প্যান কার্ড জালিয়াতি (Pan Card Fraud in India)

দেশ বর্তমান ডিজিটাল জগতে বেশ উচ্চ স্থানে অবস্থান করছে। তবে প্রতারণার স্বীকার হিসেবে বর্তমানে প্যান কার্ড প্রতারণার হাত থেকে বাঁচলেন না দেশের অতি সুরক্ষিত মানুষেরাও। বিশ্বজয়ী ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনী থেকে শুরু করে বলিউডের নামকরা নায়িকা শিল্পা শেট্টি থেকে মাধুরী। তবে নিজে প্যান কার্ড প্রতারণা থেকে কিভাবে হবেন আরও বেশি সুরক্ষিত, জানতে পরবর্তী অংশ দেখে নেওয়া যাক।

Advertisement

প্যান কার্ড প্রতারণা থেকে বাঁচতে সঠিক উপায় জানা দরকার।

সারা ভারত এখন সমস্ত ধরণের পরিষেবাই ডিজিটাল পদ্ধতিতে পেয়ে থাকেন। আর এই কারণে প্রত্যেকেই তাদের নিজেদের ডিজিটাল কাগজ পত্র ব্যবহার করেন। বেশ কিছু অসৎ প্রকৃতির মানুষ এই সুযোগের অপব্যবহার করে থাকে। সামান্য ত্রুটি হলেই তার বড়ো ধরণের মাশুল দিতে হয় তাদের। তাই নিজেকে সুরক্ষিত রাখতে সরকারের দেওয়া গাইডলাইন সকলের মেনে চলা খুব দরকার।

কিভাবে সুরক্ষিত করবেন নিজের প্যান কার্ড?
নিজের প্যান কার্ড সুরক্ষিত রাখতে প্রথমেই আপনাকে জানতে হবে যে, আপনি কি কারণে কাউকে প্যান কার্ড দেবেন। সেক্ষেত্রে যদি মনে করেন যে, সেই কাজ সাথে সাথেই অনলাইন ভেরিফিকেশন করে নেওয়া সম্ভব, তাহলে কাউকে নিজের প্যান কার্ডের তথ্য হার্ড কপি আকারে না দিয়ে অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন করে ফেলুন।

Ads

কোন সরকারি অফিসে ছাড়া দালাল শ্রেণীর মানুষের হাতে কখনোই নিজের কোন কাগজ পত্র হস্তান্তর করবেন না। সেক্ষেত্রে প্যান কার্ড প্রতারণা সহ অন্যান্য বিপদের সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিজের কোন সোশ্যাল মিডিয়াতে কখনোই নিজের তথ্য হিসেবে আধার নম্বর, প্যান নম্বর ইত্যাদি শেয়ার করবেন না। এতে আপনার তথ্যের অপব্যবহার হতেই পারে।

Advertisement

লোন ডিপার্টমেন্ট, LIC, PAN, Bank – এই সব নামে কেউ আপনাকে কল করলে আপনি নিজের তথ্য কখনোই দেবেন না। কারণ এই বিষয় নিয়ে সরকারি অফিস থেকে কোন রকমের কল আসে না। আপনার কোন সমস্যা হলে সরাসরি তারা সেই বিষয়ে আপনাকে মোবাইল SMS, ই-মেইল মারফত নোটিশ পাঠিয়ে থাকে। তখন অফিসে গিয়ে সরাসরি সমস্যা মেটাতে হয়।

Advertisement

অর্ধেকের বেশি দিন বন্ধ থাকছে ব্যাংক, লিস্ট দেখে কাজ মেটান আগেভাবেই।

প্যান কার্ড প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন?
প্রথমেই TIN NSDL-এর পোর্টালে যান৷
হোম পেজে কাস্টমার কেয়ার অপশনে যান৷
তার মধ্যে ড্রপ ডাউন মেনুতে কমপ্লেইন্টস/কোয়্যারিস অপশনে ক্লিক করুন৷ একটি কমপ্লেইন্ট ফর্ম খুলবে৷ ওই ফর্মেই যাবতীয় তথ্য দিন৷ এর পর ক্যাপচা কোড লিখে অভিযোগ পত্র জমা দিন৷

Ads

পশ্চিমবঙ্গে বদলে গেল রেশন তোলার নিয়ম, হাতের ছাপ লাগবে না, দোকানে যাওয়ার আগে জেনে নিন।

এবারে জেনে নেওয়া যাক যে, ঐ সকল সেলিব্রিটি কি করে এই প্রতারণার স্বীকার হলেন। এক্ষেত্রে তারা এই সকল তারকাদের GST নম্বর কোন ভাবে জোগাড় করে নিয়ে সেখান থেকে তাদের প্যান কার্ড নম্বর পেয়ে যান। এরপর ভুয়ো ফটো লাগিয়ে অনলাইন ভিডিও ভেরিফিকেশন করে নিজেদের নামে ক্রেডিট কার্ড তৈরি করে তা দিয়ে এই জালিয়াতি করে তারা। এই সকল আপডেট পেতে দেখুন সুখবর বাংলা। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *