Instagram রিল থেকেই আয় হবে লাখ লাখ টাকা। সেরা তিনটি উপায় জেনে নিন। বিকল্প আয়ের ব্যবস্থা হবে বাড়িতে বসেই

Earn Money From Instagram Reels

বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। চলছে ফেসবুক, ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউব। সোশ্যাল মিডিয়ার (Social Media) জমানায় মানুষ অনেক বেশি সোশ্যাল। মোবাইল থেকেই কেনাকাটা, বুকিং করা, বিজনেস করা চলছে। অনেকে অকারণে রিল স্ক্রল করলেও কিছু মানুষ সেখানেও খোঁজে প্রোডাক্টিভিটি। অর্থাৎ কিভাবে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করা যায়। আপনার ফোনে যদি ইনস্টাগ্রাম থাকে তো সেই অ্যাপটি ব্যবহার করে আপনিও মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন (Earn From Instagram). কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।

How To Earn Money From Instagram

সোশ্যাল মিডিয়াতে ঘণ্টার পর ঘণ্টা রিল স্ক্রল তো করেন। কিন্তু জানেন কি এই রিল আপনাকে বিকল্প আয়ের বন্দোবস্ত করে দেবে? এখান থেকে আপনার অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ক্রেডিট হওয়া সম্ভব। শুধু একটু বুদ্ধি খাটিয়ে আপলোড করতে হবে এই রিল (Instagram Reels). সঠিক সময় মেনে, সঠিক পন্থা অবলম্বন করে যদি রিল আপলোড করা যায় তো ইনস্টাগ্রামের মাধ্যমেই লাখপতি হওয়া সম্ভব (Online Earning).

ইনস্টাগ্রাম রিল থাকে টাকা রোজগার করার উপায়

১) অ্যাফিলিয়েট মার্কেটিং

ইদানিং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। আপনার ইন্সটাগ্রামে যদি ঠিকঠাক ফলোয়ার থাকে, আপনি যদি নিয়মিত রিল আপলোড করতে পারেন তাহলে সেই সূত্র ধরে অনেক দর্শক ও ক্রেতার কাছ অবধি পৌঁছতে পারবেন। আর তখনই আপনাকে বিভিন্ন ব্র্যান্ড তাঁদের পণ্য বিক্রয় করার জন্য অ্যাড দিতে বলবে। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিং ও ব্র্যান্ড প্রমোশন করে প্রচুর মানুষ লাখ লাখ টাকা রোজগার করে থাকেন। আপনিও এই কাজটি করতে পারেন।

২) বিজনেসের অগ্রগতি

মনে করুন আপনি একটি নতুন বিজনেস শুরু করেছিলেন। এবার সেই বিজনেসের প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো একটি মাধ্যম প্রয়োজন। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল যদি সক্রিয় থাকে আর সেই প্রোফাইলে যদি ফলোয়ার থাকে তবে প্রোডাক্টের সেল এখান থেকেই করতে পারবেন। এর জন্য রিল বানিয়ে আপনার প্রোডাক্টের সমস্ত গুণাবলী প্রচার করুন। কোলাবরেশন কাজ করুন। আপনার বিজনেস এখান থেকেই দাঁড়িয়ে যাবে।

আরও পড়ুন: YouTube চ্যানেল মনিটাইজ করে ইনকাম করবেন কিভাবে? নতুন ক্রিয়েটরদের জন্য ইউটিউব থেকে টাকা আয় করার সহজ পদ্ধতি

৩) নতুন ক্রয়েটরদের সহায়তা

মনে করুন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি ভালো রিচ পেয়ে দাঁড়িয়ে গেছে। এখান থেকে আপনার নিয়মিত আয় আসছে। খুব স্বাভাবিক যে আপনার এই প্রোফাইল নতুন ক্রয়েটরদের কাছে ফলো করার মতো। রিল আপলোড করে বা পোস্ট করে কিভাবে টাকা ইনকাম করা যায় আপনি সেটাই তাঁদের শেখাতে পারেন আর তার বিনিময়ে টাকা নিতে পারেন। এভাবে আরো একটি পদ্ধতিতে আপনার আয়ের বন্দোবস্ত হবে।

আরও পড়ুন: প্রতিমাসে ৫০,০০০ টাকা! এই Micro ATM ফ্রাঞ্ছাইজি ব্যবসা নিজের বাড়িতে শুরু করুন

উপসংহার

আজকের প্রতিবেদনে ইনস্টাগ্রাম থেকে আয় করার সেরা তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। আপনি রিল আপলোড করে এখান থেকে মোটা অংকের টাকা রোজগার করতে পারেন। যদি আপনি একজন চাকরিজীবী হন, তাহলে চাকরির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিকল্প আয়ের বন্দোবস্ত করা সম্ভব। তাই আর দেরি না করে চটপট সোশ্যাল মিডিয়াকে নিজের কাজে লাগান।

Related Articles

Back to top button