Investment Tips: 1000 টাকা জমিয়ে কোটি টাকার আমানত গড়ে তুলুন। কোথায়, কিভাবে সঞ্চয় করবেন? বিনিয়োগের কৌশল জেনে নিন
Investment Tips To Become A Millionaire
বর্তমানে প্রত্যেকটি মানুষ নিজ অর্থের বিনিয়োগ (Investment) নিয়ে চিন্তিত। সঞ্চয় নিয়ে ভাবনা রয়েছে সবারই। ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড সর্বত্র নিজেদের অর্থ সঞ্চয় করার লাভজনক স্কিম দেখছেন। কিন্তু অনেকেই যেটা জানেন না, সেটা হল একটি সিক্রেট। যার দ্বারা মাত্র ১০০০ টাকা জমিয়ে আপনি এক কোটি টাকার আমানত গড়ে তুলতে পারবেন।
Best Investment Tips 2025
সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করেন প্রত্যেক বাবা, মায়েরাই। নিজেদের অবসর জীবনে নিশ্চিন্ত থাকার জন্যও আগের থেকে সঞ্চয় নিয়ে ভাবতে হয়। এমন কোন জায়গায় সঞ্চয় করলে পরে গিয়ে মোটা অংকের রিটার্ন আসবে সেটাই বিনিয়োগের কৌশল। আজকে আমরা আলোচনা করে নেব ১০০০ টাকা জমিয়ে কিভাবে কোটিপতি হতে পারবেন সেই বিষয়ে।
মাত্র ১০০০ টাকা জমিয়ে কোটিপতি হন!
তবে অনেকেই এটা জানেন না, যদি বুদ্ধি করে বিনিয়োগ করা যায়, তবে আপনার যে আমানত তৈরি হবে, তা নিয়ে ভবিষ্যতে আপনাকে আর চিন্তা করতে হবে না। আমরা আলোচনা করছি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ নিয়ে। যেখানে মাত্র ১০০০ টাকা থেকে সঞ্চয় শুরু হচ্ছে আর সেটি সময়ের সঙ্গে কোটি টাকায় পৌঁছাচ্ছে। কিন্তু প্রশ্ন হল কোন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করবেন? এবার সেটাই জেনে নেওয়া যাক।
টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডে বিনিয়োগ
আপনি যদি টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডে টাকা সঞ্চয় করেন তাহলে নিয়মিত ছোট অঙ্কের সঞ্চয় করে দীর্ঘমেয়াদে একটি বৃহৎ তহবিল তৈরি করতে পারবেন। এই টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডে কেউ ৩০ বছর ধরে যদি প্রতি মাসে ১০০০ টাকা করে এসআইপি করেন, তাহলে এক সময় আজকে তার মূল্য দাঁড়াবে ১.০২ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন: মাত্র 50 টাকা বিনিয়োগ করলে লাখ টাকার রিটার্ন! মালামাল হতে ভরসা পোস্ট অফিসের এই স্কিম
বিনিয়োগে কত রিটার্ন মিলবে?
টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ড চালু হওয়ার পর থেকে রিটার্ন দিচ্ছে ভালই। এটি গড়ে ১৩.২৩ শতাংশ বার্ষিক রিটার্ন দেয়। একই সময়ে আপনি যদি এসআইপি করেন, তাহলে তার মাধ্যমে বার্ষিক রিটার্ন হবে ১০ বছরে ১৪.৯১ শতাংশ। আর ২০ বছরে ১৬.৫১ শতাংশ। এছাড়া, ৩০ বছরে রিটার্ন আসবে ১৭.৯২ শতাংশ। এর অর্থ, ৩০ বছর আগে কেউ যদি এখানে এককালীন ১,০০,০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আজ বিনিয়োগ পৌঁছবে ৪১.৫৮ লক্ষ টাকায়।
উপসংহার
তাহলে বুঝতেই পারছেন নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করে একেবারে মোটা অংকের আমানত তৈরি করা এভাবেই সম্ভব হবে। বিশেষ করে যদি আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে এই পদক্ষেপ আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে। তাহলে আর দেরি কেন? বিনিয়োগের কৌশল জেনে গিয়েছেন এবার শুরু করুন আপনার মতো করে বিনিয়োগ।