SBI bank new investment offer to earn over 7 lakh

ঘরে বসে বসে টাকা আয় করার সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI ব্যাঙ্ক। কোন ক্যাশ টাকা ছাড়া কিভাবে আপনি পারবেন ব্যাঙ্ক এর সাথে এই কাজ করতে? সমাধান দিলেন খোদ SBI ব্যাঙ্কের আধিকারিক। তবে আসুন জেনে নেই, কিভাবে করা যাবে এই আয়।

Advertisement

সারা ভারত জুড়ে SBI ব্যাঙ্ক শুরু করেছে ATM সম্প্রসারণ।

গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন করেই আবার আবার নতুন করে চালু হল এই আয়ের সুযোগ। মাত্র কয়েকদিন আগেই SBI ব্যাঙ্ক চালু করেছিল WhatsApp ব্যাঙ্কিং। আর এবারে নজর দিতে চলেছে ATM সম্প্রসারণ এর দিকে। দেশের প্রত্যেক প্রান্তে ব্যাঙ্কের ATM বুথ পৌঁছে দিতেই এই উদ্যোগ।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে কোটি কোটি গ্রাহক আছে স্টেট ব্যাঙ্কের। ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান এর এক মাধ্যম হল SBI. এবারে আপনিও বছরে আয় করতে পারবেন 7.2 লাখ টাকা। তবে বছরে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করার জন্য কি করতে হবে?

Ads

আপনাকে ATM ফ্র্যাঞ্চাইজি নিতে হবে ব্যাঙ্ক থেকে। এক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি প্রতি মাসে আয় করতে পারবেন 60 হাজার টাকা। অর্থাৎ বছরে আয় হবে 7.2 লাখ টাকা। তবে এক্ষেত্রে আপনার আবাসিক এলাকায় থাকতে হবে ফাঁকা জায়গা। আর তাহলেই আপনি এই মেশিন ইন্সটল করার জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

RBI এর হঠাৎ এমন সিদ্ধান্তের ফল পাবেন SBI গ্রাহকেরা। ভেবে দেখুন, কি করবেন? বিশদে জানুন।

তবে এর জন্য আপনাকে কিছু শর্ত মান্তেই হবে। সেগুলি হলঃ-
* 50-80 বর্গফুট জমি বা ফাঁকা জায়গা থাকতে হবে।
*এটি অপর কোন ATM থেকে অন্তত 100 মিটার দূরে থাকতে হবে।
* অবশ্যই নিচের তলায় থাকতে হবে।

Advertisement

কোটি কোটি গ্রাহকের SBI Account বিক্রি করে দিচ্ছে ষ্টেট ব্যাংক, টাকা পয়সা বাঁচাতে হলে এখুনি জানুন।

* সকলের যাতে বুথটি নজরে আসে তা খেয়াল রাখতে হবে।
* 1 কিলো ওয়াট লোডের বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
* 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থাকতেই হবে।
* প্রতিদিন অন্তত 300 টি লেনদেন হতে হবে।

Ads

এবার থেকে এইভাবে আপনি ঘরে বসে বসে বছরে অনেক টাকা আয় করতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে নিজের জায়গা থাকলে আবেদন করুন ব্যাংকের ওয়েবসাইটে। এমন আরো ধরণের খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
3 thoughts on “SBI ব্যাংক এর দারুন অফার, বাড়িতে ATM মেশিন বসিয়ে মাসে 60000 টাকা আয় করুন।”
  1. আপনারা কোন প্রশ্নেরই উত্তর যদিও দেন না। তথাপি আবার প্রশ্ন করলাম। ATM apply process টা বিস্তারিত জানালেন না। তাহলে কিভাবে সমাধান পাবো??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *