মন্দার বাজারে এই (India Post Recruitment) নিয়োগের খবরে বেশ আনন্দিত সকলেই।
অবশেষে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিল ভারতীয় ডাক বিভাগ। জারি হয়েছে India Post Recruitment – এর বিস্তারিত বিবরণী। এতো ভালো সুযোগকে হাতছাড়া না করতে চাইলে অবশ্যই দেখতে হবে আজকের প্রতিবেদন। আসুন বিশদে জেনে নেওয়া যাক, কি কি বলা আছে ডাক বিভাগের এই বিজ্ঞপ্তিতে।
বর্তমানে ভারতীয় ডাক বিভাগের (India Post Recruitment) গুজরাট পোস্ট অফিসের সার্কেলে বিভিন্ন গ্রূপ – সি পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এক্ষেত্রে আবেদন করা যাবে এক বিশেষ কোটায়। সেটি হলো স্পোর্টস কোটা। অর্থাৎ যাদের কাছে স্পোর্টস এর সার্টিফিকেট থাকবে, তারাই পোস্ট অফিসের এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা এই পদে যোগদানের জন্য কোথায় আর কিভাবে আবেদন করবেন, তা জেনে নেওয়া যাক। প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। dopsportsrecruitment.in – এ গিয়ে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এক্ষেত্রে মোট শূন্যপদ হল 188 টি। এক্ষেত্রে আবেদন শুরু হয়েছে গত 23.10.2022 তারিখ থেকে। আর আবেদন শেষ হবে 22.11.2022 তারিখে।
এবারে জেনে নেওয়া যাক India Post Recruitment 2022 – এর ক্ষেত্রে শূন্যপদ কেমন থাকছে? এক্ষেত্রে মোট শূন্যপদ থাকছে 188 টি। তার মধ্যে ডাক সহকারী এবং বাছাই হিসেবে থাকছে 71 টি শূন্যপদ, পোস্টম্যান পদের জন্য থাকছে 56 টি, মাল্টি টাস্কিং স্টাফ এর জন্য থাকবে 6 টি শূন্যপদ। আবেদনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা তৈরী করা হবে। অবশেষে 6 ই ডিসেম্বরে তা প্রকাশ করা হবে।
India Post Recruitment 2022 – শিক্ষাগত যোগ্যতা আগেই বলা হয়েছে। দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করে থাকতে হবে। ডাক সহকারী এবং বাছাই সহকারী পদের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে। এছাড়া প্রত্যেক প্রার্থীর একটি কম্পিউটারের বেসিক কোর্স করা বাধ্যতামুলক। এক্ষেত্রে 60 দিনে কোর্স হলেই চলবে।
স্থানীয় ভাষায় জ্ঞান থাকা বাধ্যতামুলক। এছাড়াও MTS পদের জন্য দশম শ্রেণী পাস করার সাথে সাথে স্থানীয় ভাষায় জানাশোনা থাকতে হবে। নচেৎ (India Post Recruitment) কাজে যোগ দেওয়া যাবেনা। এই সকল নিয়মগুলো মেনে তবেই আবেদন করুন। যেহেতু সময় খুবই সীমিত, তাই বেশি দেরি করবেন না।
India Post Recruitment 2022 – এর ক্ষেত্রে বয়সের ক্ষেত্রেও বেশ নিয়মকানুন রয়েছে। 18 থেকে 27 বছর বয়সের মধ্যে থাকলেই আবেদন করা যাবে। তবে কেন্দ্রের নিয়মে বয়সের ছাড় থাকবে নির্দিষ্ট আবেদনকারীদের ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে। এগুলি ছাড়াও, প্রার্থীদের ডাক বিভাগের ক্রীড়া কোটা নিয়োগের জন্য নির্ধারিত ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক / জাতীয় / আন্তঃবিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।
বেতনের বিবরণঃ-
India Post Recruitment 2022 – এর ডাক সহকারী (Postal Assistant) ও বাছাই সহকারী (Sorting Assistant) – 25,500/- টাকা থেকে 81,100 টাকা, পোস্টম্যান/মেইল গার্ড – 21,700-69,100 টাকা, MTS- 18,000-56,900 টাকা। অর্থাৎ, মাইনে বেশ উপযুক্ত পরিমানে দেওয়া হচ্ছে। আর দেরি না করে আবেদন করুন তাড়াতাড়ি।
পশ্চিমবঙ্গে সরকারী চাকরীর পরীক্ষার নিয়ম বদল, সরকারী চাকরী পেতে হলে এই নিয়ম মানতে হবে।
যদিও পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে অনেকেই যেতে চান না। তবে, মুল বেতন বেশ ভালো থাকার ফলে আবেদন করতেই পারেন। এমন আরো খবর পেতে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই। আর আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.