Gmail Video Call – এবার জিমেইলের মাধ্যমে হাইকোয়ালিটি ভিডিও কল করুন, একদম বিনামূল্যে।
মানুষের মনের ভাব প্রকাশ এখন ভার্চুয়াল মোডে চলে গিয়েছে (Gmail Video Call)। আর অতিমারির পর থেকে যে বিষয়টা সবথেকে বেশি করে প্রকট হয়েছিল। একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছিল ভিডিয়ো/অডিও কল। জ়ুম, গুগল মিট তো ছিলই। আর এবার জিমেল অ্যাপ থেকেই সরাসরি অডিও ও ভিডিয়ো কলিংয়ের (Gmail Audio, Video Calls) ফিচার যোগ হল।
আমাদের দৈনন্দিন জীবনে জিমেল যে কতটা দরকারি তা নিয়ে নতুন করে কিছু বলার নেই । অফিস, স্কুল, কলেজ, ব্যাবসা সর্বত্র স্তরের মানুষরাই এই জিমেল ব্যাবহার করে থাকেন তাদের বিভিন্ন দরকারি তথ্য আদান প্রদানের জন্য। কিন্তু তথ্য আদান প্রদানের সাথে অনেকসময় আমাদের তথ্য নিয়ে আলোচনার দরকার হয় যার জন্য করতে হয় কল কিংবা ভিডিও কল (Gmail Video Call)।
আর ভিডিও কলের জন্য লাগে গুগল মিট বা জুমের মতো অ্যাপ। কিন্তু গুগল জানিয়েছে এবার থেকে জিমেলেই হবে সব কাজের একত্রিত সমাধান। একদিকে যেমন তথ্য আদান প্রদান তার সাথে থাকবে এবার অডিও আর ভিডিও কলের ফিচার। হ্যাঁ, নভেম্বর মাস থেকেই এই কল বাটন জিমেলে অ্যাড হতে চলেছে। এই নতুন আপডেট নিয়ে খুব উচ্ছাসিত প্রত্যেকে। Gmail Video Call
ইন্টারনেট বাবহারকারীদের জন্য দুঃসংবাদ! টানা ৮ দিন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
জিমেল থেকে অডিও/ভিডিয়ো কল করার পদ্ধতি Gmail Video Call
১) প্রথমেই জিমেল অ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করুন।
২) এরপর ‘চ্যাটস’ ট্যাবে ট্যাপ করুন।
৩) চ্যাটস সেকশনের ভিতরেই দেখতে পাবেন সমস্ত কথোপকথন তালিকাভুক্ত রয়েছে।
৪) উপরের কর্নারে এবার ফোন অথবা ভিডিয়ো আইকনে ট্যাপ করে যথাক্রমে অডিও বা ভিডিয়ো কল করতে পারবেন।