Jio Free Recharge – 1 মাস ফ্রি দিচ্ছে জিও, কলিং, ইন্টারনেট সব কিছু। কিভাবে চালু করবেন?

মোবাইল গ্রাহকদের জন্য সুখবর Jio Free Recharge লুট অফারের মাধ্যমে জিও দিচ্ছে ফ্রী রিচার্জ প্ল‍্যান। এই সুযোগ সীমিত সময়ের জন্য। এই সুবিধা পেতে কি কি করতে হবে, কিভাবে চালু করবেন, জেনে নিন।

How to get Jio Free Recharge

একে অপরকে টেক্কা দিয়ে গ্রাহক টানতে চাইছে দেশের সমস্ত টেলিকম কোম্পানী। হ্যাঁ, এখন এই প্রতিযোগিতাই শুরু হয়েছে টেলিকম মার্কেটে। আর সেই প্রতিযোগিতায় দাঁড়িয়ে রিলায়েন্স জিও একেবারে বিনামূল্যে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলো তাদের গ্রাহকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করছে, ঠিক সেই সময় একেবারে বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং এর সুবিধা দিতে চলেছে রিলায়েন্স জিও (Full Jio Free Recharge Plan of Reliance Jio).

বর্তমানে সমস্ত টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যান এর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। তাও আবার কোনো রিচার্জ প্ল্যান পুরোপুরি ১ মাস, ৩ মাস বা ৬ মাসের জন্য নয়। এখানেও টেলিকম কোম্পানিগুলোর কারসাজি রয়েছে। ২৮ দিন, ৫৬ দিন ঠিক এইরকম ভাবে পর্যায়ক্রমে রিচার্জ প্ল্যান অফার করে তারা।

Old Note Sell - পুরনো 5 টাকার নোট

তবে এবার জিওর তরফে যে নতুন পরিষেবা নিয়ে আসা হয়েছে, সেটি একেবারে বিনামূল্যে। অর্থাৎ জিওর গ্রাহকরা সম্পূর্ণ ফ্রি ৩০ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা (Jio Free Recharge) পাবেন। তার জন্য জিওর গ্রাহকদের একটি পয়সাও খরচ করতে হবে না। যদিও পুরো কথাটি শুনলে হয়তো একটু হতাশ হতে পারেন। আর এটাই তো কোম্পানীর পলিসি।

কিভাবে পাবেন?

তবে হ্যাঁ, জিওর সমস্ত গ্রাহকেরাই সুবিধা পাবেন না। জিও ফাইবারের ব্রডব্যান্ড পরিষেবা নিয়েছেন যারা একমাত্র সেই সমস্ত গ্রাহকরাই বিনামূল্যে ৩০ দিনের এই পরিষেবা নিতে পারবেন। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে রিচার্জ প্ল্যান অফার করা হয়। এবার যদি Jio Fibre সংযোগকারী ইউজাররা বার্ষিক রিচার্জ প্ল‍্যান নেন, তাহলে ৩০ দিনের ফ্রী সুবিধা (Jio Free Recharge) পাবেন।

আরও পড়ুন, মাত্র 900 টাকায় কম কারেন্ট বিল আসার ফ্যান তৈরী পশ্চিমবঙ্গে। সারা মাসে 10 টাকা কারেন্ট বিল।

আর যদি ৬ মাসের প্ল্যান নিয়ে থাকেন, তাহলে ১৫ দিনের ফ্রী পরিষেবা পাবেন।এবার এই বার্ষিক রিচার্জ প্ল‍্যানের জন্য দিতে হবে ৪৭৮৮ টাকা। ৩৬০ দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। 30Mbps Data Speed এবং ৩০ দিনের জন্য এই সুবিধা পাবেন একইসঙ্গে Unlimited Data এবং Unlimited Calling- এর সুবিধা পাওয়া যাবে।

2000 টাকার পর আবার ভারতীয় মুদ্রা বাতিল। আর বাজারে চলবে না, রিজার্ভ ব্যাংকের ঘোষণা।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button