YouTube চ্যানেল মনিটাইজ করে ইনকাম করবেন কিভাবে? নতুন ক্রিয়েটরদের জন্য ইউটিউব থেকে টাকা আয় করার সহজ পদ্ধতি
YouTube Channel Monetization Process
আপনি কি নতুন YouTube চ্যানেল খুলেছেন? আর সেই চ্যানেলের পোস্ট হওয়া ভিডিওগুলি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাইছেন? চ্যানেল থেকে টাকা ইনকাম করে নিজের কেরিয়ার সেট করতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। একটি নতুন Youtube চ্যানেল খুলে সেই চ্যানেলটিকে মনিটাইজ করে আপনিও আয় করতে পারেন। আসুন কিছু টেকনিক দেখে নেওয়া যাক।
How To Earn Money From YouTube?
আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন আর সেই চ্যানেল থেকে ইনকাম করবেন বলে ঠিক করে থাকেন তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এগুলি মূলত ইউটিউব-এর গাইডলাইন। যেগুলি ফলো করলে অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আর সেখান থেকে টাকা আসবে আপনার একাউন্টে। এর জন্য কি কি গাইডলাইন মানতে হবে? আসুন দেখে নেওয়া যাক শর্তাবলী।
ইউটিউব চ্যানেল মনিটাইজ করার শর্তাবলী
১) আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করার জন্য আপনাকে যোগদান করতে হবে পিপিপি তে। এর জন্য কী দরকার? আপনার চ্যানেলে কমপক্ষে ১০০০ জন গ্রাহক থাকতে হবে এবং গত ১২ মাসে আপনার চ্যানেল ৪০০০ ঘন্টা বৈধ দেখার সময় থাকতে হবে।
২) এছাড়াও, যেটি করতে হবে না আপনার এই চ্যানেলটি মেনে চলতে হবে YouTube কমিউনিটি গাইডলাইন। আর তার সঙ্গে মনিটাইজেশনের পলিসিও মেনে চলতে হবে। একবার যদি আপনি এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করেন, তবে আপনি আবেদন করতে পারবেন PPP-এর জন্য। আর আবেদন করার পর, তাঁরা YouTube আপনার চ্যানেলটি পর্যালোচনা করবে। আপনি YPP-এর জন্য যোগ্য বলে বিবেচিত হলে, এই চ্যানেলটিতে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন: বিনা ইন্টারনেটে চলবে YouTube! ভিডিয়ো দেখতে আর নেট খরচ হবে না! শিখে নিন এই টেকনিক
Youtube চ্যানেল মনিটাইজ করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি
১) সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম
চ্যানেল মনিটাইজ করার জন্য আপনার চ্যানেলে কমপক্ষে ১০০০ জন গ্রাহক এবং গত ১২ মাসে মোট ৪০০০ ঘন্টা বৈধ দেখার সময় থাকতে হবে।
২) কমিউনিটি গাইডলাইনস এবং মনিটাইজেশন পলিসি
আপনি যদি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে চান তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস এবং মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।
৩) আবেদন পদ্ধতি
আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এর জন্য ইউটিউব স্টুডিও তে যান এবং সেখান থেকে ‘ইনকাম’ বিভাগে যান। তারপর আবেদনের বাটনে ক্লিক করুন। সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন। যদি আপনি এখনো যোগ্য না হন, তাহলে “Get notified” অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আপনি যোগ্য হওয়ার সাথে সাথেই একটি বিজ্ঞপ্তি পাবেন।
৪) গুগল অ্যাডসেন্স সেট আপ করা
যদি আপনার কাছে গুগল এডসেন্স একাউন্ট না থাকে তাহলে এবার আপনাকে গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।
৫) মনিটাইজেশন চালু করা
আপনি আবেদন করার পর মোটামুটি এক মাস সময় দিন। এই সময়ের মধ্যে আপনার আবেদন পর্যালোচনা করা হবে। আপনি যদি সফল বলে বিবেচিত হন তাহলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন: ই কমার্স কি? অনলাইনে ই কমার্স ব্যবসা শুরু করার সঠিক কৌশল।
উপসংহার
তবে শুধুমাত্র মনিটাইজেশন থেকে নয় আপনার এই ইউটিউব চ্যানেল আপনাকে বিভিন্নভাবে টাকা ইনকামের সুযোগ করে দিতে পারে। আপনি অ্যাড থেকে টাকা পেতে পারেন, ব্র্যান্ড প্রমোশন করে টাকা পেতে পারেন প্লাস ইউটিউব শর্টস থেকে ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।