নতুন বাজেট 2023 অনুসারে আয়কর সংক্রান্ত বিশেষ আপডেট। করছাড় বিষয়ে জেনে নিন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে বাজেট 2023. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবরের জনমুখী বাজেট ঘোষণা করেছেন, এমনটাই ধারণা সাধারণ জনগণের। নতুন বাজেট হিসেবে আয়কর সংক্রান্ত বিশেষ আপডেট প্রকাশ করেছেন এই অর্থ বাজেট 2023 এ। চলুন জেনে নেওয়া যাক, কি কি সুবিধা থাকছে এবারের বাজেটে।

বাজেট 2023 অনুসারে আয়করে ছাড় মিলবে 7 লক্ষ টাকা আয় পর্যন্ত।

এবারের অর্থ বাজেট 2023 নিয়ে বেশ উত্তেজনা দেখা যাচ্ছিল সাধারণের মধ্যে। সাধারণ মানুষের কথা কতটা ভাবা হয়েছে এই বাজেটে, বিস্তারিত জেনে নেওয়া যাক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর ব্যবস্থায় আয়কর স্ল্যাবগুলিতে বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা করেছেন।

যদি আমরা সমস্ত ছাড় অন্তর্ভুক্ত করি, তাহলে নতুন কর ব্যবস্থায় একজন ব্যক্তিকে 7 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। বাজেট-পরবর্তী প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময়, নির্মলা সীতারামন বলেছিলেন যে, সরকার নতুন আয়কর ব্যবস্থাকে করদাতাদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

এইভাবে মধ্যবিত্তের সুবিধার জন্য তাদের কথা চিন্তা করে এই কাঠামোতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ এনেছে সরকার। তিনি আরো উল্লেখ করেছেন যে, দেশ একটি প্রত্যক্ষ কর ব্যবস্থার জন্য অপেক্ষা করছে যা সরলীকৃত এবং আগের থেকে আরো বেশি সহজ সরল। এবার একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি জেনে নেওয়া যাক।

খুশির বার্তা, অনেকেরই টাক্স লাগবে না, নতুন নিয়ম জেনে নি।

যদি কোন ব্যক্তির আয় হয় 9 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই 9 লক্ষ টাকা বার্ষিক আয়ের একজন ব্যক্তিকে নতুন বাজেট 2023 এর নিয়ম ব্যবস্থায় মাত্র 45,000 টাকা ট্যাক্স দিতে হবে। এটি নতুন ব্যবস্থায় একজন করদাতার আয়ের মাত্র 5%। নতুন ট্যাক্স ব্যবস্থায় 52,500 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। তিনি আরও বলেছেন যে নতুন ট্যাক্স ব্যবস্থা হবে ডিফল্ট ব্যবস্থা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মূলধন ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় বাজেট 2023 হিসেবে মূলধন ব্যয় 33% বাড়িয়ে 10 লক্ষ কোটি টাকা করা হয়েছে। এটি হবে জিডিপির 3.3 শতাংশ। তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক বৃদ্ধি হয়েছে। তার বাজেট বক্তৃতায়, সীতারামন আরও এক বছরের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচির ধারাবাহিকতা তুলে ধরেন এবং কৃষি, মৎস্য চাষের জন্য পদক্ষেপ ঘোষণা করেন।

এবারের বাজেটে কি কি পেলেন, কি হারালেন, ৪টি সুখবর, ২টি হতাশা।

আয়কর সংক্রান্ত ছাড় মিলবে এই বাজেট 2023 হিসেবে, তা আগেই ধারণা করা গিয়েছিল। এবারে টা সামনে এলো। এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। এমন আরও আপডেট জানতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button