Corporation Recruitment 2022- কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রায় ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ১৩ হাজার।
Corporation Recruitment – জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর (Corporation Recruitment)। ইতিমধ্যেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি জানতে গেলে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।
নিয়োগ পদের নাম– কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Urban)।
মোট শূন্যপদের সংখ্যা – ২৮৫ টি (UR -১৫৮ টি, ST -২৭ টি, SC-৪৩ টি, OBC A-৩৩ টি, OBC B-২৪ টি)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীদের ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন ইনস্টিটিউট থেকে ANM/GNM কোর্স পাশ করতে হবে। (Corporation Recruitment)
EPFO অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে অবশ্যই করুন এই কাজটি
বয়সসীমা– ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী, নূন্যতম বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদনের লিংক নিচের দেওয়া হয়েছে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে তা পূরণ করতে হবে। সাথে জমা দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। তারপর সেটি একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। (Corporation Recruitment)
আবেদনপত্র পাঠানোর ঠিকানা– Chief Municipal Health Officer/ Secretary,
Kolkata City NUHM “CMO Bldg, 5, S.N Banarjee Road, Kolkata- 700013.
আবেদনের শুরু ও শেষের তারিখ – আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ আগামী ১০ আগষ্ট, ২০২২ তারিখ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষের তারিখ আগামী ২০ আগষ্ট, ২০২২. (Corporation Recruitment)
বাড়িতে বেকার বসে না থেকে অনলাইনে দিনে একঘন্টা অনলাইনে কাজ করে মাসে 20 হাজার টাকা নিশ্চিত আয় করুন
প্রয়োজনীয় নথিপত্র –
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৬) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
বেতন- মাসিক ১৩,০০০ টাকা।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.