY-এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ এ প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারেন।