Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন জানাবেন? দুই পদের বেতন, কাজের ধরন-সহ বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (Anganwadi Recruitment) পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের বিভিন্ন সময় এই রাজ্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা পদে (ICDS Anganwadi Recruitment) নিয়োগ চলে। দুটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের যোগ্যতা বেশি, আর সহায়িকা পদে তুলনায় কম যোগ্যতা থাকলে আবেদন করা (ICDS Anganwadi Recruitment) যায়।

এখন প্রশ্ন হল, দুটি পদের কাজ কি রকম। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য যে যে প্রার্থী আবেদন জানাতে ইচ্ছুক, আজকের এই প্রতিবেদন থেকে দুটি পদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন (Anganwadi Recruitment)। দুটি পদের বেতন, দুটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, দুটি পদের কাজের ধরন সবটাই বলা হল আজকের প্রতিবেদনে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে ডাবল সুবিধা! কারা পাবেন? কিভাবে পাবেন? জেনে নিন

ICDS Anganwadi Recruitment 2024

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চান, তাঁরা চাকরি খোঁজে নিরন্তর চেষ্টা জারি থাকেন। পশ্চিমবঙ্গের চাকরির সুযোগ অনেকটাই কম বলে প্রার্থীরা অসন্তুষ্ট হন। যদিও কিছু পদের নিয়োগ প্রতিবছর নির্দিষ্ট সময় অন্তর হতে থাকছে। তার মধ্যে অন্যতম হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য নিয়োগ (ICDS Anganwadi Recruitmen)। এই দুটি পদে যারা চাকরি করতে চান (ICDS Anganwadi Recruitment) তাঁদের অবশ্যই দুটি পদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।

কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন সেটি না জানলে, ও দুটি পদের কাজের ধরন সম্পর্কে না জানলে আবেদন জানানোর আগে ধন্দে পড়বেন। তাই অবশ্যই চাকরিপ্রার্থীরা আজকে প্রতিবেদনটি পড়ে নিন। আশা করা যায়, আপনারা উপকৃত হবেন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো (ICDS Anganwadi)।

ICDS Anganwadi Worker & Helper 2024

অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কি?

পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়ায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। বাড়ির কাছে ভালো চাকরির মধ্যে এই পদের চাকরি অন্যতম গুরুত্বপূর্ণ। চাকরিপ্রার্থীদের মধ্যেই স্বাভাবিকভাবেই একটা আগ্রহের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হল অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কি। আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করেন তাহলে আপনাকে কি করতে হবে? আসলে এই পদের প্রধান কাজ গ্রামীণ শিশু সাহায্য কেন্দ্রের অন্তর্ভুক্ত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস (ICDS) এর অধীনস্থ যে শিশুরা আছেন তাঁদের পর্যাপ্ত ও সঠিক মানের খাদ্য সরবরাহ করা।

এর পাশাপাশি তাঁদের উন্নত মানের জলের সরবরাহ করা, তাঁদের স্যানিটেশনের দিকটা দেখভাল করা, শিশুদের সঠিক বয়সে টিকাকরণের ব্যবস্থা করা। টিকাকরণ সংক্রান্ত দিকটি দেখভাল করা ইত্যাদি। এছাড়া অনেক সময় অফিসিয়াল খাতাপত্রে তথ্য সংগ্রহ -সহ বেশ কিছু কাজও করার দায়িত্ব দেওয়া হয়। এমনকি হিসেব-নিকেশ ম্যানেজমেন্ট এর কাজও দেখতে হয়।

সুখবর! রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো! মাধ্যমিক পাশে চাকরি! আবেদন প্রক্রিয়া জানুন

অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজ কি?

যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করতে ইচ্ছুক, তাঁদের সংশ্লিষ্ট পদের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে চাকরি করতে হলে কি কি কাজ অবশ্যই করতে হবে? আসুন তবে এই বিষয়ে জানা যাক। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজ হল শিশুদের স্বাস্থ্যের দেখভাল করা। যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাঁদের যথাসম্ভব সাহায্য করা। সহায়িকাদের প্রধান কাজই হল অঙ্গনওয়াড়ি কর্মী দের সাহায্য। এর পাশাপাশি, সহায়িকাদের জন্য কিছু খাতাপত্রের কাজ থাকে। সেই কাজও করতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে চাকরি করার সুবিধা

রাজ্যের অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রতি অধিকাংশ চাকরিপ্রার্থীর আগ্রহ থাকে। এখানে প্রশ্ন হল কেন? এই পদে চাকরি করলে কি কি সুবিধা মেলে? জেনে নেওয়া দরকার যে, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা নিয়োগ হয় বাড়ির কাছাকাছি ব্লক স্তরে। যেহেতু ব্লক পোস্টিং, তাই সাংসারিক সমস্ত কাজ সামনে কাজ করে রোজগার করা সম্ভব হয়। বিশেষ করে এই পদে মহিলাদের নিয়োগ করা হয়। তাদের পক্ষে এই দুটি পদের কাজ, বেতন, বাড়ির নিকট, এবং সুযোগ‌ -সুবিধা গুলি খুব কাজে আসে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার বেতন

এবার জেনে নেওয়া যাক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কত টাকা বেতন দেওয়া হয়। একটি হিসেব বলছে, যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করছেন তাঁদের প্রতি মাসের বেতন ৯০০০ টাকা। আর যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি পান তাঁদের প্রতিমাসের বেতন হয় ৭৫০০ টাকা। এছাড়া থাকে অন্যান্য সুযোগ-সুবিধা।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

এই দুটি পদের আবেদনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাশ এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যায়। আবেদন যোগ্যতার তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে দুটি পদের জন্য নিয়োগ করা হয়। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নির্দিষ্ট ব্লকের হয়ে পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করছেন, তাঁরা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন জমা করতে পারেন। আর সেখানেই প্রোমোশনের সুযোগ থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button