আবারো সরকারি ব্যাংকের বেসরকারিকরণ বা IDBI Bank Privatisation. কেন্দ্রীয় সরকার মারফত দেশের এক বিখ্যাত পাবলিক সেক্টর ব্যাংককে (Govt Undertaking Public Sector Bank). বিক্রি করে দেওয়া হতে চলেছে, পাবলিক সেক্টর ব্যাংক IDBI Bank কে। সম্প্রতি এ ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
IDBI Bank Privatisation latest News
সূত্র মারফত খবর আছে, আইডিবিআই ব্যাংকের সম্পদের মূল্যায়ন এবং কৌশলগত বিনিয়োগে সাহায্য করতে একটি অ্যাসেট ভ্যালুয়ার হিসেবে এই ব্যাংকের শেয়ার বাজারে ছাড়ছে কেন্দ্র সরকারের কর্তৃপক্ষ। নিলামে সেই সরকারি ব্যাংকের একসঙ্গে প্রচুর টাকার শেয়ার বিক্রি হতে চলেছে। তো চলুন এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বিস্তারিতভাবে কি জানালো দেখে নেওয়া যাক।
আমরা জানি যে যখনই সরকারের কোষাগরে টান পড়ার দরুন সরকার নিজের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগে অক্ষম হয়ে পড়ে অথবা সেই প্রতিষ্ঠান থেকে লাভজনক ব্যবসা উঠে না আসে তখন তার কিছুটা শেয়ার প্রাইভেট কোম্পানির (Bank Privatisation) হাতে তুলে দেওয়া হয়। এই প্রক্রিয়া Disinvestment নামে পরিচিত।
অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার সেই প্রতিষ্ঠানে একদিকে যেমন নিজের অংশীদারিত্ব বজায় রাখে তেমনি অন্যদিকে এর কিছুটা অংশ প্রাইভেট সেক্টরের হাতে প্রদান করে তার ব্যবসা আবার ফিরিয়ে আনা হয়। এর আগে বহু প্রতিষ্ঠানের শেয়ারই এরকমভাবে সরকার প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিয়েছে। এমনকি বর্তমানে ব্যাংক, বিদ্যুৎ দপ্তর, ডাক বিভাগ, রেল ইত্যাদির মত সমস্ত সরকারি বিভাগগুলিও হয়ে গেছে পাবলিক সেক্টর কোম্পানির অধীনে।
অর্থাৎ এখানে একদিকে সরকারের এবং অন্যদিকে বিভিন্ন প্রাইভেট সেক্টর অথবা কোন ইন্ডিভিজুয়াল ব্যক্তির শেয়ার রয়েছে। এই একই ভাবে এবার দেশের আরেক ব্যাংকের প্রচুর শেয়ার হয়ে যেতে চলেছে বেসরকারি কোম্পানির অধীনে। তবে শুধু সেই সরকারি ব্যাংকই নয়, ভারতীয় জীবন বিমান নিগম বা LIC এর কিছুটা শেয়ারও একই সঙ্গে কিনে নিতে চলেছে আইডিবিআই ব্যাঙ্ক।
কেন্দ্রীয় সরকার মারফত জানানো হয়েছে ভারতীয় জীবন বীমা নিগম এর ও বেশ কিছু অংশ শেয়ার ও IDBI ব্যাংকের ৬১ শতাংশ মোট শেয়ার বিক্রি করছে কেন্দ্র সরকার। অর্থাৎ সহজ কথায় এই ব্যাংক 61% IDBI Bank Privatisation অর্থাৎ ৬১% প্রাইভেট হয়ে যাবে। এ ব্যাপারে সোমবার Department of Investment and Public Asset Management এবং Insolvency and Bankruptcy Board of India এর মারফত কেন্দ্রীয় সরকার একটি RFP জারি করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি EOI ও এ বিষয়ে প্রকাশিত হয়েছে।
আর পড়ুন, আধার কার্ড অতীত, পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকদের করতে হবে এই কার্ড, নইলে পরিষেবা পাবেন না।
কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক এখন বিড গুলি পরীক্ষা নিরীক্ষা করছে। দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য আইডিবিআই কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংকের অনুমোদন পেতে হবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়েছে যারা যারা এই শেয়ার কিনতে ইচ্ছুক তাদেরকে নিলামের জন্য দরপত্র প্রদান করা হবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন, সেভিংস অ্যাকাউণ্ট নিয়ে নির্মলা সিতারমনের বড় নির্দেশ, সব ব্যাংক ও গ্রাহকদের মানতে হবে।
কেন্দ্রীয় সরকার মারফত ৯ ডিসেম্বরের মধ্যে আইডিবিআই ব্যাংকে আর্থিক ইস্যু করার এবং চলতি অর্থবছরের শেষ তম ত্রৈমাসিক পর্যায়ের মধ্যে আইডিবিআই ব্যাংকের কাছে এই শেয়ার বিক্রি (Bank Privatisation) করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, আইডিবিআই ব্যাংকে জমাকৃত কেন্দ্রীয় সরকার তার ৩০.৪৮ শতাংশ এবং এলআইসি কর্তৃপক্ষ ৩০.২৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে চলেছে।
Written by Nabadip Saha.