WBBSE Madhyamik Result 2023 – মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি, খাতা দেখা শেষ।
এই বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল মার্চ মাসে। আর পরীক্ষা শেষের আড়াই মাসের মাথাতেই সম্ভবত প্রকাশিত হতে চলেছে Madhyamik Result বা মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী মে মাসেই ফলপ্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের সমস্ত উত্তরপত্র দেখা হয়ে গেছে। এবার শুরু হবে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া।
আজ থেকেই এই অনলাইন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। প্রক্রিয়া চলবে আগামী পয়লা মে পর্যন্ত। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এর তরফে Madhyamik Result 2023 নিয়ে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মাধ্যমিকের মুখ্য পরীক্ষকদের উদ্দেশে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 29 এপ্রিল সকাল 11 টা থেকে শুরু হবে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া। যা চলবে আগামী 1 মে, অর্থাৎ সোমবারের মধ্যরাত অবধি। ফলের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্যই অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। আর এর ফলে একদিকে সময় যেমন কম হবে, তেমনি কাজটি দ্রুত সম্পন্ন হবে। এতে রেজাল্ট ও দ্রুত প্রকাশ করা যাবে।
মাধ্যমিকের নম্বর অনলাইনে যাচাইয়ের জন্য পর্ষদের তরফে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই ওয়েবসাইটটি হল www.wbbsedata.com। তবে এই প্রক্রিয়াতে আদতে কতখানি স্বচ্ছতা থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। একাংশের ধারণা, রাজ্যের যেসব পরীক্ষকদের বাড়িতে ইন্টারনেট পরিষেবা নেই, তাদের এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাইবার ক্যাফেতে যেতে হবে। সেই সব ক্ষেত্রে আদৌ নম্বর যাচাই প্রক্রিয়া সুরক্ষিত এবং স্বচ্ছতা থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন দানা বাঁধছে অনেকেরই মনে।
প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগে একবার জানানো হয়েছিল যে, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে Madhyamik Result প্রকাশিত হওয়া পর্যন্ত মোট 5 টি ধাপ থাকে। সেই 5 টি ধাপ সম্পন্ন হলে তবেই Madhyamik Result ফলপ্রকাশ করা হয়।
সেই 5 টি ধাপের মধ্যে 2 টি ধাপ হল উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তারপরে তা যাচাইকরণ পদ্ধতি।
তবে পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই বছর থেকে এই 2 টি ধাপ অনলাইনে করা হবে। এর আগে অবধি যদিও 5 টি ধাপই অফলাইনে করা হত। অনলাইনে করার পিছনে পর্ষদের যুক্তি ছিল, এর ফলে অনেকাংশে সময় বাঁচবে। ফলে ফলপ্রকাশ করা সম্ভব হবে আরও দ্রুত। সেই বিজ্ঞপ্তি মতই অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করার জন্য আলাদা করে একটি ওয়েবসাইট লঞ্চ করা হল পর্ষদের তরফে। এবার দেখার কবে মাধ্যমিকের ফলাফল নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। তবে পর্ষদ সুত্রে জানা গেছে মে মাসের শেষের দিকে Madhyamik Result প্রকাশিত হবে।
Written by Parna Banerjee.
আরও পড়ুন, বদলে যাচ্ছে মাধ্যমিক সিলেবাস! নবম ও দশম শ্রেণীর ছাত্ররা দেখুন।