Aadhaar Card Franchise Business – কিভাবে বিনামূল্যে আধার এনরোলমেন্ট সেন্টার ফ্রাঞ্চাইজি খুলে রোজগার করবেন।

Aadhaar Card Franchise Business – আধার কার্ডের ফ্রাঞ্চাইজি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হোন।

আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো, কিভাবে আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Card Franchise Business) খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। বর্তমানে অনেকেরই নতুন আধার কার্ড করা এবং মোবাইল নম্বর সংশোধন, ঠিকানা পরিবর্তনের জন্য আধার সেন্টারে যেতে হয়।

কিন্তু ব্যাংক বা পোষ্ট অফিসে প্রচুর ভীড় থাকে, আর লাইন দিয়েও সিরিয়াল পাওয়া যায় না। তাই আধার এনরোলমেন্ট সেন্টারের চাহিদা অনেক। আর আপনি একবার এই ফ্রাঞ্চাইজি নিতে পারলে আর রোজগার নিয়ে ভাবতে হবে না। আসুন দেখে নেওয়া যাক, কিভাবে পাবেন এই ফ্রাঞ্চাইজি (Aadhaar Card Franchise Business)।

আধার কার্ড কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Card Franchise Busines) করতে গেলে মানতে হবে হয়কিছু শর্তাবলী। কয়েকটি ধাপ মেনে চললে আপনি এই ব্যাবসা শুরু করতে পারেন।

কিভাবে শুরু করবেন?

১) প্রথমেই লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। আর এই লাইসেন্স পেতে গেলে পরীক্ষা দিতে হবে। আর যদি আপনি পরীক্ষায় পাস করে এই লাইসেন্স অর্জন করতে পারেন।

২) এই পরীক্ষা দিতে হলে প্রথমে NSEIT পোর্টাল থেকে আবেদন করতে হবে। সেখানে আপনি নিজের বাড়ীর কাছের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষায় পাস করলে আপনি সার্টিফিকেট ও লাইসেন্স পাবেন। আর তার সাথে ইউজার আইডি পাবেন। আর সেই আইডি দিয়ে আধার এনরোল ও সংশোধন করতে পারবেন।

৩) যদি আপনার নিজের বাড়িতেই কোন ঘর ফাঁকা থাকে, আর একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে সেই ঘরেই আপনি গড়ে তুলতে পারেন আধার কার্ড কেন্দ্র (Aadhaar Card Franchise Business)।

adhar seva kendra online apply
Aadhaar Card Franchise Business

কি কি প্রয়োজন?

আধার কেন্দ্রের জন্য প্রয়োজন শুধুমাত্র একটি ঘর কিছু চেয়ার , টেবিল এবং দুটি কম্পিউটার এর সঙ্গে সঙ্গে সেই ঘরে অবশ্যই চোখের মনি স্ক্যানের জন্য আইরিশ-স্ক্যান থাকা প্রয়োজন এবং ওয়েব ক্যাম।

কত টাকা লাগবে?

প্রাথমিকভাবে খুব অল্প বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা যায় এই আধার কার্ড কেন্দ্র (Aadhaar Card Franchise Business)। পরীক্ষায় পাস করে লাইসেন্স পেলে লাইসেন্স এর জন্য কোনও টাকা লাগবে না। শুধুমাত্র কম্পিউটার, বায়োমেট্রিক মেসিন, প্রিন্টার কেনার জন্য আপনার কম বেশী ৫০ হাজার টাকা লাগবে। আর আপনার দোকান সাজাতে যা টাকা লাগবে। তবে প্রাথমিক ভাবে একটি চেয়ার তেবিল দিয়ে এই কাজ শুরু করতে পারেন।

আরও পড়ুন, বলুন তো রসগোল্লার ইংরাজী কি? ৯৯% লোক ভুল জানেন।

আয় কেমন?

হিসেব অনুযায়ী প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন করতে পারেন আপনি প্রতিমাসে এই আধার কার্ড কেন্দ্রের মাধ্যমে। তবে আপনার কাজ অনুযায়ী এর কম বেশী হতে পারে। আর এই কেন্দ্র খুললে আপনি ফটো প্রিন্ট, জেরক্স, প্রিন্ট আউট প্রভৃতি কাজ করে অতিরিক্ত আয় ও করতে পারেন।

কেমন লাগলো আজকের ব্যাবসার আইডিয়াটা, আরও আইডিয়া পেতে সঙ্গে থাকুন সুখবর বাংলার। কিভাবে আবেদন করবেন, কিম্বা আপনি যদি ফ্রাঞ্চাইজি (Aadhaar Card Franchise Business) নিতে উৎসাহী হন তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।

Related Articles

21 Comments

  1. I am a worker of postal Dept. I want to open anaadhar franchise.How it will possible please help me

  2. I completed NSEIT ecam. Passed supervisor lebel. But there is no option to take franchise. May I know how I could get it?

  3. দাদা আঁধার সেন্টার পাওয়ার জন্য NSEIT Exam দিতে চাই, তা কীভাবে apply করব exam দেওয়ার জন্য, দয়া করে জানাবেন। নমস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button