বাড়িতে বসেই চটপট করা যাবে Aadhaar Card এর তথ্য বদল।
বর্তমানে আধার কার্ড অন্যান্য জরুরি তথ্যের মধ্যে একটি (Aadhaar Card)। এই পরিচয় পত্রে ভুল ভ্রান্তি থাকলে কোনো কাজে সাফল্য পাওয়া সম্ভব নয়। অনেকে আবার আধার কার্ডের ছবি নিয়ে চিন্তায় থাকেন। কিভাবে পরিবর্তন করবেন আধার কার্ডের ছবি?
কিভাবে পরিবর্তন করা যাবে তথ্য?
অনেকে Aadhaar Card এর তথ্য পরিবর্তন করতে চান। কিন্তু কিভাবে তা সম্ভব হবে তা জানেন না। এর জন্য-
১) আধার কার্ডের অধীন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর তা থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে।
২) ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অথবা সেই ফর্ম নিকটবর্তী আধার কেন্দ্র থেকেও নেওয়া যেতে পারে।
aরাতারাতি ডিএ মামলার সিদ্ধান্ত। কিভাবে 31% ডিএ? আদালতের রায়, আজই। জানতে ক্লিক করুন এখুনি!
৩) ফর্ম পূরণ করে আধার এক্সিকিউটিভ এর কাছে তা পাঠাতে হবে।
৪) আধিকারিক আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য গ্রহণ করবে। আধার কেন্দ্রের আধিকারিক ওই জায়গায় দাঁড়িয়ে আবেদনকারীর লাইভ ফটো তুলবেন।
৫) এক্ষেত্রে আবেদনকারীকে Aadhaar Card এর ফটো আপডেট করার জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে।
স্কুল, কলেজ ও ITI পড়ুয়ারা প্রগতি স্কলারশিপে আবেদন করলেই মিলবে নগদ 30 হাজার টাকা
৬) আধার আধিকারিক একটি রশিদ দেবেন। তাতে একটি নম্বর লেখা থাকবে। ওই নম্বর আধার কার্ডের সমস্ত প্রোগ্রেস ট্র্যাক করতে কাজে লাগবে।
উল্লেখ্য, একবার এই পদ্ধতি মেনে চললেই কাজ সম্পন্ন হবে। এরপর uidai এর তরফ থেকে নতুন আধার কার্ড বাড়িতে ডেলিভারি করা হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
জমানো পুরানো কয়েন বিক্রি করে পেয়ে যান 1 কোটি টাকা! কিভাবে করবেন জেনে নিন