Dear Lottery winning tips (ডিয়ার লটারি জেতার উপায়)

Dear Lottery কেটে কেটে হয়রাণ হয়ে গেছেন। তা সত্ত্বেও জেতার কোন উপায় পাচ্ছেন না। আবার অনেকেই এই Lottery এর ওপরে নির্ভর করে নিজের ভাগ্য নির্ধারণ করেন নেহাতই শখের বসে। তবে সঠিক পদ্ধতিগুলি যদি জানা থাকে তাহলে Dear Lottery তে পুরষ্কার জেতা হয়েই যেতে পারে হাতের মোয়া! অহরহ পকেটে আসতে পারে লটারী জেতার টাকা। তাহলে আর অপেক্ষা না করে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদন।

Advertisement

You may follow the Successful Dear Lottery Tips.

তবে আগেই লটারি নিয়ে একথা আপনাদের সতর্ক করে বলে রাখা ভালো যে, লটারীর টিকিট কাটা অনেকেরই নেশাতে পরিণত হবার সম্ভাবনা থাকে। এতে জড়িয়ে থাকে আর্থিক ক্ষতি। সুতরাং এই বিষয়ে আপনাদের কখনোই বিন্দুমাত্র উৎসাহিত করি না। সুতরাং, যা করবেন, অবশ্যই 10 বার ভেবেই এগোবেন। কারো হয়তো উপকারে আসতে পারে, এই কারণেই আমরা বিশেষ তথ্য বিশ্লেষণ আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসি। চলুন তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক, কি বলা হচ্ছে এই পদ্ধতিতে।

এই পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত লটারী কোম্পানী গুলির মধ্যে ডিয়ার লটারী (Dear Lottery) বেশ জনপ্রিয়। অধিকাংশ মানুষকেই দেখা যায় এই লটারীর মাধ্যমে নিজের ভাগ্য নির্ণয়ের পরীক্ষায়। তাই আজকের বিশ্লেষণ দেখে জেনে নিন কিভাবে বাছবেন Dear Lottery এর নম্বার। কোন নাম্বার এনে দিতে পারে আপনাকে কোটি টাকার নিশ্চিত পুরষ্কার। যদিও এমন কোন নিয়মই নেই, যাতে প্রতি বারেই আপনি জিতবেন কোটি টাকা। তবে একথা নিশ্চিত যে, নিয়ম মেনে Dear Lottery কাটলে জেতার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই।

Ads

ভাগ্য আর কর্মকে এক সুততে গেঁথে নিতে পারলেই 100% নিশ্চিত সাফল্য আসতে বাধ্য। তবে কর্তার ইচ্ছায় কর্ম। অনেকেই বলেন, কর্তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই সেই দিকেই শ্রদ্ধা এবং ভক্তি থাকলে হয়তো আপনিও পেতে পারেন লক্ষ্মীর দেখা। ঘুরে যেতে পারে আপনার ভাগ্য। চলুন তবে দেখে নেই, লটারী কাটতে কিভাবে করবেন এই কাজগুলি।

Advertisement

গনেশ ঠাকুরের পূজা অনেকেই করে থাকেন। প্রথমেই যেই বিষয়ে বলবো, তা হল, সপ্তাহের প্রতি বুধবার গণেশকে লাড্ডু দিলে বিঘ্ন বিনাশক গণেশের কৃপা লাভ করা যায়। এর ফলে কেটে যায় আর্থিক যেকোনো রকমের দুর্ভোগ। যে কোন রকমের ব্যবসাতে করা সম্ভব দারুণ উন্নতি। আর লটারীতে জয়ের দিকেও বর্ষিত হয় শ্রী শ্রী গনেশ ঠাকুরের কৃপাদৃষ্টি। এর পরে দেখে নেওয়া যাক, আরও একটি টোটকা।

Advertisement

আর্থিকভাবে অস্বছল মানুষদের পাশে দাঁড়ালেও আপনার প্রতি পড়তে পারে ভগবানের কৃপাদৃষ্টি। এই দিক থেকে অসহায় মানুষদের মুসুর ডাল ও খুচরো টাকা দান করতে পারেন। এর ফলে পুণ্য লাভ করা সম্ভব। শাস্ত্রীয় মতে, সপ্তাহের যে কোনও দিন এই দান করা যাবে। তবে যদি Lottery এর টিকিট কেনার পর দান করা যায় তাহলে তার উপকার পাওয়া যাবে। তাই আপনি এই প্রক্রিয়ায় এগিয়ে যান। সাফল্য কবে কার জন্য অপেক্ষা করে আছে, তা জানা নেই কারো!

Ads

বারংবার Lottery কেটে হয়রাণ? দীপাবলিতে ভাগ্যের চাকা ঘোরাতে নতুন টিপস দেখুন এখুনি।  

এবারে বলা যাক জ্যোতিষশাস্ত্র মতে Lottery কাটার ক্ষেত্রে বিশেষজ্ঞরা জ্যোতিষবিদ্যার কোন ধরণের পদ্ধতি মানতে বলেন। টিকিট কাটার পর মা লক্ষ্মীর মন্দিরে তিনটি পান দান করতে হবে। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। তাতে আর্থিক সমস্যা দূর হয়। কারণ, ধন-সম্পদের দেবী হিসেবে আমরা লক্ষ্মীদেবীর আরাধনা করে থাকি। এছাড়া আরও একটি কথা, প্রতি শনিবার কালো কুকুরে খাবার দিতে পারেন। তার সাথে সাথে কুকুরকে একটি হলুদের টিকা পড়ান। জ্যোতিষ শাস্ত্রে এই টোটকা মানলে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকে।

লটারি জেতার গোপন টেকনিক, হিসাব করে লটারি কাটুন, কোটি টাকা ঘরে আনুন।

Dear Lottery জেতার ভাগ্য কার আছে, ভাগ্য লিখনে কার কপালে লেখা আছে 1 কোটির পুরষ্কার, তা আগে থেকে জানা অসম্ভব। তবে ভগবানের কৃপাদৃষ্টি বর্ষিত হলে যে কারো মাথায় উঠতে পারে এই জয়ের মুকুট। এই ধরণের আরও চমৎকারী টিপস জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া অন্যান্য প্রতিবেদন পরে নিতে পারেন সময় করে। আমরা পাঠকদের কাছ থেকে মতামত আশা করছি। জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
5 thoughts on “Dear Lottery Tips – লটারিতে ভাগ্যের চাকা ঘোরাতে 3 টি অব্যর্থ টিপস। না দেখলে চরম মিস! বিশদে দেখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *