ICDS Recruitment 2023: বহুদিন পর রাজ্যে আশা কর্মী ও হেল্পার নিয়োগ। নিজের জেলাতেই হবে চাকরি।
রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি দারুন সুসংবাদ। রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের (ICDS Recruitment) উদ্যোগে বহুদিন পর রাজ্যে আশা কর্মী (ICDS Asha Karmi Recruitment) এবং সহায়ক পদে (ICDS Helper Recruitment) কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কিছুদিন আগেই নির্দিষ্ট দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে, এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে তার নিজের জেলাতেই চাকরি দেওয়া হবে।
ICDS Recruitment 2023 for Asha Karmi and Helper post
এখানে আবেদনের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে তা কিন্তু বেশিদিন চলবে না। কারণ রাজ্য সরকার অতি শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। এখন দেখে নেওয়া যাক এই চাকরির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে অথবা কিভাবে আবেদন করতে হবে ইত্যাদির বিবরণ।
Vacancy and Job Role
শূন্যপদের বিবরণঃ
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধানত দুই ধরনের শূন্য পদের জন্য এখানে নিয়োগ করা হবে। একটি হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অপরটি হল সহায়িকা। শূন্য পদের সংখ্যা এবং পদ অনুযায়ী তা কটি করে আছে জানতে হলে বিজ্ঞপ্তি দেখতে হবে।
Educational Qualification
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ
অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতাঃ
১. এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য উপযুক্ত প্রার্থীদের (অবশ্যই মহিলা) কে সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতার হয়ে থাকতে হবে।
২. এই পদের ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক বলে জানানো হয়েছে। অভিজ্ঞতা বিচার করা হবে ৯ই নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী।
৩. প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
ICDS Helper post
অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেলপারঃ
১. এক্ষেত্রে ICDS Recruitment আবেদনের জন্য কিছু প্রার্থীদের (অবশ্যই মহিলা) নূন্যতম অষ্টম পাশে থাকতে হবে এবং সেটিও সরকার অনুমোদিত কোন স্কুল থেকে। তবেই তারা এখানে আবেদনের জন্য মনোনীত হবেন।
২. এই ICDS Recruitment পদের ক্ষেত্রেও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক বলে জানানো হয়েছে। অভিজ্ঞতা বিচার করা হবে ৯ই নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী।
৩. এখানেও প্রার্থীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হবার কথা বলা হয়েছে।
How to apply
আবেদন প্রক্রিয়াঃ
১. প্রার্থীদেরকে সর্বপ্রথম www.paschimbarddhaman.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এই ICDS Recruitment নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে অথবা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকেও ICDS Recruitment এর বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।
২. বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে নিতে হবে।
৩. প্রয়োজনীয় ডকুমেন্টের এক কপি করে জেরক্স করে নিতে হবে এবং সেগুলোর উপর সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।
৪. ICDS Recruitment আবেদন পত্রটিকে নিজের হাতে সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টসহ সেটিকে একটি মুখবন্ধ খামে ভর্তি হবে।
৫. এরপর সেটিকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঘামের উপর অবশ্যই উল্লেখ করে দেবেন যে পদের জন্য আবেদন করছেন তার নাম।
Documents Required
আবেদনের জন্য দরকারি ডকুমেন্টসঃ
উপরোক্ত শূন্য পদ গুলিতে আবেদনের সময় প্রার্থীদেরকে যে সমস্ত নথিপত্র গুলি তৈরি রাখতে হবে সেগুলি সম্পর্কে নিচে বলা হল।
১. এক কপি পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার
২. আধার অথবা ভোটার অথবা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স
৩. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণসমূহ
৪. জাতিগত শংসাপত্র
৫. প্রার্থীর সংশ্লিষ্ট পঞ্চায়েতের একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি।
আরও পড়ুন,
ICDS Recruitment Process
নির্বাচন পদ্ধতিঃ
এখানে প্রথমে প্রার্থীদেরকে একটি লিখিত পরীক্ষা করানো হবে। এক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান হবে মোট ৩৫ নম্বর এবং সময় থাকবে ১ ঘন্টা। পরীক্ষা হবে নিম্নলিখিত এসকল বিষয়ের উপর – পাটিগণিত ১০ নম্বরের, পুষ্টি, স্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান সংক্রান্ত প্রশ্ন ১০ নম্বরের, ইংরেজি ভাষা ১০ নম্বরের, সাধারণ জ্ঞানের প্রশ্ন ৫ নম্বরের।
এরপর যে পর্যায় হবে তার নাম হলো ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন।
এক্ষেত্রে আবার দু’রকম ভাবে পরীক্ষা করা হবে প্রার্থীদের একটি সরাসরি সাক্ষাৎকার এবং অপরটি হল অভিজ্ঞতা যাচাই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সকলেই এখানে মনোনীত হবেন। সাক্ষাৎকারে পূর্ণমান থাকবে ৫ নম্বর। আর অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্ণমান থাকবে ১০ নম্বর। এই দুই ক্ষেত্রে উত্তীর্ণ সকল প্রার্থীকে সরাসরি ভাবে নিয়োগ করা হবে তার নিজস্ব পঞ্চায়েতের অধীনস্থ স্থানে কাজের জন্য।
আরও পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার উপর স্থগিতাদেশ দিলো আদালত। কারো পৌষ মাস কারও সর্বনাশ।
তাই সমগ্ৰ পশ্চিমবঙ্গের সকল প্রার্থী তারা এখানে আবেদন করতে ইচ্ছুক ও উপযুক্ত তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কারণ ভালো সুযোগ কিন্তু খুব কমই আসে। কাজেই দ্রুত আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা এই প্রতিবেদনটি পড়ুন এবং আবেদন করা শুরু করে দিন।
Application opening and last date
আবেদন কবে শুরু এবং কবে শেষ হবে ?
আগেই বলা হয়েছে যে এখানে আবেদনের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আবেদনপত্র অফলাইনে গ্রহণ করার শেষ তারিখ হল ৭ ডিসেম্বর ২০২৩।
Written by Nabadip Saha.