Bank Notes – পশ্চিমবঙ্গবাসীদের জন্য 2000 টাকার নোট নিয়ে নবান্নের নির্দেশ। সকলের জানা উচিত।
বাতিল হওয়া Bank Notes তথা Old Rs 2000 টাকার নোট নিয়ে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফে এলো বিশাল আপডেট ! ২০০০ টাকার নোট বদল দিয়ে জারি করা হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, না জানলে পড়তে পারেন সমস্যায়।
Bank notes rs 2000 Exchange Last Date
সম্প্রতি পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের (West Bengal Finance Department) পক্ষ থেকে ২০০০ টাকার নোটের পরিবর্তন (Rs 2000 Exange Last date) সম্পর্কে বিশেষ এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সম্পর্কে জানা দরকার রাজ্যের প্রতিটি মানুষের। কিছুদিন আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোটগুলিকে অবৈধ বলে ঘোষণা করেছে। আর সেইসঙ্গে বন্ধ করেছে দেশের বাজারে এই ধরনের সমস্ত নোটের লেনদেন।
২০১৬ সালে বেশ কিছু নোট যেমন ১০০, ৫০০, ১০০০ হাজার ইত্যাদি নোটগুলির জাল নোট ধরা পড়ার পর কেন্দ্রীয় সরকার কর্তৃক নতুন এই ২০০০ টাকার Bank Notes চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী এতদিন পর্যন্ত ভারতীয় বাজারে চালু ছিল এই ২০০০ টাকার নোট। কিন্তু আবারো এই ২০০০ টাকার নোট (Rs 2000 Bank Notes) নিয়ে শুরু হয়েছে জাল নোট বানানো।
আর সেই কারণেই দুর্নীতি রুখতে রিজার্ভ ব্যাংকের (RBI) এই সিদ্ধান্ত। সে যাই হোক, রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী এখন যেসকল মানুষের কাছে অবশিষ্ট রয়েছে এই ২০০০ টাকার নোট, তাদের অবিলম্বে নিজের নিজের ব্যাংকে গিয়ে সেই নোট বিনিময় করে ফেলতে হবে। আর এই কাজ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) মারফত খবর মিলেছে যদি কোন ব্যক্তির কাছে নির্দিষ্ট তারিখের পর এই নোট পাওয়া যায় অথবা বাজারে এই ধরনের নোটের লেনদেন দেখা যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। অর্থাৎ ৩০শে সেপ্টেম্বরের পর সরকারিভাবে এই নোট আর ব্যবহার করা যাবেনা। যদিও আরও মাস খানেক আগে থেকেই এখন এই নোট আর কেউ নিতে চাইছেন না।
আরও পড়ুন, পোষ্ট অফিসের 10 টি নতুন সঞ্চয় প্রকল্প। গরীব মানুষের জন্য বেশি সুদ।
গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাংকের এই ২০০০ টাকার Bank notes rs 2000 Exchange Last Date পরিবর্তন সম্পর্কে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস কর্তৃক তার কলকাতা ডিভিশনের মেমো নম্বর S114/00-08-002/2023-2024 dated 23.05.2023 এর উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিই পশ্চিমবঙ্গ সরকার এর অর্থ দপ্তরের মারফত পুনরায় প্রকাশ করা হয়েছে।
LIC এই নতুন পলিসিতে সর্বকালের সেরা রিটার্ন দিচ্ছে, আজই বিনিয়োগ করুন।
বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) জানিয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি অর্থ দপ্তর এর পক্ষ থেকে যেসমস্ত Bank note Bulk Tender গুলি গ্রহণ করা হবে রিজার্ভ ব্যাংক তাদের নিজস্ব অ্যাকাউন্টে সেগুলিকে ক্রেডিট করার কোন সীমা ছাড়াই গ্রহণ করবে। তবে এ ব্যাপারে রিজার্ভ ব্যাংককে আগে থেকে অবগত করতে হবে। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এই দিকেও ধ্যান দিতে বলা হয়েছে যাতে রাজ্যের মানুষ ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেন।
Written by Nabadip Saha.