Jio 5g Plans – কারা পাবেন এই সুবিধা?
পরীক্ষামূলকভাবে ভারতে চালু হল 5G পরিষেবা চালু হওয়ার সাথে Jio 5g Plans এ দুর্দান্ত সুবিধা মিলল। গত ১ অক্টবর দেশে এই পরিষেবা চালু করা হয়েছিল। গত 5 অক্টবর অর্থাৎ বুধবার থেকে দেশের ৪ টি জায়গায় চালু হয়েছে এই উন্নত পরিষেবা। সে অনুযায়ী বিনামূল্যে ব্যবহার করা যাবে 5G পরিষেবা।
সবেমাত্র দুর্গাপুজো শেষ হয়েছে। আর কয়েকদিন বাদে দীপাবলী। তার আগে জিও দিচ্ছে ধামাকা অফার। বিনামূল্যে গ্রাহকেরা 5G এর মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিতে পারবেন। তার জন্য অবশ্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। বর্তমানে এই পরিষেবা শুধুমাত্র কলকাতা, দিল্লি, মুম্বাই ও বারানসীতে চালু হয়েছে।
নবান্ন থেকে রাতারাতি SSC, TET চাকুরিপ্রার্থীদের দিলো নির্দেশিকা। বিশদে দেখুন
রিলায়েন্স জিও এর কর্তৃপক্ষের তরফে প্রেস রিলিজে জানানো হয়েছে, জিও এর তরফ থেকে গ্রাহকদের ‘ওয়েলকাম অফার’ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা উন্নত স্পিডে ডেটা ব্যবহার করতে পারবেন। এর জন্য আলাদাভাবে কোনো প্ল্যান রিচার্জ করতে হবে না। 4G প্ল্যান রিচার্জ করা থাকলেই এই সুবিধা পাওয়া যাবে।
কারা পাবেন এই সুবিধা?
তবে এই অফার সকল গ্রাহকেরা পাবেন না। গ্রাহকদের একটি 5G হ্যান্ডসেট থাকতে হবে। এছাড়াও সিম পরিবর্তন করতে হবে না। সিম নিজে থেকেই ‘Jio True 5G’-তে আপগ্রেড হয়ে যাবে। এরপর বিনামূল্যে 1 Gbps পর্যন্ত Jio 5g Plans এর মতো স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
পোস্ট অফিস এর এই স্কিমে 3 বছরে মিলবে 10 লাখ টাকার বড় রিটার্ন