Income Tax Rule 2023 নিয়ে খুশির বার্তা, অনেকেরই টাক্স লাগবে না, নতুন নিয়ম জেনে নি।

আয়কর দপ্তরের নিয়ম মেনে আয়কর দিতে হয় দেশের সাধারণ জনগণকে। যারা Income Tax Department এর নিয়মের মধ্যে পড়বেন, সকলকেই সঠিক নিয়ম অনুসারে থেকে দিতে হয় কর। তবে একটু বুদ্ধি কাজে লাগাতে পারলেই সারা দেশের আয়কর দাতারা এবার থেকে পাবেন আয়করে পেতে পারেন এই ছাড়ের সুযোগ। তবে চলুন, এবারে সম্পূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।

Income Tax ছাড়ের এই সুযোগে সকলের সুবিধা নিশ্চিত।

সাধারণ মানুষের আয়ের ওপরে সরকারকে দিতে হয় আয়কর। দেশের সরকারের নিজস্ব আয়ের অন্যতম উৎস হল আয়কর। এই ইনকাম ট্যাক্স থেকে যে আয় হয় সরকারের, সেই অর্থ ব্যবহার করেই সারা দেশের বিভিন্ন রকমের উন্নয়ন মূলক কাজ করে থাকে সরকার। সাধারণ জনগণের এই টাকায় ঘুরপথে উন্নয়ন হয় দেশের জনগণের।

তবে আয়করে বা Income Tax সংক্রান্ত বিষয়ে ছাড়ের কথা শুনলে ট্যাক্স প্রদানকারীদের আনন্দের সীমা থাকে না। আয়করে ফাঁকি দেওয়া দণ্ডনীয় অপরাধ বলেই পরিগণিত হয়। আয়কর দেবার বেশ কয়েকটি ধাপ বা Slab রয়েছে। এই অনুসারে নাগরিকদের দিতে হয় ইনকাম ট্যাক্স। একটু বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারলে আয়করে কিছু সুবিধা পাওয়া সম্ভব।

একমাসের রিচার্জে চলবে সারা বছর। Jio, Airtel কুপোকাত।

নিজের আয়কে যদি পরিবারের সকলের উপযুক্ত আয় হিসেবে দেখানো যায়, তাহলে Income Tax সংক্রান্ত বেশ কিছু ছাড় মেলা সম্ভব। তবে যাদের মধ্যে এই আয় ভাগ করবেন তাদেরকে অবশ্যই উপার্জনের ক্ষেত্রে নিজস্ব অবদান থাকতেই হবে। সেক্ষেত্রে বিনিয়োগ আয়কেও নিজেদের মধ্যেই ভাগ করে নিতে হবে। এই নিয়মে ছাড় পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আয়করে অনেকটা ছাড় পাওয়া যাবে।

পরিবারের মোট আয়কে এভাবে Distrubitution করে নিলে বেশ সুযোগ মিলবে। Income Tax সংক্রান্ত ছাড় পেতে 80C, 80D এবং 24 নম্বর ধারা অনুসারে Income Tax সংক্রান্ত ছাড় পাওয়া যাবে। তবে একটা বিষয়ে সকলেরই অবগত থাকা অবশ্যক, যে Income Tax ফাইল করা সকলের উচিত। সরকারকে এই বিষয়ে অবগত করা প্রত্যেক প্যান কার্ড  ধারকদের অবশ্য কর্তব্য।

মেয়ের বিয়ের জন্য লাখ লাখ টাকা পাবেন এই স্কীমে, কিভাবে আবেদন করবেন?

অর্থনীতি সংক্রান্ত নানা বিষয়ে আপডেট পেতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। এছাড়া সরকারি ও বেসরকারি প্রকল্প, স্কলারশিপ, চাকুরী, বিভিন্ন আর্থিক বিনিয়োগ, টেলিকম অফার সংক্রান্ত বিষয়ে জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

আরও পড়ুন, মহা বিপদে LIC, পলিসি বিক্রির হিড়িক, পালাচ্ছেন LIC এজেন্টরা।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button