প্রাথমিক শিক্ষক Primary Teacher New Update

প্রাথমিক শিক্ষক পদে নতুন করেই বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দপ্তর। এতে বেশ খুশির ছোঁয়া দেখা যাচ্ছে হবু প্রাথমিক শিক্ষকদের মধ্যে। এক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে ছাড়াও সমস্ত খুঁটিনাটি দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ আলোচনায়।

Advertisement

বর্তমানে টাইমলাইনে প্রাথমিক শিক্ষক নিয়োগ বেশ চর্চিত বিষয়।

স্কুলে নির্দিষ্ট সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করতে পারলে স্কুলগুলিতে থেকে যায় ঘাটতি। সেই ঘাটতি মেটাতে রীতিমতো হিমশিম খেতে হয়  স্কুলের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের। সেই কারণে প্রয়োজন মতো শুন্যপদের ভিত্তিতে নির্দিষ্ট সময়ে নিয়োগ আবশ্যক। এই শুন্যপদের বিস্তারিত আলোচনা সেরে নেওয়া যাক।

দেশের কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে 6414 টি শুন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। এক্ষেত্রে নিয়োগ করা হবে কোলকাতা, তিনসুকিয়া, শিলচর, দিল্লী, ভুবনেশ্বর, রাঁচি, পাটনা, গুয়াহাটি – সহ সারা ভারত জুড়ে হবে এই নিয়োগ। এক্ষেত্রে শুন্যপদের ভিত্তিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

Ads

কতগুলি স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে?
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে সারা ভারত জুড়ে মোট 1252 টি সংস্থা বা সাখায় করা হবে এই বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগ। এক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement

আবেদন করতে গেলে বেশ কয়েকটি যোগ্যতা এর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে যেকোনো একটি যোগ্যতা থাকলেই এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করা যাবে। পরপর প্রাথমিক শিক্ষক নিয়োগ এর যোগ্যতা মানগুলি দেখে নেওয়া যাক।

Advertisement

প্রাথমিক শিক্ষক নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য :-
(1) মোট অন্তত 50% (তপশিলী ও.বি.সি. হলে 45%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে আবেদন করা যাবে।
(2) মোট অন্তত 50% ( তপশিলী ও.বি.সি. হলে 45%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ডিগ্রি (বি.এল.এড.) কোর্স পাশ হলে আবেদন করা যাবে।

Ads

(3) মোট অন্তত 50% (তপশিলী, ও.বি.সি. হলে 45%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন) এর 2 বছরের কোর্স পাশ হলে আবেদন করা যাবে।
(4) মোট অন্তত 50% (তপশিলী, ও.বি.সি. হলে 45%) নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এডুকেশনের ডিগ্রি (বি.এড.) কোর্স পাশ হলে আবেদন করা যাবে।

সব ক্ষেত্রে সি.বি.এস.ই.’র নেওয়া ‘CTET (পেপার-1)’ পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। হিন্দি ও ইংরিজি মাধ্যমে পড়ানোয় দক্ষতা থাকা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে ভালো হয়। এই সকল যোগ্যতা থাকলে আবেদন করুন।

নির্ধারিত বয়স কত হতে হবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগে?
বয়স হতে হবে 25-12-2022 তারিখের হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ও.বি.সি.’রা 3 বছর, মহিলারা 10 বছর, প্রাক্তন সমরকর্মী ও দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মীদের বয়সের কোনো কড়াকড়ি নেই। শুরুতে 2 বছরের প্রবেশন ।

মূল মাইনে কত?
35,400-1,12,400 টাকা হিসেবে থাকবে মূল মাইনে।
শূন্যপদের বিস্তারিত হিসেব কেমন?
6,414 টি মোট শূন্যপদ এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে (জেনাঃ – 2,591, ও.বি.সি.:- 1,731, তঃজাঃ – 162, তঃউঃজাঃ – 481, ই.ডব্লু.এস. – 641)। এর মধ্যে অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী 17, দৃষ্টিহীন প্রতিবন্ধী 16. এই পদের বিজ্ঞপ্তি নং হল: – 16/2022.

প্রাথমিক শিক্ষক প্রার্থী বাছাই প্রক্রিয়াঃ-
প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড পরীক্ষা হবে। সফল হলে এরপরে ডেমো ক্লাস / ইন্টারভিউ / স্কিল টেস্ট নেওয়া হবে।

পরীক্ষা কোথায় হবে?
পরীক্ষা হবে পূর্ব ভারতে এইসব কেন্দ্রেঃ-
কলকাতা, আসানসোল, আগরতলা, জামশেদপুর, রাঁচী, পটনা, বহরমপুর, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, মালদা, পশ্চিম মেদিনীপুর, সিউড়ি, গুয়াহাটি, বোকারো, শিলং এবং আইজল। কবে পরীক্ষা হবে তা পরে জানানো হবে ওয়েবসাইটে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস জানতে আমাদের পরবর্তী পোস্ট ফলো করতে পারেন।

সাপ্তাহিক রাশিফল ​​(5-11ই ডিসেম্বর, 2022) – এ সপ্তাহের ভাগ্যলেখা পার্ট-2.

আবেদন করবেন অনলাইনে 5ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। www.kvsangathan.nic.in ওয়েবসাইটে আবেদন করার জন্য কি কি লাগবে তা এক পলকে দেখে নেওয়া যাক।

বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও আপনার সিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন আগে থেকেই। অনলাইনে আবেদন করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।

Primary TET Exam নিয়ে পর্ষদের ফের নজিরবিহীন সিদ্ধান্ত, পরীক্ষার্থীরা কনফিউসড। সঠিক জেনে নিন।

এবার আবেদনকারীকে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ফী বাবদ 1,500 টাকা অনলাইনে জমা দেবেন নির্দিষ্ট লিঙ্কে। লিঙ্ক আবেদন করার সময়ে ওয়েবসাইটে পাবেন। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে রেখে দেবেন নিজের কাছে।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এছাড়াও আরও নানা রকমের চাকরীর বিজ্ঞপ্তির খোঁজ পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। নিজের মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *