লটারি কাটার ফর্মুলা, এই নম্বরের লটারির টিকিট কাটুন, আর ম্যাজিক দেখুন।

আপনার যদি লটারি কাটার অভ্যাস থাকে তবে এই প্রতিবেদনটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। লটারি কাটার ফর্মুলা (Lottery Winning Tips) শিখে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন এই প্রতিবেদনটি কাউকে লটারি কাটতে উৎসাহ জোগানোর জন্য নয়। যিনি লটারি কাটতে ভালোবাসেন তার উদ্দেশ্যে কিছু লটারি কাটার ফর্মুলা বা টিপস দেওয়া হয়েছে। এর মানে এই নয় যে এগুলো মেনে চললেই পুরষ্কার নিশ্চিত হবে। কারন এর সাথে ভাগ্য ও থাকার প্রয়োজন রয়েছে।

লটারি কাটার ফর্মুলা

ধনী হতে কে না চায়? সকলেই স্বপ্ন দেখেন, কোটিপতি বা লাখোপতি হওয়ার। বিশাল বাড়ি বা ফ্লাট, এসি গাড়ি, স্বর্ণালংকারের ভান্ডার, পর্যাপ্ত পরিমাণে ব্যাংক ব্যালেন্স (Bank Balance) একেবারে পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে কে না দিন কাটাতে চায়। প্রত্যেকেরই সেই স্বপ্ন বা আশা থাকে। কিন্তু স্বপ্ন বা আশা সফল করার জন্য সাধারণ কোনো ছোটখাটো চাকরিবাকরী বা ব্যবসা-বাণিজ্য করে এগোলে হবে না।

আর সেই কারণেই অধিকাংশ মানুষ লাখপতি, কোটিপতি হওয়ার জন্য নিয়মিত লটারির টিকিট (Lottery Ticket) কাটতে যান। কারণ একমাত্র লটারির টিকিটেই হঠাৎ হাতে মোটা অংকের টাকা চলে আসতে পারে। যদি কোনো লটারির টিকিটে পুরস্কার জিতে যান, তাহলেই একেবারে কেল্লাফতে। আর পিছন ফিরে তাকাতে হবে না। এতদিন ধরে যে স্বপ্ন বা আশা করছিলেন, সেটাই সফলতার মুখ দেখবে। কিন্তু লটারির টিকিট কাটলেই তো হবে না। কারণ প্রতিদিন বহু মানুষ লটারির দোকানে গিয়ে নিয়মিত টিকিট কাটেন। তার মধ্যে লটারি কাটার ফর্মুলা (How to win Lottery) মানে কিম্বা কয়জন লটারির টিকিটে পুরস্কার জিততে পারেন? কজন হতে পারেন কোটিপতি বা লাখপতি?

Old Note Sale Old Coin Sale - পুরনো নোট বিক্রয়ের উপায়

তাই একেবারে লটারি কাটার ফর্মুলা না জেনে নিয়ম করে লটারির টিকিট কেটে পকেটের টাকা নষ্ট করার কোনো মানে নেই। লটারির টিকিট কাটতে পারেন, কিন্তু সেটা কাটার আগে মাথায় রাখতে হবে, বেশ কিছু কৌশল প্রয়োগ করা দরকার। লটারি কাটার ফর্মুলা বা যে কৌশল বা টিপস প্রয়োগ করলে লটারির টিকিটে মোটা অংকের টাকা জিতে যেতে পারেন (Lottery Ticket Winning Tricks) একথা ঠিক, অনেক গরীব মানুষের জীবন যাপনের চেহারা সম্পূর্ণ বদলে দিয়েছে একটি লটারির টিকিট।

আবার তার পাশাপাশি এটাও ঠিক, অনেক মানুষকে লটারির টিকিট কাটার নেশা সর্বস্বান্ত করে দিয়েছে। ফলে শুধুমাত্র নিয়ম করে লটারির টিকিট কাটলেই হবে না। লটারির টিকিট কাটার আগে কিছু টিপস জেনে নিন। যে টিপস কাজে লাগালে আপনার লটারি টিকিটেও লেগে যেতে পারে মোটা অংকের পুরস্কার। সেই টিপসগুলি একবার দেখে নিন:

কয়েকটি লটারি কাটার ফর্মুলাঃ

১. প্রত্যেক মানুষের জীবনে শুভ নম্বর থাকে। লটারির টিকিট কাটার সময় সেই নম্বর বেছে নিতে পারেন।
২. নিজের জন্মদিন, সন্তান, স্ত্রীর জন্মদিন বা বিবাহ বার্ষিকী, এই ধরনের কিছু তারিখ এর নম্বর মিলিয়ে টিকিট কেটে দেখতে পারেন। হয়তো লেগে যেতে পারে পুরস্কার।

৩. লটারির টিকিটে কিছু নম্বরের কৌশল প্রয়োগ করুন। আগের দিন যে নম্বরের টিকিটে পুরস্কার লেগেছিল সেই নম্বরটিকে এড়িয়ে যান। যে মিডল নম্বরে পুরস্কার পাওয়া গেছে, সেই মিডল নম্বরটি বাদ দিন।

লটারি জেতার ম্যাজিক ট্রিক, লটারি কাটার সংখ্যা একবার শিখতে পারলেই একটা পুরষ্কার

৪. এই নম্বরের উল্টো নম্বরটি একবার দেখতে পারেন। শেষের দুটি সংখ্যাকে এক রেখে পরের ১০ ঘর টিকিট কেটে নিতে পারেন। যে মিডল নম্বরে পুরস্কার লেগেছে, তার উল্টো নম্বরটি বেছে নিতে পারেন। এই টিপসগুলি প্রয়োগ করে দেখতে পারেন (Lottery Ticket Winning Tips)

আরও পড়ুন, সবার ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে আজই টাকা জমা করুন।

তবে লটারির টিকিট কাটার আগে একটা কথা সবসময় মনে রাখবেন, লটারি কাটার ফর্মুলা শুধু হিসাব মাত্র লটারি সম্পূর্ণ ভাগ্যের খেলা। কোনো টিপস বা কৌশল প্রয়োগ করলেই যে আপনি মোটা অংকের টাকার পুরস্কার জিততে পারবেন, তা কখনোই হলফ করে বলা যায় না। এখানে কিছু টিপস দেওয়া হল। সেগুলো প্রয়োগ করে দেখতে পারেন। কিন্তু এগুলো প্রয়োগ করলেই যে আপনার লটারির টিকিটে পুরস্কার জেতা সম্ভব হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ফলে লটারির টিকিট কাটা যেন নেশা হয়ে না দাঁড়ায়। যাতে আর্থিক ক্ষতি হতে পারে।

প্রতিবেদনটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আরও পোস্ট পেতে নজর রাখুন সুখবর বাংলা। প্রতিদিন নিত্য নতুন প্রয়োজনীয় খবর পেতে সুখবর বাংলা ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button