Lakshmir Bhandar Scheme – লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে হলে এই ব্যাঙ্কে একাউন্ট চলবে না, বিশদে জানুন। New Update 2022.

Lakshmir Bhandar Scheme – কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? জেনে নিন।

বর্তমানে প্রত্যেক মানুষ স্বাবলম্বী হতে চায় (Lakshmir Bhandar Scheme)। আর্থিক দিক থেকে পরিবারকে সাহায্য করতে চায়। তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে থাকে। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কয়েকটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে মহিলারা পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। সেগুলি কোন ব্যাঙ্ক। সেই সম্পর্কে এই প্রতিবেদনে জানানো হবে।

রাজ্য সরকারের গৃহীত লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাড়ির গৃহবধূদের মাসিক ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়। এর মধ্যে সাধারণ ও ওবিসি জাতিভুক্ত মহিলাদের দেওয়া হয়ে মাসিক ৫০০ টাকা ও তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হয়ে মাসিক ১,০০০ টাকা। চলতি মাসের (আগস্ট) আর্থিক সাহায্যের আশায় বসে রয়েছেন প্রকল্পের আওতাধীন মহিলারা।এরই মধ্যে ব্যাঙ্ক একাউন্ট সংক্রান্ত ঘোষণার ফলে উদ্বীগ্ন হয়ে রয়েছেন তারা। (Lakshmir Bhandar Scheme)

পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বৃত্তির ঘোষণা কেন্দ্রীয় সরকারের, আবেদনের শেষ সময় জেনে নিন

এই সমস্যার কারণ?
RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, দুটি ব্যাংক মিলিত হয়ে একটি ব্যাংক হিসেবে পরিচিতি পেয়েছে, এমন অনেক ব্যাঙ্ক রয়েছে। সেই ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের অ্যাকাউন্ট থাকলে তাদের IFSC কোডটি পরিবর্তিত হয়ে যায়। এক্ষেত্রে আবেদনকারীরা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, সেইসময় তাদের IFSC কোড বা নম্বর এবং ব্যাঙ্ক এর নাম পরিবর্তিত হয়নি। কিন্তু পরে দুটি ব্যাংক মিলিত হয়ে ব্যাঙ্কের নাম বদলে যায়। সেক্ষেত্রে পুরনো IFSC নম্বর পাল্টে যায়। IFSC নম্বরের মাধ্যমে NEFT, RTGS, IMPS এবং নেট ব্যাংকিং সহ অন্য কাজগুলি করা সম্ভব হয় না। তাই তারা এই প্রকল্পের আর্থিক অনুদান পাবেন না। (Lakshmir Bhandar Scheme)

এই সমস্যার সমাধান –
নতুন ব্যাঙ্কের থেকে পাওয়া পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং নতুন IFSC নম্বর ইত্যাদি নথি BDO অফিসে জমা করতে হবে। তবেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে। (Lakshmir Bhandar Scheme)
কোন কোন ব্যাঙ্ক মিলিত হয়েছে?
১) Oriental Bank of Commerce ও United Bank of India এই দুটি ব্যাংক মিলিত হয়ে ‘Punjab National Bank’ নামে গঠিত হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানিয়ে দিলো নবান্ন

২) Andhra bank এবং Corporation bank এই দুটি ব্যাংক মিলিত হয়ে বর্তমানে ‘Union Bank of India’ নামে গঠিত হয়েছে।
৩) Vijaya Bank এবং Dena Bank এই দুটি ব্যাংক মিলিত হয়ে বর্তমানে ‘Bank of Baroda’ নামে পরিচিতি। (Lakshmir Bhandar Scheme)

৪) Allahabad Bank বর্তমানে Indian Bank নামে পরিচিত। এছাড়া Syndicate Bank বর্তমানে Canara Bank নামে পরিচিত। (Lakshmir Bhandar Scheme)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button