Personal Loan vs Mutual Funds Loan: হঠাৎ টাকার দরকার হলে কোথায় আবেদন করবেন? সহজ শর্তে ব্যাংক ঋণ কোথায় পাবেন?
Personal loan Vs Mutual Fund Loan
পার্সোনাল লোন না মিউচুয়াল ফান্ড লোন (Personal Loan Vs Mutual Funds Loan) এই দুটির মধ্যে কোনটা আপনার জন্য সবথেকে ভালো হবে সেই বিষয়ে অনেকেই জানেন না। হঠাৎ করে টাকার দরকার হলে বেশিরভাগ মানুষই পার্সোনাল লোন নিয়ে থাকেন। তবে জেনে রাখুন, আপনি আপনার প্রয়োজন অনুসারে মিউচুয়াল ফান্ড লোন নিতে পারবেন। এই লোন নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলি মনে রাখতে হবে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
Personal loan Vs Mutual Funds Loan
কোন জায়গা থেকে লোনের আবেদন করার আগে খুঁটিনাটি বিবরণগুলো জেনে নেওয়া জরুরি। যা দেখা যায় বেশিরভাগ মানুষই পোস্ট অফিস বা ব্যাংক থেকে পাসওয়ার্ড পার্সোনাল লোন নিয়ে থাকেন। পার্সোনাল লোনের আবার ক্ষেত্রে বেশ কিছু জটিলতাও থাকে। অনেক নথিপত্র জমা করতে হয় ফর্ম ফিলাপ করতে হয় ইত্যাদি। তবে মিউচুয়াল ফান্ড লোনের ক্ষেত্রেও অবশ্যই কিছু নিয়ম কানুন রয়েছে। যা ঋণ গ্রহণকারীর জেনে নেওয়া জরুরি।
মিউচুয়াল ফান্ড লোন নেওয়া কতটা সুবিধাজনক?
মিউচুয়াল ফান্ড টাকা বিনিয়োগ করার জন্য সকলের কাছে পরিচিত। কিন্তু অনেকেই জানেন না যে মিউচুয়াল ফান্ড লোন নেওয়া যায়। আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার দরকারের সময়ে আপনি সেখান থেকে আপনি লোন নিতে পারেন।
পার্সোনাল লোন এর চাইতে মিউচুয়াল ফান্ড লোনের ক্ষেত্রে ঋণ গ্রহণের বিষয়।টি কিন্তু অনেক বেশি সহজতর। অর্থাৎ এই লোন নেওয়া পার্সোনাল লোনের থেকে অনেক বেশি সহজে হয়ে থাকে। আসলে প্রধান বিষয়টি হল সুদের হার। মিউচুয়াল ফান্ড থেকে আপনি যদি লোন নেন তাহলে তার সুদের হার কম হবে।
বর্তমানে প্রচুর বিনিয়োগকারীর কাছেই মিউচুয়াল ফান্ড নিরাপদ বিনিয়োগের জায়গা। এখানে ঝুঁকি থাকলেও অনেকেই মনে করেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একজন ব্যক্তির আমানতকে দ্বিগুণ করে দেয়। ব্যাংক কিংবা পোস্ট অফিসের তুলনায় অল্প সময়ে টাকা দ্বিগুণ করার জন্য মিউচুয
আপনি যদি লোন নেবেন বলে ঠিক করেই থাকেন তাহলে জেনে নিন, আপনি এখানে দ্রুত নিজের প্রয়োজন অনুসারে টাকা ঋণ পেতে পারেন। তবে অপেক্ষাকৃত সহজে ও তুলনামূলক কম সুদের হারে আপনি লোন নিতে পারেন। তবে অবশ্যই কিছু নিয়ম আপনাকে এখানেও মানতে হবে।
আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন
আরো একটি বিষয় ঋণগ্রহণকারীর জেনে রাখা জরুরী, যদি একজন ব্যক্তি মিউচুয়াল ফান্ড থেকে লোন নিয়ে লোনের টাকা দ্রুত ফেরত দিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি মিউচুয়াল ফান্ড থেকে আপনাকে লোন গ্রহণের সময় সুবিধাও পাবেন। আপনি যদি সঠিক নিয়মকানুন মেনে মিউচুয়াল ফান্ড থেকে লোন নিয়ে তারপর সঠিক সময় মতো সেই লোন সঠিক সময়ে রিটার্ন করে দেন তাহলে পুনরায় লোন পাবেন। প্রয়োজনের সময় আপনার অর্থ নিয়ে চিন্তা করতে হবে না।