আধার কার্ডে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ছবি পাল্টাতে চান! এভাবে করলে কোন টাকা লাগবে না। পদ্ধতি দেখুন।
আধার কার্ড সঠিক ভাবে আপডেট করা থাকলে সব কাজ যেমন দ্রুত হয়, ঠিক তেমনি যদি আপডেট সংক্রান্ত সমস্যা থাকে তাহলে ব্যাংকের টাকা তোলা থেকে শুরু করে কোন কাজেই এগোনো যায় না। সময় কালে দৌড়া দৌড়ী করে ওঠে নাভিশ্বাস। তাই অন্যান্য কাগজ পত্রের মতোই এই Aadhaar Card Update করে রাখা অত্যন্ত জরুরী। তবে ব্যাংকে গিয়ে লম্বা লাইন দেওয়া হোক বা হোক টাকা পয়সার চাপ, অনেকেই এই বিষয়ে কোন রকমের গুরুত্বই দিত চান না।
আধার কার্ড আপডেট এবার থেকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আধার সংস্থা।
আপনার আধার কার্ডে তথ্য বদল করতে আর যেতে হবে না পাড়ার দোকানে, দিতে হবে না লম্বা লাইন। এবার থেকে সব কাজ নিমেষেই হবে আপনার নিজের মোবাইলেই। তবে তার জন্য জানতে হবে সঠিক পদ্ধতি। অহেতুক টাকা নষ্ট না করে নিজের মোবাইলে করে ফেলুন নিজের যাবতীয় তথ্যের পরিবর্তন। এতদিন আধার কার্ডে নিজের নাম, ঠিকানাসহ কোনো তথ্য আপডেট করতে চাইলে গ্রাহকদের ৫০ টাকা করে আবেদন মূল্য দিতে হত।
কিন্তু এবার বদল আসতে চলেছে এই নিয়মে। UIDAI এর তরফে জানানো হয়েছে এবার থেকে বিনামূল্যেই আধার কার্ড আপডেট করতে পারবেন গ্রাহকরা। বুধবার আধার সংক্রান্ত ঘোষণায় UIDAI জানায়, যদি গ্রাহকরা অনলাইনে আধার আপডেট করতে চান, তবে তাদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না।
কিন্তু, অফলাইনে অর্থাৎ ফিজিক্যাল আধার সেন্টারে গিয়ে যদি গ্রাহকরা আধার কার্ড আপডেট করাতে চান, তাহলে আগের মতোই আবেদন ফি বাবদ ৫০ টাকা চার্জ দিতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে ১৫ মার্চ, ২০২৩ থেকে ১৪ জুন, ২০২৩ পর্যন্ত। এই তিন মাস অর্থাৎ ২০২৩ সালের ১৪ জুনের আগে আধার আপডেট করলে গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না।
পুরোনো আধার কার্ড ইস্যু করার পরে ১০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এর মধ্যে বহু মানুষেরই ঠিকানা, নাম পরিবর্তিত হয়েছে। এমতাবস্থায় গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে UIDAI সমস্ত গ্রাহকদের আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, আধার আপডেটের গতি বাড়াতে অনলাইন মোডে আপডেটের উপর জোর দিয়েছে সরকার।
বাড়তি সহায়তার জন্য করা হয়েছে ফি মকুবও। আপনি যদি ঘরে বসেই অনলাইনে নিজের আধার কার্ড আপডেট করতে চান, তাহলে নীচের ধাপগুলি অণুসরণ করুন।
১. প্রথমে ‘myAadhaar portal’ -এ গিয়ে ‘Update your Aadhaar Online’ অপশনটিতে ক্লিক করুন।
২. এরপর নিজের যে তথ্য, যেমন নাম বা ঠিকানা বা মোবাইল নম্বর ইত্যাদি আপডেট করতে চান সেটি সিলেক্ট করে ‘Proceed’ অপশনে ক্লিক করুন।
এই রিচার্জ অফার, টেক্কা দিচ্ছে জিও, এয়ারটেলকে! দেখলেই মাসে মাসে টাকা ভরানোর দিন শেষ।
৩. এবার একটি নতুন উইন্ডো খুলে যাবে, এখানে আপনাকে নিজের ১২ ডিজিটের আধার নম্বর এন্টার করতে হবে। এরপরে ‘Send OTP’ অপশনটিতে ক্লিক করুন।
৪. এর পরে আপনার রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি যাবে, এই ওটিপিটি এখানে এন্টার করতে হবে।
৫. এবার নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের বড় ঝটকা, নতুন নিয়মে গ্রাহকদের কি প্রভাব পড়বে, জেনে নিন।
৬. সব শেষে এবার আপনি একটি ১৪-ডিজিটের URN নম্বর পাবেন।
এই URN নম্বরটি যত্ন করে কোথাও লিখে রাখুন। এটি ব্যবহার করে আপনি আধার আপডেটের সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবেন।
Written by Parna Banerjee.