Holiday 2023 – রাজ্যে ফের ছুটি ঘোষণা। বন্ধ স্কুল ও অফিস। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ।
পশ্চিমবঙ্গের স্কুলে আবার ছুটির বিজ্ঞপ্তি (Holiday Announcement) প্রকাশিত হলো। যার জেরে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। কি কারনে ছুটি হলো, কোন দিন ছুটি থাকবে? কাদের জন্য এই ছুটি, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, জেনে নিন, বিস্তারিত।
West Bengal School Holiday 2023
চলতি মাসে বিভিন্ন উৎসবের কারণে ইতিমধ্যেই একাধিকবার ছুটি (Holiday) পেয়েছেন রাজ্যের স্কুল পড়ুয়া থেকে শুরু করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা পর্যন্ত। এই সব ছুটিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, শিক্ষক দিবস, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী ইত্যাদি। এছাড়াও গত ৮ থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী দিল্লিতে G20 দেশগুলির শীর্ষ সম্মেলন থাকার কারণে ওখানকার সমস্ত স্কুল, কলেজ ও কিছু অফিস – কাছারি বন্ধ রাখা হয়েছিলো।
তবে এছাড়াও অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘোষণা করা হয়েছে আরও একটি বিশেষ ছুটির। যার ফলে আরও একদিন অতিরিক্ত কাজ থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যের ছাত্রছাত্রী ও সরকারি কর্মচারীরা। নবান্নের তরফে এর আগেই এই বিষয়ে একটি প্রস্তাব দাখিল করা হয়েছিল। আর এবার এই ছুটির প্রসঙ্গে সম্মতি জানাল রাজ্য সরকার।
গত ১১ ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে নবান্নের এক বৈঠকে একটি বিশেষ উৎসবের কারণে ছুটির প্রস্তাব দেওয়া হয়। এটি হল করম পূজার ছুটি। আগামী ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখেই রয়েছে এই পূজো। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর মারফত গত ২০২২ সালের ২১ শে অক্টোবর তারিখেই আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য সারা বছরব্যাপী সমস্ত ছুটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। যদিও বাম সমর্থিত শিক্ষক সংগঠনের তরফ থেকে দুদিন আগেই এই ছুটি (Holiday) স্কুলে বাতিল হবে বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছিল। আর এই Holiday বিজ্ঞপ্তি প্রকাশের পর সেই বিভ্রান্তি আর রইলো না। ছুটি থাকছে সরকারি স্কুল ও।
যে তালিকা অনুযায়ী মোট ২৪টি ছুটির কথা ঘোষণা (Holiday) করা হয়েছিল সমগ্র বছরে। এছাড়াও Negotiable Instrument Act অনুসারে রবিবার দিনগুলিতে স্বাভাবিকভাবে ছুটি থাকে সবকিছু। তবে সেই তালিকায় এই ছুটিটিকে অন্তর্ভুক্ত করা হয়নি। তখন জানানো হয়েছিল এই উৎসবের জন্য সেদিন স্কুল-কলেজ ও অফিস, কাছারি গুলি সেদিন পূর্ণ দিবস বন্ধ না রেখে হাফ ছুটি দেওয়া হবে।
কিন্তু গত ১২ ই সেপ্টেম্বর নবান্নের কার্যালয়ে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি ভাবছেন যদি এই পূজার দিন রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কিছু সরকারি অফিস গুলিকে পূর্ণাঙ্গ ভাবে ছুটি দেওয়া যায়। তবে সেদিন বৈঠকে অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কারণে এটিকে আর গুরুত্ব দেওয়া হয় নি। তবে আজ আবার এই বিষয় সম্পর্কেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন মারফত।
আরও পড়ুন, PNB গ্রাহকদের বিরাট সুখবর। একাউন্ট থাকলেই পাবেন এই সুবিধা। খুশি কোটি গ্রাহক।
আর এতে চূড়ান্ত রায় দিয়ে রাজ্য সরকার জানিয়েছে যে আগামী ২৫ শে সেপ্টেম্বর এই করম পূজা উপলক্ষে বন্ধ থাকতে চলেছে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু সরকারি অফিস।
তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সমস্ত ধরনের অফিস কিন্তু বন্ধ রাখা হবে না এই দিন।
PNB গ্রাহকদের বিরাট সুখবর। একাউন্ট থাকলেই পাবেন এই সুবিধা। খুশি কোটি গ্রাহক।
যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র যেমন দমকল বিভাগ, পুলিশ প্রশাসন বিভাগ, হাসপাতাল ইত্যাদি কিছুই বন্ধ থাকবে না সেই পূজা উপলক্ষে। তবে এগুলি বাদে অন্যান্য বিভিন্ন ক্ষেত্র যেমন স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সাধারণ অফিস কাছারি গুলি অবশ্যই বন্ধ থাকতে চলেছে সেদিন।
Written by Nabadip Saha.
এমনিতেই এত পড়ুয়ার পড়ায় মন বসতে চাইছে না ,পুজোর প্যান্ডেল চারিদিকে। একটা পুজোর পুজোর গন্ধ আমাদের সবার বাঙালির মনে লাগছে তাই ,এই সময়টাকে উপভোগ করা দরকার। আকাশে ডানা মেলা দরকার,। যাতে তারা বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে একদম যেন প্রকৃতিকে দেখতে পায়। বাস্তবটা তাদেরও বোঝার অধিকার আছে। মনে রেখো বন্ধু ,মনে রেখো তোমরা ব্যস্ত থাকবে তোমরা সবাই কিন্তু আমি ব্যস্ত থাকবো সেই প্রকৃতি আর আমার নিজের জীবনকে নিয়ে ….🏃🏃🏃