IWLF Recruitment 2022 -প্রকাশিত হলো ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনে বিভিন্ন শূন্যপদে 1 লক্ষ টাকা বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি।

IWLF Recruitment 2022 –
জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি বড় সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের (IWLF Recruitment 2022) তরফে একাধিক শূন্যপদে চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি। ভারতের যে কোন জায়গা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারবেন এই পদগুলিতে আবেদন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।

১) শূন্যপদের নাম- ফিজিওথেরাপিস্ট।
শূন্যপদ সংখ্যা- ২টি। (IWLF Recruitment 2022)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপিতে পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা- যেকোনো জায়গায় অন্তত তিন বছরের জন্য ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

২) শূন্যপদের নাম- বায়োমেকানিস্ট। (IWLF Recruitment 2022)
শূন্যপদ সংখ্যা- ১টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের অথবা বিদেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বায়োমেকানিক্স / বায়োফিজিকস/ এনটিপি বায়োমেকানিক্স/ স্পোর্টস সাইন্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা- সরকারি বা বেসরকারি স্বীকৃত যেকোনো কোনও রাজ্য/ জাতীয় স্তরের ক্রীড়া সংস্থায় দল বা খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা।

৩) শূন্যপদের নাম- স্ট্রেন্থ এবং কন্ডিশনিং এক্সপার্ট।
শূন্যপদ সংখ্যা- ১টি। (IWLF Recruitment 2022)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই স্পোর্টস এবং এক্সারসাইজ সায়েন্স/স্পোর্টস সায়েন্স/স্পোর্টস কোচিং বা এএসসিএ লেভেল-১ বা তার উপরে যে কোনও গ্র্যাজুয়েট/সিএসসিএস/ইউকে এসসিএ স্বীকৃত কোচ/ফিটনেস ট্রেনিং-এ ডিপ্লোমা বা সরকারি প্রতিষ্ঠান থেকে ফিটনেস ট্রেনিং-এর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা- সরকারি বা বেসরকারি স্বীকৃত যেকোনো কোনও রাজ্য/ জাতীয় স্তরের ক্রীড়া সংস্থায় দল বা খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

৪) শূন্যপদের নাম- নিউট্রিশনিস্ট। (IWLF Recruitment 2022)
শূন্যপদ সংখ্যা- ১টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এমএসসি (ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স)/ এম.এসসি. (ফুড সায়েন্স এবং নিউট্রিশন)/ এম.এসসি. (ফুড এবং নিউট্রিশিয়ান ডায়েটেটিক্স) ডিগ্রি থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা- নিউট্রিশনিস্ট হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

ষ্টেট ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট ও পেনশন অ্যাকাউন্ট থাকলে, বিনামূল্যে মিলবে অনেক সুবিধা

৫) শূন্যপদের নাম- সাইকোলজিস্ট।
শূন্যপদ সংখ্যা- ১টি। (IWLF Recruitment 2022)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। এছাড়াও মাসায়ার প্রোগ্রামে/মাসাজ/মাসাজ থেরাপি/স্পোর্টস মাসায়ারের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
কাজের অভিজ্ঞতা- সাইকোলজিস্ট হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

৬) শূন্যপদের নাম- মাসায়ার। (IWLF Recruitment 2022)
শূন্যপদ সংখ্যা- ১টি (শুধুমাত্র মহিলারা করতে পারবেন আবেদন।)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই কোনও স্বীকৃত ভারতীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজি/অ্যাপ্লাইড সাইকোলজি/ডেভেলপমেন্টাল সাইকোলজি/চাইল্ড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা- সরকারি বা বেসরকারি স্বীকৃত যেকোনো কোনও রাজ্য/ জাতীয় স্তরের ক্রীড়া সংস্থায় দল বা খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এই পদের জন্য।

কত টাকা ডিএ পেতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীরা, নবান্ন কি হিসেব দিলো

আবেদন পদ্ধতি-
১) ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://iwlf.in/ ওপেন করতে হবে। (IWLF Recruitment 2022)
২) এরপর এই https://docs.google.com/forms/d/1xgTTMwNKP4SY-tqp1fUXK_5Za7r-e1uQYr_LW3divBo/edit লিংকে ক্লিক করতে হবে।
৩) নিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্র পূরণের পর জমা দিতে হবে।
৪) এরপর আবেদনপত্রের একটি কপি ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখতে হবে।

আবেদনপত্র পূরণের শেষ তারিখ- ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আগামী ৭ জুলাই, ২০২২ তারিখে বিকেল ৫ টা পর্যন্ত করতে পারবেন অনলাইনে আবেদন।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে এখানে (IWLF Recruitment 2022)
ক্লিক করুন
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

উচ্চ মাধ্যমিক পাশ? বার্ষিক 50,000 টাকার স্কলারশিপের জন্য করুন আবেদন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button