PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত। বিনিয়োগ করার আগে অবশ্যই জেনে রাখুন

PPF, SSY Scheme Interest Rate Change

পিপিএফ (PPF) ও সুকন্যা সমৃদ্ধি যোজনার উপভোক্তা সংখ্যা ভারতবর্ষে নেহাত কম নয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে সম্প্রতি গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের পথে সরকার। যার দ্বারা লাখ লাখ উপভোক্তা প্রভাবিত হতে চলেছেন। বিশেষ করে সুদের হারে পরিবর্তন আসতে চলেছে বলা জানা যাচ্ছে।

PPF ও SSY স্কিমে কী পরিবর্তন আসছে?

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (RBI Repo Rate) কম করতে অনেকগুলি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে কম করেছে সুদের হার। আর এবার সেই সূত্র ধরেই বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। আগামী ৩০ জুন সরকার নয়া সিদ্ধান্ত নিতে পারে বলেই জানা যাচ্ছে। আর সেই তালিকায় আসতে চলেছে বেশ কিছু স্কিম। যার মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম পড়ছে।

উল্লিখিত প্রকল্পগুলি মূলত স্বল্প সঞ্চয় প্রকল্পের মধ্যে পড়ে। এই প্রকল্পগুলিতে নতুন করে সুদের হার পর্যালোচনা হতে চলেছে। এই পর্যালোচনা ত্রৈমাসিকে অনুষ্ঠিত হয়ে থাকে। পরবর্তী তিন মাস ধরে এটি প্রযোজ্য থাকবে। এবার পর্যালোচনায়, চলতি বছরের জুলাই মাস থেকে সেপ্টেম্বর ২০২৫-এর জন্য নতুন করে সুদের হার নির্ধারণ করা হতে পারে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF)

ভারতবর্ষের মানুষের কাছে পিপিএফ (PPF) দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি। পরবর্তী পর্যালোচনায় এই প্রকল্পের সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) -এর উপর ব্যাঙ্ক ৭.১ শতাংশ সুদ ধার্য করে রেখেছে। যা গত ৫ দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হারের খুব কাছাকাছি। তবে তার আগে ১৯৭৪ সালের আগস্ট মাসের আগে, পিপিএফ এর সুদের হার দেখা যেত ৭ শতাংশেরও কম।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সর্বাধিক সুদ দিচ্ছে এই পাঁচটি ব্যাঙ্ক। বিনিয়োগ করলে ব্যাপক লাভ

সূত্রের খবর, পিপিএফ এর সুদের হার পরিবর্তন হয়ে ৭.১০ থেকে ৬.৫৭ শতাংশে নেমে আসতে পারে। যা ৫২.৫ বেসিস পয়েন্ট কম। এইরকম পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, সম্ভাব্য সুদ কমার আগে এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন। কারণ সুদের হার কমলে খুব স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা কম রিটার্ন পাবেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)

কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত শিশুকন্যার ভবিষ্যত সুরক্ষার্থে গঠিত হওয়া ওপর একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY). এই প্রকল্পটিতেও সুদের হার বিবেচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু সরকারি প্রকল্পের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করতে পারে সরকার।

আরও পড়ুন: জুলাই থেকে একাধিক ব্যাংকের নিয়ম বদল। সমস্যা থেকে বাঁচতে এখনই জেনে নিন

উপসংহার

স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি শেয়ার বাজারের ওঠানামা থেকে দূরে থেকে গ্রাহকদের নিশ্চিত রিটার্ন চান। তাই এই প্রকল্পগুলিতে সাধারণ মানুষের বিনিয়োগ করার আগ্রহ বেশি থাকে। তবে জনপ্রিয় প্রকল্প গুলিতে সুদের হার পরিবর্তন করা হলে আগামী দিনে বিনিয়োগকারীদের ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে।

Related Articles

Back to top button