যে কোনো জায়গা থেকে বিনা ইন্টারনেটে UPI-তে টাকা ট্রান্সফার করুন। সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি জেনে নিন
UPI Money Transfer Process
বর্তমান যুগে UPI-এর চল সর্বত্র। প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আর দোকান, বাজারে সবাই এর মাধ্যমেই টাকা লেনদেন করেন। কিন্তু আমরা এটা জানি যে UPI তে টাকা ট্রান্সফার করতে হলে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতেইহবে। কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক সহজ পদ্ধতির কথা যেখানে আপনি ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও টাকা লেনদেন করতে পারবেন।
UPI Money Transfer Process 2025
মনে করুন আপনি কোনো একটি জিনিস কিনছেন বা কোনো পেমেন্ট করছেন। কিন্তু হঠাৎ দেখছেন আপনার ফোনে নেট নেই। কিন্তু আপনার টাকা ট্রান্সফার করা একান্ত প্রয়োজন। এই রখম ক্ষেত্রে একটি উপায় অবলম্বন করলে আপনি সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন ফোনে ইন্টারনেট না থাকলেও। আসুন তবে সেই পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।
নিজেদের সময় বাঁচাতে UPI দ্বারা পেমেন্ট (UPI Payment) করেন। কিন্তু নেট না থাকার কারণে যদি পেমেন্ট বাধাপ্রাপ্ত হয় তাহলে আপনাকে মেনে চলতে হবে একটি ছোট্ট টিপস। কারণ এবার থেকে আপনি নেট না চালিয়েও অফলাইনে হাজার হাজার টাকা পাঠাতে পারবেন। অন্ততপক্ষে ৫,০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। এভাবেই আপনি চাইলে ইন্টারনেট ছাড়া যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন।
কিভাবে ইন্টারনেট ছাড়া টাকা পাঠাবেন?
ভারতের জনসাধারণের জন্য ভারত সরকার এবং NPCI বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অত্যাধুনিক পরিষেবা প্রদান করেছে। আর এটি হল USSD ভিত্তিক UPI পরিষেবা। এটি কাজ করে *99# নম্বরের মাধ্যমে। এর সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতি।
আরও পড়ুন: UPI-তে টাকা লেনদেনের নিয়মে বড় বদল। পেমেন্ট করার আগেই জানতে হবে। নিয়ম না মানলে জরিমানা
ইন্টারনেট ছাড়া টাকা পাঠানোর পদ্ধতি
যদি ইন্টারনেট ছাড়া টাকা পাঠাতে চান, তাহলে প্রথমে *99# টাইপ করে ও কল করতে হবে। এর পর আপনার নির্বাচিত ভাষা বেছে নেওয়ার জন্য একটি বিকল্প পাবেন। আর তাতে নিজের নির্বাচিত ভাষাটি নির্বাচন করে নিন। এরপরের ধাপে আপনি যে ইউপিআই আইডিতে টাকা পাঠাতে চাইছেন সে বিষয়ে বিশদে লিখুন। এরপর, যেটা করতে হবে নিজের ইউপিআই পিন লিখতে হবে। এর পরের ধাপে পিন যাচাই করার পর, আপনি টাকা পাঠাতে পারবেন।
আরও পড়ুন: ২০০০ টাকার বেশি UPI লেনদেনে ১৮% GST?
উপসংহার
তবে এটি মনে করতে হবে আপনি যদি ইন্টারনেট ছাড়া কেবলমাত্র ৫০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন। আরও একটা জিনিস জেনে রাখুন, এই প্রক্রিয়ার মাধ্যমে ইউপিআই পিনও পরিবর্তন করা সম্ভব। তাহলে এখন আর চিন্তা নেই। খুব সহজেই নেট অন না করেই টাকা ট্রান্সফার করতে পারবেন আপনিও।