Lakshmir Bhandar: ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে? টাকা না পেলে কি করতে হবে জেনে নিন
Lakshmir Bhandar Payment Update
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি জনকল্যাণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার স্কিম (Lakshmir Bhandar). রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি প্রকল্পটির মাধ্যমে লাখ লাখ মহিলার মুখে হাসি ফুটিয়েছেন। 2021 সালে চালু হওয়ার পর থেকে সারা রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এই প্রকল্প। মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে কামাল করেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আশা করা যায়, আগামী মাসগুলিতেও এই প্রকল্পটি লাখ লাখ মহিলাদের উপকৃত করবে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবেন (Lakshmir Bhandar Payment) এবার জেনে নেওয়া যাক।
WB Lakshmir Bhandar Scheme
পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রকল্পগুলির মধ্যে একটি অবশ্যই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). বর্তমানে এই প্রকল্প মহিলাদের অনুদান হিসেবে মাসে মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা প্রদান করে থাকে। রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার স্কিমে যারা আবেদন জানাবেন তাঁদের প্রতি মাসে নির্দিষ্ট তারিখে সরাসরি ব্যাংক একাউন্টে আর্থিক সাহায্য পাঠানো হয়। ইতিমধ্যে প্রচুর মহিলা রাজ্য সরকারের এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিয়েছেন।
আগামী দিনে আরও অনেকেই এখানে নাম নথিভুক্ত করবেন। তবে সকলের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। যেহেতু ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, তাই এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে মিলবে, তাই নিয়ে অনেকেই ভাবছেন। টাকা না পেলে কি করতে হবে তাও চিন্তা করছেন। আর সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই প্রতিবেদন। আসুন ডিটেলসে জেনে নেওয়া যাক।
ডিসেম্বরে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন?
রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা প্রত্যেক মাসে নিয়ম করে নির্দিষ্ট তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যায়। চলতি মাসের ক্ষেত্রেও তাই হবে। সময়ের মধ্যেই টাকা পেয়ে যাবেন উপভোক্তারা। প্রতি মাসের মতোই এইমাসেও রাজ্যের ২৫ বছরের বেশি মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে। খুব সম্ভবত মাসের প্রথম সপ্তাহে অথবা ২ থেকে ১০ তারিখের মধ্যেই সকলের একাউন্টে এই টাকা ধীরে ধীরে ক্রেডিট হয়ে যাবে। তবে যদি আপনার একাউন্টে টাকা সঠিক সময়ের মধ্যে না আসে, তাহলে আপনি দুয়ারে সরকার শিবিরে গিয়ে আপনার সমস্যার কথা জানাতে পারেন। অথবা স্থানীয় পঞ্চায়েত কিংবা পৌরসভা অফিসে গিয়েও নিজের সমস্যার কথা জানিয়ে তার সাপেক্ষে সমাধান পেতে পারেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে?
অনেকদিন ধরেই কথা হচ্ছে যে, খুব শীঘ্রই হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। তবে এখনো পর্যন্ত সরকারের তরফে সরাসরি কিছুই জানানো হয়নি। চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা দ্বিগুণ করেছিল। আর সেটাই ছিল মাস্টারস্টোক। নির্বাচনে উল্লেখযোগ্য সফলতা পায় শাসক দল। তবে এবার সাম্প্রতিক মাসগুলিতে, লক্ষ্মীর ভান্ডার স্কিমের অধীনে মাসিক ভাতার পরিমাণ বাড়বে বলে চারিদিকে আলোচনা হচ্ছে। সূত্রের খবর, সরকার ফের টাকা বাড়াতে পারে, বিশেষত আসন্ন ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মহিলাদের জন্য চালু হল গৃহলক্ষ্মী যোজনা! প্রতিমাসে পাবেন 2000 টাকা।
এটা অনুমান করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার স্কিমের অধীনে মহিলাদের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে ভাতা বাড়তে পারে। আর যদি তাই হয়, তবে রাজ্য সরকারের জন্য মহিলা ভোটারদের কাছ থেকে সমর্থন অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। এই প্রকল্প বিশেষভাবে সমাদৃত পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলে। তবে সারা রাজ্যের মহিলারা অপেক্ষায় আছেন রাজ্য সরকারের তরফে নতুন ঘোষণা শোনার জন্য।