গ্রাহকেরা Jio 5G সিম পেয়ে যাবেন বাড়িতে বসেই।
Jio 5G কিভাবে মিলবে? জেনে নিন।
2G-3G এর পর বর্তমানে 4G সিম ব্যবহার করেন বহু সিম ব্যবহারকারী। ক্রমশ তথ্য-প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে বদলেছে অনেক কিছু। যার সাথে 5G সিমের ব্যবহারও জড়িয়ে রয়েছে। অনেক গ্রাহকই চান 5জি সিম ব্যবহার করতে। কিভাবে বাড়িতে বসে পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।
Airtel, Vi থেকে শুরু করে রিলায়েন্স জিও ইতিমধ্যেই 5G সিম লঞ্চ কীর্তি চলেছে। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে কিভাবে বাড়িতে বসে জিও এর 5জি সিম পাবেন গ্রাহকেরা। মূলত সিম হোম ডেলিভারির বিষয়েই আলোচনা করা হবে।
SBI India এর 1টি নতুন পদক্ষেপ, নাবালক সহ প্রাপ্তবয়স্করা পাবেন বিশেষ সুবিধা
Jio-র 5G সিম হোম ডেলিভারি পাওয়ার জন্য গ্রাহককে Reliance Jio-র অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর ‘Get Jio SIM’ অপশনে ক্লিক করতে হবে। নতুন পেজ ওপেন হলে সেখানে নিজের নাম এবং মোবাইল নম্বরটি রেজিস্টার করতে হবে। পেজে ওপেন হওয়া ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
পুরনো কয়েন বিক্রয় করে লাখ টাকা আয় করুন, সবচেয়ে সহজ উপায়ে ক্রেতা পাওয়ার উপায়
এরপর নিজের মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। পরিকল্পনা করে গ্রাহক প্রিপেইড সিম বা পোস্টপেইড সিম কার্ড বেছে নিতে পারেন। সিম কার্ড ডেলিভারি পেতে হলে গ্রাহককে নিজের বা যেই ঠিকানায় সিম কার্ডটি পেতে চান তা ওয়েবসাইটে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ঠিকানাটি আধার কার্ডের সাথে থাকতে হবে। সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে গ্রাহক বাড়িতে বসেই 5G সিমের ডেলিভারি পেয়ে যাবেন।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
পুজোর আগেই ষ্টেট ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ