Lakshmir Bhandar: 1000, 1200 অতীত! লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে। এবার কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে?

Lakshmir Bhandar Scheme Money Increase

পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার স্কিম (Lakshmir Bhandar Scheme). এই প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য। বাংলার মহিলাদের স্বার্থে নির্মিত এই প্রকল্পে প্রতিমাসে মহিলাদের ব্যাংক একাউন্টে ঢোকে ১০০০ এবং ১২০০ টাকা। তবে এবার শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে। কিন্তু কত টাকা বাড়ছে, কবে থেকে বাড়ছে, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

Lakshmir Bhandar Money Increases

আগামী বছর ২০২৬ সালের এপ্রিল-মে মাস নাগাদ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আর বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির (Mamata Banerjee) তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে। আর এরপরে নির্বাচন-পূর্ববর্তী পরিস্থিতিতে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে রাজ্য সরকারকে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি নবান্নে এক মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে গেল। কত টাকা বাড়ছে? নতুন করে আর কারা টাকা পাচ্ছেন?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে?

ইতিমধ্যে নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, এবারের বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্পের (Governmet Scheme) ঘোষণা করতে পারেন। পাশাপাশি আগে থেকে চালু থাকা বিভিন্ন জন কল্যাণকারী প্রকল্প যেমন, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পেও সুবিধা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে।

সাধারণত ভোটের আগে পশ্চিমবঙ্গবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতেই এই উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল। অতএব এই প্রকল্প মুখ্যমন্ত্রীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সূচনা হওয়ার পর থেকে প্রকল্পটি ধীরে ধীরে লাখ লাখ মহিলার কাছে সাহায্য পৌঁছে দিয়েছে। আগামী দিনেও এই প্রকল্প প্রচুর সংখ্যক মহিলার উপকার সাধন করবে সেই কথা ধারণা করাই যায়।

লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?

অর্থাৎ এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে। মহিলাদের ব্যাংক একাউন্টে ১০০০ ও ১২০০ টাকার বদলে অতিরিক্ত টাকা ক্রেডিট হবে। এখন প্রশ্ন হল, কত টাকা বাড়বে? এখনো পর্যন্ত সেই বিষয়ে‌ স্পষ্ট উত্তর না মিললেও বেশ ধারণা করা যায়, কিছুদিনের মধ্যেই এই বিষয়ে জানতে পেরে যাবেন রাজ্যের মহিলারা। অতএব আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুখবর পাবেন প্রত্যেক মহিলা।

Related Articles

Back to top button