DA: রাজ্যের সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী চালু করছেন ডিএ-শ্রী! এবার কি তবে মিলবে বকেয়া ডিএ, প্রত্যাশিত মহার্ঘ ভাতা?

DA-Shree In West Bengal

DAপশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ (DA) তথা মহার্ঘ ভাতা ইস্যু নিয়ে সোচ্চার হয়েছেন। তাঁরা বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি তুলে আসছেন অনেকদিন ধরেই। বাংলার সরকার সেই দাবি শুনতে নারাজ। অতএব রাজ্য সরকারি কর্মীরা একজোট হয়ে আদালতে দায়ের করেছেন মামলা। যদিও সেই মামলার কিনারা হয়নি এখনো। এরই মাঝে শোনা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে চলেছেন ডিএ-শ্রী! তাহলে কি এবার সরকারি কর্মীদের দাবি পূরণ হবে?

What Is DA-Shree?

বাংলার সরকারি কর্মীদের মধ্যে অনেকেই মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির বিলম্বের কারণে চাপের সম্মুখীন হচ্ছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় দিনের পর দিন ডিএ বৃদ্ধির অপেক্ষায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছেনা, কবে সরকারি কর্মীদের প্রত্যাশিত ডিএ মিলবে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়ার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।


রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি! সঙ্গে DA বাড়ানো নিয়েও সুখবর

ডিএ-শ্রী চালু হলে কী উপকার পাবেন?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে। তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সমান হারে ডিএ দেওয়ার দাবি জানাচ্ছেন। এদিকে, পঞ্চম পে কমিশন অনুসারে কর্মীদের ডিএ দেওয়া উচিত ছিল। না এখনো পর্যন্ত সমাধান হয়নি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন ভিত্তিতে ডিএ পাচ্ছেন মাত্র ১৪% হারে। তবে সেই তুলনায় কেন্দ্রের যারা সরকারি কর্মী তাঁরা অনেক বেশি ডিএ পাচ্ছেন। বর্তমানে তাঁদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫৩%।

আর এই পার্থক্য বাংলার সরকারি কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলতে থাকা বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আর এর ফলে বর্তমানে কর্মীরা আরও অসহায় বোধ করছেন। আর এমতবস্থায় বাংলায় মহার্ঘ ভাতা আন্দোলনের নেতা নির্ঝর কুণ্ডু বলেছেন, কর্মীদের জন্য নাকি অতি শীঘ্রই একটি নতুন উদ্যোগ শুরু করা হবে, যার নাম হল “ডিএ-শ্রী”।

এর পাশাপাশি, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহার্ঘ ভাতা সংক্রান্ত বকেয়া মামলায় বিলম্বের সমালোচনা। তিনি উল্লেখ করেছেন যে, বর্তমানে ভারতের অনেক রাজ্য কর্মচারীদের সর্বভারতীয় মূল্য সূচক অনুসারেই ডিএ দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ তা করতে কার্যত ব্যর্থ। এর ফলে বাংলার কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন তারাও।

ডিএ বৃদ্ধি না হলেও বাংলার সরকারি কর্মীদের বেতন বাড়ল। অ্যাকাউন্টে ঢুকবে 16,000 টাকা। বিজ্ঞপ্তি জারি সরকারের

এমন পরিস্থিতিতে, সরকারি কর্মীদের জন্য উন্নত ডিএ দাবিতে লড়াই করা সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সম্প্রতি ঘোষণা করেছে যে তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। আগামী ২৭ জানুয়ারী, তারা একটি বড় বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছে। বিশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ শুরু হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। আর তারপর শহীদ মিনারের নিচে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button