Krishak Bandhu: কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। কবে ঢুকবে টাকা? কিভাবে চেক করবেন?
WB Krishak Bandhu Scheme
পশ্চিমবঙ্গের কিষানদের জন্য রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu). মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কৃষকদের স্বার্থে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের (Government Scheme) হাত ধরেই রাজ্যে বসবাসকারী কিষানরা আর্থিক সহায়তা পান। আর ভালো ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। নতুন মরশুমে ফের টাকা পাঠানো শুরু হয়েছে।
West Bengal Krishak Bandhu Scheme
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের জন্য পিএম কিষান যোজনা (PM Kisan) প্রকল্প আরম্ভ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। আমাদের রাজ্যে সেইরকম একটি প্রকল্প কৃষক বন্ধু। আর এবার এই রাজ্যে বসবাসকারী কৃষকদের জন্য ভালো খবর এই যে, কিছুদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন। ২০১৯ সালে চালু হওয়া কৃষকবন্ধু প্রকল্পে দুই দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে টাকা পৌঁছে দেওয়া হয়।
রাজ্যের কৃষকদের ভালো খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে খরিফ মরশুম। আর এই মরশুমের জন্য মঙ্গলবার ২৯ জুলাই থেকে সহায়তা প্রদান শুরু হয়েছে। আর এ কথা নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে গত এক মাসে টানা বৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান-সহ রাজ্যের একাধিক অংশের কৃষক সমস্যায় পড়েছেন। রাজ্য সরকারের তরফে এই সহায়তা পেলে তাঁরা সবাই উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন?
মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। মুখ্যমন্ত্রী সেখানে লেখেন, ‘কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে এই রাজ্যের কৃষক ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।’ তিনি আরও লেখেন, “যাঁদের কম জমি রয়েছে, তাঁরাও আনুপাতিক হারে (ন্যূনতম চার হাজার টাকা) সহায়তা পান। এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন।”
আরও পড়ুন: মা, বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশেষে বাড়ছে? ২১ জুলাই মঞ্চ থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
এরপর বলা হয়েছে, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২,৯৩০ কোটি টাকা সরাসরি পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে চলতি বছরের শেষ দিকে রবি মরশুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে।’ অর্থাৎ খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন কৃষকরা।
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার একাউন্টে টাকা এলে আপনি সেখান থেকে জেনে যেতে পারবেন। টাকা পেতে কত দেরি হবে সেই সম্পর্কিত তথ্যও পেয়ে যাবেন।
আরও পড়ুন: ৫টি প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার। আবেদন করলেই পাবেন
উপসংহার
এখনো পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পে মোট ২৪,০৮৬ কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে গিয়েছে। অনেক কৃষক প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। আপনারা যারা এই প্রকল্প সম্পর্কে আরো জানতে চান, তাঁরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন।