স্বাধীনতা দিবসের ভাষণ ও সেরা বক্তব্য (১৫ই আগস্ট বক্তৃতা) | Independance Day Speech in Bengali

Independance Day Speech in Bengali 2025

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের ভাষণ ও সেরা বক্তব্যগুলি (Independance Day Speech in Bengali) সকলের সামনে তুলে ধরা হবে। যে কথায়, প্রসঙ্গে ভারতবাসী আবার স্মরণ করবে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা লাভের সেই বহু প্রতীক্ষিত মুহূর্তকে। প্রতিবছর এই দিনটিকে উদযাপন করেন ভারতবাসী।এবছরেও ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে নানান ধরনের অনুষ্ঠান।

স্বাধীনতা দিবসের ভাষণ ও সেরা বক্তব্য

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন মানুষ এমন কিছু ভাষণ বা বক্তৃতা (Independance Day Speech in Bengali) শুনতে চান, যা একদিকে হৃদয়গ্রাহী আবার অন্যদিকে অনুপ্রেরণামূলক হয়। যে বক্তৃতার মাধ্যমে দেশবাসী অফুরান দেশপ্রেম ও আবেগকে খুঁজে পান। আসুন দেখে নেওয়া যাক এমনই কিছু সেরা ভাষণ ও বক্তব্য যা ভারতবর্ষের স্বাধীনতা দিবসের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত।

আমাদের দেশের মহাপুরুষেরা ও বিশিষ্ট ব্যক্তিরা স্বাধীনতা সংগ্রাম নিয়ে নানান ধরনের ভাষণ ও বক্তব্য রেখেছেন (Independence Day Speech In Bengali). সেই সব স্বাধীনতা দিবসের ভাষণ আজও আমাদের উদ্বুদ্ধ করে। যাদের হাত ধরে ভারতের স্বাধীনতা এল, যারা দেশবাসীকে বোঝালেন দেশপ্রেমের অর্থ, তাঁরা তাঁদের বক্তৃতায় ফুটিয়ে তুলেছিলেন গভীর দেশপ্রেমের উক্তি। দেশ মাতৃকার প্রতি সম্মান ও ভালবাসা। যা কেবলমাত্র ইতিহাস বইয়ের পাতায় নয়, যুগ যুগান্তরেও ঠাঁই পায় আমাদের হৃদয়ের মনিকোঠায়।

Independance Day Speech in Bengali

আমরা আজকের প্রতিবেদনে সেরকমই কিছু স্বাধীনতা দিবসের ভাষণ ও বক্তব্য দেখে নেব। স্বাধীনতা দিবসের সেরা বক্তব্য ও ভাষণ (Independance Day Speech in Bengali) উল্লেখ করা হলো।

আরও পড়ুন: ভারতের জাতীয় পতাকা সম্পর্কে 10 তথ্য! স্বাধীনতা দিবসের আগে জেনে নিন

১) “তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব”

আজাদ হিন্দ ফৌজ গঠনের পর নেতাজি সুভাষচন্দ্র বোস যে বক্তব্য রেখেছিলেন তা আজও আমাদের শিহরিত করে তোলে। বহু অতীতে পরাধীন ভারতে নেতাজির আহ্বান শুনে কেঁপে উঠেছিলেন সবাই। আজও এতদিন পর সেই বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করে রাখে। নেতাজির এই বক্তব্য সর্বকালের শ্রেষ্ঠ স্বাধীনতা দিবসের ভাষণের (Independence Day Speech In Bengali) মধ্যে পড়ে।

২) “কারার ঐ লৌহ কপাট,  ভেঙে ফেল কর রে লোপাট”

দেশের স্বাধীনতা কোনো ভিক্ষা করার জিনিস নয়। বরং স্বাধীনতা আমাদের অধিকার। অত্যাচারী ব্রিটিশ শাসক যখন কারাগারের অন্ধকারে দেশের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখতে চেয়েছিল, তার প্রতিবাদে গান ধরেছিলেন কাজী নজরুল ইসলাম। আজও তাঁর এই গান মানুষের মুখে মুখে ফেরে।

৩) “রাষ্ট্র সর্বাগ্রে, সর্বদাই সর্বাগ্রে” আজ আমাদের প্রাণশক্তি, আমাদের ভাবনা।

দেশ পূজা সমস্ত দেশবাসীর ধর্ম। দেশের কল্যাণ আমাদের সকলের কাঙ্খিত বিষয়। যে রাষ্ট্রে আমরা বাস করি, আমরা থাকি সেই রাষ্ট্রের প্রতি আমাদের সদা কর্তব্যপরায়ণ ও দায়িত্ববান হতে হবে। তাই তো স্বাধীনতা দিবসের সকালে উচ্চারিত হয় “রাষ্ট্র সর্বাগ্রে, সর্বদাই সর্বাগ্রে”। এই বক্তব্যটিও শ্রেষ্ঠ স্বাধীনতা দিবসের ভাষণের (Independence Day Speech In Bengali) মধ্যে পড়ে।

৪) “আমরা স্বাধীনতা লাভ করি যখন আমরা সম্পূর্ণ মূল্য পরিশোধ করি।” – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রত্যেকটি মানুষের অধিকার আছে স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার। আমরা যখন স্বাধীনতা লাভ করি, তখন সম্পূর্ণ মূল্য পরিশোধ করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই কথা। আজ থেকে বহু বছর আগেই।

৫) “আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন একটি দেশে বাস করুক যেখানে স্বাধীনতার অর্থ সকলের জন্য মর্যাদা।”

আজকের আমরা যেমন নিজেদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে স্বাধীনতা বর্তমান, সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার বর্তমান, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন এক পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে স্বাধীনতার অর্থ সকলের জন্য মর্যাদা। আজকের দিনে দাঁড়িয়ে আগামীর জন্য এই শপথ আমাদের নিতে হবে।

আরও পড়ুন: প্যান কার্ডের নিয়মে বড়সড় বদল, পুরোনো কার্ড কি বাতিল হবে? নতুন কার্ড কিভাবে পাবেন?

উপসংহার

শ্রেষ্ঠ স্বাধীনতা দিবসের ভাষণ (Independence Day Speech In Bengali) সম্পর্কে আলোচনা করা হলো।স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকল পাঠকদের জন্য স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। ১৫ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস। তিরঙ্গা পতাকায় সেজে উঠুক আমাদের ভারতবর্ষ। সর্বত্র উদযাপিত হোক স্বাধীনতার জয়গান। সুখী হোক প্রত্যেক ভারতবাসী।

Related Articles

Back to top button