KTH Scholarship

KTH Scholarship এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই স্কলারশিপ পেতে আবেদন করলেই মিলবে ভালো টাকার স্কলারশিপ। 2 বছরের পড়াশোনার জন্য সম্পূর্ণ খরচ চালাবে এই সংস্থা। কিভাবে আবেদন করলে পাওয়া যাবে এই বিশেষ স্কলারশিপ, তা আজকের প্রতিবেদনে আলোচনায় জেনে নেওয়া যাক।

Advertisement

KTH Scholarship 2022 এর আবেদনে শেষ সুযোগ কাজে লাগান।

KTH Scholarship এর আয়োজন করেছে KTH Royal Institute of Technology নামক একটি সংস্থা। এই ক্ষেত্রে আবেদন করার জন্য শেষ তারিখ 16.01.2023 তারিখ। শুরু হয়েছে গত 01.12.2022 তারিখে। নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলে আর আবেদন পত্র গ্রহণ করা হবে না। তাই আর দেরি না করে যারা যারা এই আবেদন এর যোগ্য, তারা খুব তাড়াতাড়ি এই আবেদন করে ফেলুন।

যে সকল ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য অর্থাৎ স্নাতক পরবর্তী মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে চান, তারাই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, মোট আবেদন কারীদের মধ্যে 2 জনের 2 বছরের সমস্ত পড়াশোনার খরচ চালাবে এই সংস্থা। কি কি যোগ্যতা থাকলেই আবেদন করা সম্ভব তা জেনে নেওয়া যাক।

Ads

ভারতে বন্ধ হয়ে গেল SC, ST, OBC Minority Scholarship. সমালোচনার ঝড় দেশ জুড়ে!

প্রথমেই তাকে ভারতীয় হতে হবে। ভারতবর্ষের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকা সরকার। টিউশন ফি দিতে হয়, এমন কোন একটি করসে পড়াশোনা করতে হবে। এরপর KTH Scholarship নাম দিয়ে গুগলে সার্চ করলেই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন পাঠালেই তা সংস্থা গ্রহণ করবে।

Advertisement

আবেদনের ক্ষেত্রে পড়ুয়ার পড়াশোনার মান যাচাই করা হবে তার রেজাল্ট বিশ্লেষণ করেই। এছাড়া নিজের কোন রকমের প্রতিভা থাকলে সেগুলির ওপরেও দেওয়া হবে বিশেষ নজর। সংস্থার ঠিকানা, কাস্টমার কেয়ার নাম্বার এবং মেইল অ্যাড্রেস দেওয়া হচ্ছে। প্রয়োজনে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। KTH Royal Institute of Technology, SE-100 44, Stockholm, Sweden. Phone No- ( +46) 8 790 60 00 এবং ই-মেইল আইডি হলো – freesandscholarships@kth.se

Advertisement

হাতে মাত্র 9 দিন, এমাসেই আবেদন করা যাচ্ছে এই 3 টি নতুন স্কলারশিপে।

এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে জানার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়া স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য প্রতিবেদন দেখে নিতে পারেন। এছাড়া চাকরি, ব্যবসা, টেলিকম অফার, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রকল্পের বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Ads
Advertisement
3 thoughts on “KTH Scholarship আবেদন করলেই মিলবে 2 বছরের পড়াশোনার খরচ। কিভাবে আবেদন করবেন, দেখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *