Lakshmir Bhandar: মা,বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশেষে বাড়ছে? ২১ জুলাই মঞ্চ থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

WB Lakshmir Bhandar Scheme

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পটি (Lakshmir Bhandar) ভোটের আগে তুরুপের তাস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণায় প্রচুর মহিলা ভোট প্রাপ্ত হয়েছিল। সামনেই বিধানসভা নির্বাচন আর তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবার বৃদ্ধি করার সম্ভাবনা দেখা দিচ্ছে। সত্যিই কি তবে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা?

WB Lakshmir Bhandar Scheme

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। যে প্রকল্পে (Government Scheme) মহিলারা ১০০০ ও ১২০০ টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন। যারা সাধারণ শ্রেণীভুক্ত মহিলা তাঁরা ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি শ্রেণীভুক্ত মহিলারা এই স্কিম থেকে ১২০০ টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। আর এই আর্থিক সাহায্য তাঁদের অনেকটা স্বনির্ভর হতে সাহায্য করে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে?

সম্প্রতি জানা যাচ্ছে, হয়তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে। আসতে চলেছে সম্ভাব্য বড়সড় পরিবর্তন। এ বিষয়ে বিভিন্ন মহলে দাবি, হয়তো আগামী আগস্ট মাস থেকেই ভাতা বাড়তে পারে প্রায় ৫০০–৬০০ টাকা পর্যন্ত। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকার কোনও সরকারি ঘোষণা করেনি।

২১ জুলাইয়ের মঞ্চে কী ঘোষণা হলো?

সম্প্রতি ছিল তৃনমূলের ২১ জুলাই সমাবেশ (21 July Rally). আর সেই সমাবেশে ধর্মতলা চত্বরে উপস্থিত হয়েছিলেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। তাঁরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির জন্যও দাবি তুলেছিলেন। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় ৯৪ টি সামাজিক প্রকল্প চালু রয়েছে। যা নানা ভাবে সাধারণ মানুষকে সাহায্যও করছে। সোমবার দিন ধর্মতলায় শহিদ দিবসে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ৯৪ টি সামাজিক প্রকল্পের কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুন: সাধারণ মানুষকে ফ্ল্যাট দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। ২১ জুলাই বড় ঘোষণা? ফ্ল্যাট পেতে আবেদন করবেন কিভাবে?

তবে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কোনো ঘোষণা করেননি। অর্থাৎ এখনই টাকা বৃদ্ধি নিয়ে কোন সিদ্ধান্ত জানাতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। সরকারি দপ্তর থেকেও এ নিয়ে কোনও বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়নি। তাই মহিলাদের বলা হচ্ছে, সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। কোনো ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পর জাগো প্রকল্পে ৫০০০ টাকা দেওয়া হবে মহিলাদের! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

উপসংহার

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্মীর ভাণ্ডার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে মমতা সরকার কবে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে সর্বসমক্ষে ঘোষণা করবেন, সেটাই এখন সময়ের অপেক্ষা।

Related Articles

Back to top button