Aadhaar Update – আধার কার্ডের সাথে আপনার মোবাইল লিংক করুন UIDAI এর দেওয়া এই সহজ উপায়ে।

আধার কার্ড বা Aadhar Card খুবই গুরুত্বপুর্ণ (Aadhaar Update) নথি। বিভিন্ন অফিসিয়াল কাজে, স্কুল কলেজ ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে, সরকারি পরিষেবা পেতে, ব্যাংকে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড অত্যাবশ্যক নথি। তবে এই আধার কার্ড আপডেট করার প্রয়োজন হলে আপনি যদি অনলাইনে করতে চান তাহলে আধারের সাথে আপনার ফোন নম্বরের লিংক থাকা দরকার। কারণ অনলাইনে আপডেটের সময় একটি ওটিপি আসে।

How to Link UIDAI Aadhaar Update with Mobile

অনেকেই আধারের সাথে ফোন নম্বরের লিংক করানো অনেক ঝক্কির কাজ মনে করে। কিন্ত এই আধার আপডেট বা Aadhaar Update প্রক্রিয়াটি খুবই সহজ। আজকের প্রতিবেদনে এই পদ্ধতি নিয়েই কথা বলব। UIDAI তরফে এই সহজ উপায় জানিয়েছে। আপনার আধারের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা এই কারণেই দরকার যদি আধারে কোনো নাম, ঠিকানা এসব পরিবর্তনের দরকার হয় তখন অনলাইনে তা আপডেট করা যায়।

কিন্ত যদি ফোনের সাথে আধার লিংক বা আধার আপডেট বা Aadhaar Update না থাকে তাহলে আপনি UIDAI এর ওয়েবসাইটে লগইন করতে পারবেন না। কেন্দ্রীয় সরকার অনেকবারই আধার কার্ড আপডেট Aadhar Update এর জন্য সময় দিয়েছে। তবুও অনেকে এই কাজ এখনো করে উঠতে পারেননি। নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমজনতা অবশ্যই নিজেদের আধার কার্ডটি আপডেট করে নেবেন।

তবে ১৪ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই সময় সীমার মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক Aadhaar Update করে নিতে হবে দ্রুত। তবেই আপনি অনলাইনে সমস্ত পরিষেবা গুলি পেতে পারবেন। যদি আপনার ফোন হারিয়ে যায় তাহলে নতুন নম্বরের সাথেও আধার আপডেট করতে হবে।

সমস্ত রেশন কার্ড বদলে যেতে চলেছে। APL থেকে হবে BPL. ভোটের আগে শুধু এই কাজ করুন।

মোবাইলের সঙ্গে আধার কার্ড লিংক পদ্ধতি

  • আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে।
  • আধার এনোরোলমেন্ট সেন্টার থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি সঠিক ভাবে পূরণ করে জমা দিয়ে দেবেন। খেয়াল রাখবেন কোন তথ্য যেন ভুল না হয়।
  • ফর্ম জমা দেওয়া হলে একজন এক্সিকিউটিভ আসবেন। সেখানে আপনাকে বায়োমেট্রিক্স দিতে হবে।
Ration Card - রেশন কার্ড
  • আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার প্রক্রিয়ায় আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে।
  • এরপরই আপনার আধারের সঙ্গে মোবাইল লিংকটি হয়ে যাবে। আপনাকে একটি URN নম্বর দেওয়া হবে যার দ্বারা আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।
  • এরপর আগামী ৯০ দিনের মাথায় UIDAI ডেটাবেসে আপনার মোবাইল নম্বরটি নথিভুক্ত হয়ে যাবে।

প্রতিমাসে 3000 টাকা পেতে এখনি প্রধানমন্ত্রীর নতুন এই কার্ডের জন্য আবেদন করুন।

এই সহজ পদ্ধতিতে আপনি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করাতে বা আধার আপডেট বা Aadhaar Update পারবেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া সময় সীমার মধ্যে এই কাজটি করে নিন। না হলে অনলাইন কাজকর্মে আপনাকে অসুবিধায় পড়তে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button