Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল! মাসে মাসে পাবেন 2000 টাকা! নতুন করে আবেদন জানান

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতিমাসে পাবেন ২০০০ টাকা।

পশ্চিমবঙ্গের মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। স্কিমটি নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে, এই সরকারি প্রকল্প (Government Scheme) লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। এবার থেকে ১০০০ টাকা নয় বরং ২০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন এই রাজ্যের মহিলারা।

Lakshmir Bhandar Scheme 2024

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar Scheme) চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। বর্তমানে মহিলারা প্রত্যেক মাসেই নিজ ব্যাংক একাউন্টে ১০০০ টাকা করে পান। আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১২০০ টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। ১০০০ টাকার পরিবর্তে এবার ২০০০ টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে? আগেই জেনে নিন নতুন আপডেট।

রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের গত কয়েক বছরে আত্মনির্ভরশীল করে তুলেছে। এই প্রকল্পের অর্থ মহিলারা যেমন নিজেদের প্রয়োজনে খরচ করেন আবার অনেকেই রয়েছেন সংসারে এই অর্থ তাঁরা ব্যবহার করেন।ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির খবর অনেকেই শুনে নিয়েছেন। আর এই খবর শুনে মহিলারা ভীষণই উচ্ছ্বসিত। এখন জেনে নেওয়া যাক, সরকার কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে। আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে নাকি।

লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে কবে থেকে?

লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে, এবার নাকি এই প্রকল্পে আরো বাড়তে পারে ভাতার পরিমান। অনেকে ধারণা করছেন যে, ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে একেবারে ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোন ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলা আনন্দিত।

লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত নিয়ে নিচ্ছে সরকার। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী! 

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন কিভাবে?

আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করে জমা করে দিলে আপনার আবেদনটি নথিভুক্ত হবে। আর আপনি যদি এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথা সময় চলে আসবে আর্থিক সাহায্য। ‌তবে মহিলারা বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করে। খবর মিলছে, ভোটের আগে সম্ভবত এই ঘোষণা আসতে পারে সরকারের তরফে। ততদিনের জন্য অপেক্ষায় থাকতে হবে মহিলাদের।

Related Articles

Back to top button