Instant Personal Loan – জরুরীভিত্তিতে টাকা দিচ্ছে সরকার। টাকার প্রয়োজন হলেই এইভাবে আবেদন করুন
জীবনে টাকার প্রয়োজন হয় আমাদের সবার। তবে হঠাৎ করে টাকার দরকার হলে আমরা লোন নিয়ে থাকি। আর পার্সোনাল লোন (Personal Loan) নেওয়ার জন্য আমরা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করি। লোন নেওয়ার সময় বহু নিয়মকানুন মানতে হয়। শুধু তাই নয়, তৎক্ষণাৎ লোন পাওয়া যায় না। আর সেই কারণেই বিকল্প সন্ধান করতে হয় সাধারণ মানুষকে। অনেক সময় কোন ব্যক্তির কাছ থেকে অথবা কোন বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে চড়া সুদে লোন নেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন আপনার যদি হঠাৎ করে টাকার দরকার হয়, তাহলে আপনি কোথা থেকে আবেদন করবেন? সরকার আপনাকে সেই টাকা দেবে।
Instant Personal Loan আসলে কী?
আসলে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন (Instant Personal Loan) হল ব্যাংকিং ব্যবস্থার একটি অন্যতম উল্লেখযোগ্য সুবিধা। বর্তমানে যেখানে বেশিরভাগ কাজই ডিজিটাল মাধ্যমে হয়, সেখানে একজন গ্রাহকের কাছে লোন নেওয়ার জন্য ব্যাঙ্কে দাঁড়িয়ে লাইন দেওয়া বেশ সমস্যার ব্যাপার। তাই এখন থেকে গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংকগুলি চালু করে Personal Loan বা ব্যক্তিগত লোনের সুবিধা। এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে কোনো একজন ব্যক্তি ঘরে বসেই অনলাইনে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়া এতটাই সুবিধাজনক যে, লোনের জন্য ব্যক্তিকে তেমন কোন ডকুমেন্টেশন করতে হয় না।
অথবা বলা যায়, ব্যাংকগুলি বেশি নথি ইত্যাদি যাচাই করেনা। ফলে গ্রাহক অতি দ্রুত লোন পেয়ে যান। বর্তমানে ভারতবর্ষের বেশিরভাগ প্রাইভেট ও পাবলিক সেক্টর ব্যাংক গ্রাহকদের এই ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের সুবিধা দেয়। এখানে জেনে নেওয়া জরুরী আসলে কোন ব্যাংকে সুদের হার কম? আর লোন নিতে গেলে ব্যক্তির কী কী যোগ্যতা লাগে? ব্যক্তিকে কিভাবে আবেদন করতে হবে? এই প্রত্যেকটি বিষয়ে জেনে নেওয়া জরুরী। আর এর জন্য আপনাকে ঠিক কি করতে হবে? আজকের এই প্রতিবেদনে আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনার যদি জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজন হয়, তাহলে আপনার কোথায় কিভাবে আবেদন করা জরুরি, সেটা জেনে নিতে হবে।
Instant Personal Loan Interest Rate
এখন জেনে নেওয়া যাক, কোন ব্যাংকে পার্সোনাল লোনে কত টাকার সুদ দিতে হয়। ভারতের বেশ কিছু নামকরা ব্যাংক সম্পর্কে এখানে উল্লেখ করা হলো। প্রথমেই বলা যাক এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)-এর কথা। এই ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দেয়। যিনি ঋণ গ্রহণ করবেন, তাঁকে সুদ দিতে হয় ১১ শতাংশ হারে। দ্বিতীয়ত, বাজাজ ফিনসার্ভ ব্যাংকিং থেকে আপনি সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারেন।
এখানে লোনের জন্য বার্ষিক ১৩ শতাংশ হারে সুদ দিতে হয় ঋণগ্রহীতাকে। তৃতীয়ত, ICICI Bank সাধারণত সর্বনিম্ন ৫০০০০ থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে ব্যাংকটি। এখানে লোনের জন্য সুদ দিতে হয় ১০.৫০ শতাংশ হারে। এরপর জানা যাক কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra) ব্যাংক-এর কথা। এই ব্যাংক 50000 থেকে 25 লাখ পর্যন্ত ঋনের সুবিধা দিয়ে থাকে। বার্ষিক ১০.৯৯ শতাংশ হারে ব্যাংক সুদ কাটে লোনের ওপর।
দীপাবলীর আগে স্টেট ব্যাংক দিল সুখবর! গ্রাহকরা পাবেন দেদার সুবিধা! চালু হচ্ছে
Instant Personal Loan Application
- আপনি লোন নেওয়ার জন্য প্রথমে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এর পরের ধাপে আপনার মোবাইল নম্বর বসিয়ে ক্লিক করুন Send OTP অপশনে।
- এবার আপনি ওটিপি বসিয়ে Log In বাটনে ক্লিক করুন।
- আপনি লগ ইন করার পর একটি নতুন পেজ খুলবে। এখানে তালিকা থেকে আপনি বেছে নিন এবং ‘Personal Loan’ অপশন বাছাই করুন। এবার স্ক্রিনে দেখতে পাবেন যে কতগুলি সাব ক্যাটাগরি আসবে। যেমন হোম লোন, কার লোন, এডুকেশন লোন ইত্যাদি।
- এবার আপনার প্রয়োজন মত আপনি একটির ওপর ক্লিক করুন।
- এবার আপনি এপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিন। ফর্মে উল্লেখ করুন আপনার নাম, ঠিকানা, আধার ও প্যান নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ আরো বেশ কিছু তথ্য। আপনি কত টাকা ঋণ নিতে চান সেটাও উল্লেখ করতে হবে।
- এবার সাবমিট বাটনে ক্লিক করুন।
- দেখবেন পরের পেজটি খুলে যাবে। এখানে আপনি আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করে নিন ও প্রসেসটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা ধরুন।
- এক্ষেত্রে, আপনি যদি যোগ্য হন, তাহলে আপনি লোন পেয়ে যাবেন।