Government Jobs – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ। দ্রুত চাকরি হবে।
সরকারী চাকরি (Government Jobs) নিয়ে আবারও দারুন একটি সুখবর প্রকাশিত হল রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের অধীনস্থ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে নূন্যতম যোগ্যতায় গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ (Government Jobs) হতে চলেছে। আর সবচেয়ে বড় যে কথা সেটি হল যে এখানে শুধুমাত্র ইন্টারভিউতে পাস করেই প্রার্থীরা নিয়োগের জন্য মনোনীত হতে পারবেন।
Government Jobs in West Bengal
তাই যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন কোন ভালো সরকারি চাকরির (Government Jobs), তখন এই সুযোগ শুধু শুধু হেলায় হারাবেন না। কারণ বর্তমানে যা চাকরির বাজার পড়েছে সেখানে সরকারি চাকরির ওপর মানুষের তো আস্থা উঠেই গেছে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্র গুলিতেও চাকরি মেলা ততটা আর সহজ নয়। তাই অযথা বিলম্ব না করে শীঘ্রই আমাদের চ্যানেলের প্রকাশ করা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন এবং তারপর আবেদনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া শুরু করে দিন।
নিয়োগকারী সংস্থা এবং শূন্যপদের বর্ণনা
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিসে কর্মী নিয়োগের (West Bengal Government Jobs) জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে হুগলি জেলার চুঁচুড়া তে DM অফিসে। এক্ষেত্রে যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া করা হবে তার নাম হলো সার্ভেয়ার (গ্রুপ সি)। এই পদে শূন্য ক্ষেত্রের সংখ্যা ঠিক কতগুলি সে বিষয় উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে একটি কথা বলা হয়েছে যে এখানে প্রার্থীদের প্রধানত চুক্তিভিত্তিক নিয়মে নিয়োগ করা হবে। প্রার্থী যেদিন থেকে কাজে যুক্ত হবেন সেইদিন থেকে শুরু করে আগামী ১ বছর পর্যন্ত বা যতদিন না নির্দিষ্ট প্রজেক্টটি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কাজের সঙ্গে যুক্ত থাকবেন।
প্রয়োজনীয় যোগ্যতাসমূহ
এ ক্ষেত্রে উপরোক্ত পদে কাজ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা সংক্রান্ত বেশ কিছু মাপকাঠি দেওয়া হয়েছে। যেমন,
১. এখানে আবেদন করার জন্য কিছু প্রার্থীকে অবশ্যই একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।
২. প্রার্থীদের বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে।
৩. প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সক্ষম হতে হবে।
আবেদন পদ্ধতি
Government Jobs এর বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন প্রক্রিয়া করা হবে অফলাইনে।
১. নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
২. তার মধ্যে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে বার করুন।
৩. তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই হার্ড কপি আবেদন পত্রটিকে সঠিকভাবে ভরে ফেলুন। আবেদনপত্রের নিচে একটি সেলফ অ্যাটেস্টেড করে দিতে যেন না ভুল হয়।
৪. এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স করে এনে সেগুলির নিচেও একটি করে সেলফ অ্যাটেস্টেড করে দিন।
৫. সবশেষে সেগুলিকে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে খামটিকে দপ্তরের নির্ধারিত ঠিকানা তে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ। তবে খামের উপর অবশ্যই প্রার্থী কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
উপরে উল্লেখিত এই সার্ভেয়ার পদে কাজের জন্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া (Government Jobs) শুধুমাত্র একটি পর্যায়ের মাধ্যমেই সম্পন্ন করা হবে। প্রত্যেক আগ্ৰহী এবং উপযুক্ত প্রার্থীকে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা নির্দিষ্ট স্থান এবং তারিখ ও সময় অনুযায়ী পৌঁছে যেতে হবে যথাযথ ক্ষেত্রে। তারপর সেখানে একটি ছোট্ট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তাদেরকে সঠিকভাবে যাচাই করার জন্য। এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবার পর তাতে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের বাছাই করে মেধা তালিকায় আনা হবে। এই মেধাতালিকায় নাম থাকা প্রার্থীদের সরাসরি ভাবে নিয়োগ করা হবে এক্ষেত্রে কাজের জন্য।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১. দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
২. ভোটার বা আধার কার্ড।
৩. পূর্বতন কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৪. আগের কাজ থেকে অবসর নেওয়ার ডিসচার্জ সার্টিফিকেট।
৫. প্রার্থীদের মেডিকেল ফিটনেস এর সার্টিফিকেট।
৬. প্রার্থীর কাজে থাকাকালীন শেষ মাসের পেমেন্ট স্লিপ।
৭. Pension Payment Order বা PPO পেপার।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদন প্রক্রিয়া (Government Jobs) শুরু হয়ে গিয়েছে গত ১০ই অক্টোবর ২০২৩ থেকে। এই কাজ চলবে আগামী ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত।
আরও পড়ুন, হঠাৎ সবার ফোনে ইমারজেন্সি অ্যালার্ট! কি কারনে এই মেসেজ?
আবেদনপত্র জমা দেওয়া এবং ইন্টারভিউয়ের স্থান
এখানে আবেদনপত্র এবং ইন্টারভিউ গ্রহণ করা হবে একই স্থানে। স্থানটি হল,
District Magistrate and Collector (RR Section), Hooghly at Jiban Paul’s Garden, PO. Chinsurah, PIN. 712103.
ইন্টারভিউ এর সময়
৭ ই নভেম্বর ২০২৩ তারিখ বেলা 11 টা থেকে।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, রাজ্যে 8400 কনস্টেবল এবং 3600 লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল নবান্নের তরফ থেকে।