টেলিকম মার্কেটে সরকারি এবং বেসরকারি কোম্পানির মধ্যে কম্পিটিশন কম নয়। সেই বাজারে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে Jio নিয়ে এলো বড়দিনের বিরাট ক্যাশব্যাক অফার! তবে কত টাকার রিচার্জে কত ক্যাশব্যাক? জানতে হলে দেখতেই হবে আজকের প্রতিবেদন। চলুন তবে দেখে নেওয়া যাক।
RELIANCE JIO তে ক্যাশব্যাক পেতে আজই রিচার্জ করুন।
ভারতীয় টেলিকম অপারেটর রিলায়েন্স Jio ক্যাশব্যাক অফারের তারিখ 25শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অফারটি পাওয়া যাবে 399 টাকা এবং তার বেশি রিচার্জে অর্থাৎ 2,599 টাকা পর্যন্ত রিচার্জে পাওয়া যাবে ক্যাশব্যাক অফার। পূর্বে এই অফারটি ছিল 15ই ডিসেম্বর পর্যন্ত।
399 টাকা বা তার বেশি রিচার্জে Jio 100 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করে থাকে। 399 টাকার ডেটা প্যাকটি 70 দিনের জন্য বৈধ। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1 জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যায়। সুতরাং, আর দেরি না করে এই অফারটি নিয়ে নিন।
ক্যাশব্যাক অফারের মধ্যে রয়েছে আরও অন্যান্য প্ল্যান। সেই সকল প্ল্যানের রিচার্জে পাওয়া যাবে 1,899 টাকা পর্যন্ত অনলাইন শপিং ভাউচার এবং 300 টাকা পর্যন্ত আপনার মোবাইল ওয়ালেটগুলিতে ক্যাশব্যাক অফার। ঐ সকল ক্যাশব্যাক আপনি আপনার অন্যান্য কেনাকাটা করতে খরচ করতে পারবেন।
কোম্পানি ডিজিটাল ওয়ালেটে ক্যাশব্যাকের পরিমাণ কমিয়েছে। একটি নতুন রিচার্জ ব্যবহারকারীরা এখন amazon pay অ্যাপ থেকে রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক পাবেন। বর্তমান ব্যবহারকারীরাও অ্যাপটিতে একই পরিমাণ টাকা অর্থাৎ 50 টাকা পেয়ে থাকেন।
মোদীজি পেনশন প্রকল্পতে আবেদনে মিলবে 3 হাজার প্রতি মাসে। কিভাবে পাবেন, জেনে নিন।
এটি Paytm, Mobikwik এবং PhonePe মোবাইল ওয়ালেটে নতুন রিচার্জ ব্যবহারকারীদের 15 টাকা, 300 টাকা এবং 50 টাকা ক্যাশব্যাক প্রদান করছে। বর্তমান ব্যবহারকারীরা এই ডিজিটাল ওয়ালেটগুলিতে 15 টাকা, 149 টাকা এবং 10 টাকা পাবেন।
Jio একটি রাউন্ড ট্রিপে 1,000 টাকা এবং Yatra.com-এর মাধ্যমে বুক করা একমুখী দেশীয় অভ্যন্তরীণ ফ্লাইটে 500 টাকা ছাড় দিচ্ছে৷ এটি অনলাইন রিটেল স্টোর Ajio.com থেকে ন্যূনতম 1,500 টাকার পোশাকের কেনাকাটা করলে 399 টাকার ক্যাশব্যাক অফার করছে।
Jio এর বাম্পার রিচার্জ প্ল্যান, 2 মাসের টাকায় চলবে 3 মাস, কত রিচার্জ করবেন দেখুন।
Reliance Trends-এর ফিজিক্যাল আউটলেটগুলি থেকে ন্যূনতম 1,999 টাকার কেনাকাটায় 500 টাকার ক্যাশব্যাকও দেওয়া হয়। নতুন বর্ধিত ক্যাশব্যাক অফারটি ডিজিটাল ওয়ালেটে অফার করা ক্যাশব্যাকের সাথে আসে। এই রকম আরও অফার সম্পর্কে বিশদে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.