Kolkata Fatafat Tips – কোলকাতা ফটাফট জেতার গোপন উপায়। এইভাবে অনলাইন লটারি খেললেই জেতা নিশ্চিত।
আমাদের দেশে বিভিন্ন ধরণের লটারি প্রচলিত রয়েছে। এই সমস্ত লটারির টিকিট (Kolkata Fatafat Tips) আমরা প্রায়শই কিনে খেলে থাকি। কিন্তু প্রথাগত এই সমস্ত লটারি খেলা গুলিতে পুরস্কারের সম্ভাবনা থাকে অনেক কম। সেই কারণেই বেশিরভাগ সময় হতাশ হতে হয় আমাদের। তবে আজ যে লটারির ব্যাপারে আমরা এখানে জানাতে চলেছি, সেখানে একবার যদি কায়দা করে ঠিক নাম্বারটি বের করে নিতে পারেন তাহলে আপনি জিততে পারেন জ্যাকপট পুরস্কার।
Kolkata Fatafat Tips in Bengali
কলকাতা ফটাফট লটারি
সম্প্রতি কলকাতা ফটাফট নামে একটি লটারি খেলা ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সাট্টা মটকা লটারির নাম তো অনেকেই শুনেছেন। এটি আগে প্রচলিত ছিল যা এখন বন্ধ হয়ে গিয়েছে। তবে এই লটারির অনুকরণেই তৈরি করা হয়েছে বর্তমানে এই কলকাতা ফটাফট লটারি খেলাটি। আগে এই সাট্টা মটকা খেলা হতো হাতে কলমে। অন্যান্য লটারি খেলার মত এতেও ঝুঁকির পরিমাণ কম ছিল না।
বেশিরভাগ সময়ই বাজি ধরে গচ্ছা যেত গাদা গাদা টাকা। আর স্বাভাবিকভাবে মানুষেরা লোভের বসে পড়ে আরো বেশি করে বাজি ধরত। আর একের পর এক বাজি ধরে ক্রমশ সর্বস্বান্ত হয়ে পড়তেন তারা। তবে বর্তমানে এই যে কলকাতা ফটাফট লটারি চালু হয়েছে, তাতেও যে পুরস্কার জেতার নিশ্চিত (Kolkata Fatafat Tips) সম্ভাবনা রয়েছে তা একেবারেই না। কিন্তু আপনি যদি কায়দা করে পুরস্কার পাওয়া টিকিটের নম্বরটি খুঁজে পেয়ে যান তাহলেই কেল্লাফতে। এখানে কিভাবে সহজ উপায়ে এই নম্বর খুঁজে পাবেন সেই বিষয়ে আমরা নীচে আলোচনা করব।
Kolkata Fatafat Result
কিভাবে খেলা হয়?
সদ্য চালু হওয়া এই কলকাতা ফটাফট লটারি খেলাটি সাট্টা মটকা লটারির (Kolkata Fatafat Satta) মত হাতে-কলমে হয় না। এটি খেলা হবে অনলাইন মারফত। মানে আমরা অনলাইনে যেমন পোকার, রামি ইত্যাদি বাজি গুলি খেলে থাকি তেমনভাবেই খেলা হবে এই কলকাতা ফটাফট। এই খেলাটি খেলতে গেলে ৯ভ০ একজন ব্যক্তিকে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৭০ বছর বয়সের মধ্যে হতে হবে।
Kolkata Fatafat Satta
এই কলকাতা ফটাফট লটারির তিনটি ধরনের খেলা (कोलकाता एफएफ फटाफट) হয়। একটি সিঙ্গেল, আর একটি জোড়া এবং আর একটি পাত্তি। যেকোনো ধরনের একটি খেলা আপনি পছন্দ করতে পারেন। এই খেলায় বিভিন্ন ধরনের বাজি রাখা হয়। যেমন কখনো ৪ টি বাজি খেলা হয় আবার কখনো ৮ টা।
Kolkata FF Fatafat Result
কলকাতা ফটাফট লটারি সপ্তাহে ৭ দিনই খেলা হয়। এর মধ্যে রবিবার ৪ টি রাউন্ডে বাজি ধরা হয়। তবে অন্যান্য দিনগুলিতে আবার কখনো কখনো ৮ টি রাউন্ডেও বাজি ধরে খেলা হয়। প্রথম বাজি: সকাল 10.30 মিনিট, দ্বিতীয় বাজি: সকাল 11.30 মিনিট, তৃতীয় বাজি: দুপুর 1 টা, চতুর্থ বাজি: দুপুর 2.30 মিনিট, পঞ্চম বাজি: বিকেল 4 টে, ষষ্ঠ বাজি: সন্ধ্যা 5.30 মিনিট, সপ্তম বাজি: রাত 7 টা, অষ্টম বাজি: রাত 8.30 মিনিট।
Kolkata Fatafat Tips
Kolkata FF 2023 লটারি খেলার একটি নির্দিষ্ট পদ্ধতি (Kolkata Fatafat Tips) আছে। প্রথমে বুকির কাছে আপনাকে বাজি ধরতে হবে। সেখানে আপনাকে দশটি সংখ্যা দেওয়া হবে। 0 থেকে 9 সংখ্যার মধ্যে যেকোনো একটি সংখ্যা বেছে নিতে (Kolkata Fatafat Tips) হবে। এরপর হাতে লেখা একটি স্লিপে আপনার সেই পছন্দ করা নম্বরটি বসাতে হবে। যদি আপনার পছন্দ করা নম্বরের সঙ্গে পুরস্কারের নম্বর মিলে যায় তবেই আপনি পুরস্কার পাবেন। কলকাতা ফটাফট লটারির ফলাফল দিনে সকাল থেকে রাত পর্যন্ত চারবার ঘোষণা হয়।
Kolkata Fatafat Lucky Number
যদি দেখেন যে আপনার নম্বরটি রেজাল্টে দেওয়া আছে তবেই বুকির সঙ্গে যোগাযোগ করুন। বুকি আপনাকে আপনার প্রাপ্য পুরস্কার পাইয়ে (Kolkata Fatafat Tips) দেবে। তবে শেষে একটি কথা, এই খেলায় যথেষ্ট ঝুঁকি রয়েছে এবং এটি আপনার আর্থিক ক্ষতিও করতে পারে। তাই নিজের দায়িত্বের সঙ্গে খেলাটি খেলুন। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কখনোই আপনাকে এই রকম খেলার জন্য উৎসাহিত করে না।
Written by Nabadip Saha.