Yuva Scholarship 2023 update

Yuva Scholarship এর আবেদন শুরু হল। এই স্কলারশিপ এর মাধ্যমে টাকা সরাসরি একাউন্টে পাওয়া যাবে। তবে এই স্কলারশিপ এর বিশেষত্ব হল আগে আবেদন করলে আগে সুযোগ পাওয়া যাবে। তাই দেরি না করে সম্পূর্ণ আবেদন পদ্ধতি জেনে নিয়ে আবেদন করুন তাড়াতাড়ি।

Advertisement

Laduma Dhamecha Yuva Scholarship এ সকলে আবেদন করতে পারবেন।

Laduma Dhamecha Yuva Scholarship 2022 হল যুবকদের জন্য একটি বিশেষ উদ্যোগ যার লক্ষ্য মেধাবী এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে আহমেদাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লি এনসিআর-এর ছাত্ররা যারা ক্লাস 10 বা ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস প্রোগ্রামের প্রথম বর্ষের পরে JEE/NEET কোচিং করছে তাদের শিক্ষাগত যোগ্যতা কভার করার জন্য প্রতি বছর 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Yuva Scholarship হল ভারতের এমন একটি বেসরকারি সংস্থার দ্বারা আয়োজিত একটি স্কলারশিপ প্রোগ্রাম যা সুবিধা থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের শিক্ষা, স্যানিটেশন, পানীয় জল, যুব বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিভিন্ন অ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপগুলিতে যাতে তারা সুবিধা নিতে পারে, সেই বিষয়ে কাজ করা। তবে এবারে তাদের একটি অন্য রকম প্রয়াস।

Ads

Laduma Dhamecha Yuva Scholarship 2023 – এর ক্ষেত্রে আবেদনের যোগ্যতাঃ-
আহমেদাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লি এনসিআর থেকে শিক্ষার্থীদের জন্য এই আবেদন গ্রহণযোগ্য হবে। এছাড়া অন্যান্য রাজ্যের পড়ুয়াদের জন্য আরও অনেক স্কলারশিপ এর বিস্তারিত তথ্য আছে। সেগুলি জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আমরা এমন আরও স্কলারশিপ নিয়ে আমাদের প্রতিবেদন দেওয়া আছে যেগুলিতে সকলেই আবেদন করতে পারবেন।

Advertisement

Yuva Scholarship আবেদনকারীদের অবশ্যই হতে হবেঃ-
1. ক্লাস 10 এর পরে JEE/NEET কোচিং এ পড়তে হবে।
2. ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস প্রোগ্রামের 1ম বর্ষে নথিভুক্ত হয়ে থাকতে হবে।
3. ক্লাস-10 অথবা ক্লাস-12 এর পরীক্ষায় ন্যূনতম 85% নম্বর পেয়ে থাকতে হবে।
4. সমস্ত উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 3,00,000 টাকা এর বেশি হওয়া উচিত নয়৷
5. Yuva Unstoppable & Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা এই Yuva Scholarship এ আবেদন যোগ্য নয়।

Advertisement

কি কি সুবিধা পাবেন এই Yuva Scholarship – এ আবেদন করলে?
প্রতি বছর 50,000 টাকার একটি নির্দিষ্ট বৃত্তির পরিমাণ পাবেন আবেদনকারীরা। তবে সেক্ষেত্রে অবশ্যই সকল রকমের নথিপত্র সঠিক এবং নির্ভুলভাবে ওয়েবসাইটে সাবমিট করতে হবে। এছাড়া যদি কোন রকমের ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে আবেদন সংশোধন করতে নির্দিষ্ট ওয়েবসাইটের ই-মেইল অ্যাড্রেসে মেইল করে জানালে তার সমাধান মিলবে কর্তৃপক্ষের তরফ থেকে।

Ads

Laduma Dhamecha Yuva Scholarship 2023 এর ক্ষেত্রে কি কি নথিপত্র লাগবে?
1. আগের ক্লাস/সেমিস্টারের মার্কশিট।
2. একটি সরকার-প্রদত্ত পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)।
3. চলতি বছরের ভর্তির প্রমাণ (ফির রসিদ/ভর্তি পত্র/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
4. পারিবারিক আয়ের প্রমাণ।
5. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
6. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

7. পিতামাতার আধার কার্ড (ঐচ্ছিক)।
8. আবেদনকারীর বাড়ির ছবির PDF (3-4).
9.  মাসের বিদ্যুৎ বিল (যেকোনো গ্রীষ্মের মাস যেমনঃ- মার্চ, এপ্রিল, মে মাস)।
বিশেষ দ্রষ্টব্য- Yuva Unstoppable প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন নির্বাচন করবে এবং পরিচালনা করবে।

Laduma Dhamecha Yuva Scholarship 2023 এর ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করতে পারেন?
1. ওয়েবসাইটে গিয়ে ‘এখনই আবেদন করুন’ বোতামে ক্লিক করুন।
2. আপনার নিবন্ধিত আইডি ব্যবহার করে “অনলাইন আবেদনপত্রের পৃষ্ঠা” – তে আবেদন করার জন্য Buddy4Study-এ লগ-ইন করুন।

সফল আবেদনকারী পাবে 18 হাজার টাকার স্কলারশিপ। আজই জেনে নিন, কিভাবে আর কারা পাবে এই টাকা।

3. নিবন্ধিত না হলে, আপনার ইমেল/মোবাইল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ নিবন্ধন করুন।
4. আপনাকে এখন লাডুমা ধামেচা যুব স্কলারশিপ প্রোগ্রাম 2022 আবেদন ফর্ম পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।
5. আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।

6. অনলাইন স্কলারশিপ আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
7. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
8. ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করুন এবং ‘প্রিভিউ’ এ ক্লিক করুন।
9. আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘জমা দিন’ বোতামে ক্লিক করুন।

পড়ুয়াদের স্কলারশিপের টাকা ঢুকতে শুরু করেছে, কে কত টাকা পেল, লিস্ট দেখে নিন।

আমাদের ওয়েবসাইটে এমন আরও নানা ধরণের সরকারি এবং বেসরকারি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। সেগুলি আপনাদের ওয়েবসাইট ভিজিট করে নির্দিষ্ট সেকশনে গিয়ে দেখে নিয়ে আবেদন করু আর নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলুন। আপনার কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
4 thoughts on “Yuva Scholarship 2023 – আবেদনেই 50 হাজার! মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন। বিস্তারিত দেখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *