বিনা ইন্টারনেটে চলবে YouTube! ভিডিয়ো দেখতে আর নেট খরচ হবে না! শিখে নিন এই টেকনিক

YouTube Without Internet

আট থেকে আশি সবার হাতেই স্মার্টফোন। বিভিন্ন অ্যাপের মধ্যে জনপ্রিয় YouTube. যেখানে নানান রকমের ভিডিয়ো প্রতিমুহূর্তে দর্শকদের বিনোদন দিচ্ছে। কিন্তু দর্শকরা বলেন ইউটিউব চালালে নাকি বড্ড বেশি নেট খরচ হয়। আপনি কি জানেন তারও আছে সমাধান? এবার ইন্টারনেট ছাড়াই চলবে YouTube. বিনা ইন্টারনেটে চলবে ভিডিয়ো (YouTube video).

বিনা ইন্টারনেটে YouTube চালানোর পদ্ধতি!

বর্তমানে সবাই ফোনে নির্দিষ্ট একটি প্যাক ভরান যাতে আনলিমিটেড কল, মেসেজ আর নেট দেওয়া হয়। প্রতিদিন ১/১.৫/২ জিবির নেটে সারাদিন চালাতে হয়। এবার যদি ইচ্ছে হয় সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন কিংবা ইউটিউব দেখবেন তাহলে কখন যে নেট দ্রুত শেষ হয়ে যায় তা যেন বোঝাই যায় না। কিন্তু এমন কিছু টেকনিক রয়েছে যেটি অবলম্বন করলে আপনার ফোনে নেট থাকবে আবার আপনার পছন্দের Youtube ভিডিও দেখা যাবে। বিনা ইন্টারনেটে ইউটিউব চলবে (YouTube Without Internet).

ইউটিউব ব্যবহারকারীরা মনে রাখবেন, নেট অন করে যদি ইউটিউব চালান তাহলে কিন্তু অনেক বেশি ডেটা খরচ হয়। কিন্তু, আপনি যদি ভিডিয়ো দেখার জন্য অফলাইন মোড রাখেন তাহলে বেশি ডেটা খরচ হবে না। আর সেই ভিডিয়োগুলি যখন ইচ্ছে আপনি চালাতে পারবেন। তবে তো শুধু ভিডিও নয় বহু মানুষ আছেন যারা গান বারবার করে শুনতে ভালোবাসেন। একই ভিডিও বারবার দেখতে ভালোবাসেন। তাঁদের জন্যও এটা দারুন একটা পন্থা।

কিভাবে অফলাইনে ইউটিউব ভিডিও সেভ করবেন?

মনে করুন আপনি কোন একটি ভিডিও বারবার করে দেখতে চাইছেন। কিন্তু সেই ভিডিওগুলি বারবার করে দেখার জন্য অকারণ ইন্টারনেট খরচ করছেন। আপনি যদি অফলাইনে এই ভিডিওগুলি সেভ করে নেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলি দেখার জন্য আপনার কোন নেট খরচ হবেই না। Youtube এর প্রত্যেকটি ভিডিয়ো এর নীচেই থাকে ডাউনলোড অপশন। যেখানে ক্লিক করে আপনি ভিডিয়ো ডাউনলোড করে নিতে পারবেন। আর তারপর অফলাইনে সেই সমস্ত ভিডিয়ো যতখুশি দেখতে পারবেন।

আরও পড়ুন: যে কোনো জায়গা থেকে বিনা ইন্টারনেটে UPI-তে টাকা ট্রান্সফার করুন। সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি জেনে নিন

অফলাইনে YouTube ভিডিও সেভ করার পদ্ধতি

  • প্রথম ধাপ: প্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
  • দ্বিতীয় ধাপ: আপনি যে ভিডিওটি অফলাইনে সেভ করতে চান সেই ভিডিওটি চালু করুন।
  • তৃতীয় ধাপ: ভিডিওর নিচেই পাবেন ডাউনলোড অপশন।
  • চতুর্থ ধাপ: সেখানে ক্লিক করতে হবে।
  • পঞ্চম ধাপ: আপনি যে ধরনের কোয়ালিটিতে ভিডিয়ো সেভ করতে চান এখান থেকে সেই অপশন সেট করে নিতে পারবেন।
  • ষষ্ঠ ধাপ: আপনি ভিডিয়োগুলি যে কোয়ালিটি তে সেভ করতে চান, তার জন্য ইন্টারনেট ততটাই খরচ হবে।
  • সপ্তম ধাপ: ভিডিয়ো ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে যেখানে খুশি, যখন খুশি সেই ভিডিয়ো চালাতে পারবেন।

আরও পড়ুন: এক ক্লিকে দেখুন WhatsApp এর ডিলিট হওয়া মেসেজ

উপসংহার

আপনি আপনার ফোনে যতগুলো করে খুশি ভিডিও ডাউনলোড করতে পারেন। এর জন্য আলাদা করে কোন সীমাবদ্ধতা নেই শুধুমাত্র আপনার ফোনের স্টোরেজ থাকতে হবে। আর তাহলেই বিনা ইন্টারনেটে যত খুশি ভিডিও দেখতে পারবেন ইউটিউবে।

Related Articles

Back to top button